‘শেয়ারবাজার রাতারাতি বড়লোক হওয়ার জায়গা না’

new takaনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার রাতারাতি বড়লোক হওয়ার জায়গা না। ভালো কোম্পানির শেয়ারে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করলে ভালো মুনাফা পাওয়া যাবে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে শুরু হওয়া ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’-এর দ্বিতীয় দিনে একটি সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

মঙ্গলবার রাজধানীর বনানীতে ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ‘বিনিয়োগ ও ঝুঁকি’ বিষয়ক সেমিনারটির আয়োজন করে শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল। তাতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদ ওসমান ইমাম।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সিডিবিএলের ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল, ব্যবস্থাপনা পরিচালক এম এইচ সামাদ, উপব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, শেয়ারবাজার রাতারাতি বড়লোক হওয়ার জায়গা না। ভালো কোম্পানির শেয়ারে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করলে ভালো মুনাফা পাওয়া যাবে। বিনিয়োগের আগে বাজারের ঝুঁকি সম্পর্কেও বিনিয়োগকারীদের যাচাই-বাছাই করতে হবে।

বক্তারা আরও বলেন, শেয়ারবাজারে বিনিয়োগের আগে বাজার সম্পর্কে জ্ঞানার্জন খুবই জরুরি। ভালোভাবে জেনে-বুঝে তারপরই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত। বাজারে প্রতিদিন শেয়ার কেনাবেচা করাকে বিনিয়োগ বলে না। মূল প্রবন্ধে মাহমুদ ওসমান ইমাম শেয়ারবাজারে বিনিয়োগের বিভিন্ন ঝুঁকির বিষয়গুলো তুলে ধরেন। ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই মূলত এ সেমিনারের আয়োজন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *