শেয়ার ছেড়ে ১৭ বিলিয়ন ডলার সংগ্রহ করবে আরামকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

নিজেদের গ্যাস পাইপলাইনের উল্লেখযোগ্য শেয়ার বিক্রির মাধ্যমে ১ হাজার ৭০০ কোটি ডলার সংগ্রহ করতে চায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা সৌদি আরামকো। এর আগে সংস্থাটি তাদের তেল পাইপলাইন-সংক্রান্ত চুক্তি থেকে ১ হাজার ২৪০ কোটি ডলার সংগ্রহ করেছিল। এ চুক্তিসংশ্লিষ্ট সূত্রগুলো এমনটা জানায়।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটনভিত্তিক ইআইজি গ্লোবাল এনার্জি পার্টনারের কাছে নিজেদের তেল পাইপলাইনের ৪৯ শতাংশ শেয়ার বিক্রির মাধ্যমে ১ হাজার ২৪০ কোটি ডলার সংগ্রহ করে আরামকো।

সূত্র জানায়, নর্থ আমেরিকান প্রাইভেট ইকুইটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এবং চীন ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত তহবিলগুলোর পাশাপাশি অন্য সম্ভাব্য দরদাতাদের কাছে এ-সংক্রান্ত প্রস্তাব প্রেরণ করা হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক বিক্রির প্রক্রিয়া শুরুর আগে আরামকো তার উপদেষ্টাদের মাধ্যমে এসব প্রস্তাব প্রেরণ করেছে।

সংশ্লিষ্ট এক সূত্র জানায়, চুক্তির আওতায় ৩৫০ কোটি ডলার পরিমাণ ইকুইটি অন্তর্ভুক্ত থাকতে পারে এবং বাকি অর্থ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হবে। অন্য আরেকটি সূত্র জানায়, চুক্তির আওতায় মোট লেনদেনের পরিমাণ ২ হাজার কোটি ডলার দাঁড়াতে পারে।

আরামকোর তথ্য অনুযায়ী, সৌদি আরব বিশ্বের ষষ্ঠ বৃহত্তম গ্যাসবাজার, যার মাস্টার গ্যাস সিস্টেম (এমজিএস) গ্যাসের বিভিন্ন আমানত থেকে মূল্য অর্জন করে এবং ভোক্তাদের কাছে তা পৌঁছে দিতে সহায়তা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবে গ্যাসের ব্যবহার এবং ব্যবহারের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে এ চুক্তি অনুষ্ঠিত হতে পারে। এ সময় গ্যাস চুক্তিটি কেন বেশি আয় করতে সক্ষম সেটিও বর্ণনা করে এ সূত্র।

সূত্র জানায়, অনেক শিল্প-কারখানা ২০৩০ সালের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অনুযায়ী গ্যাসের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা অনেকটাই বাড়বে। সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে আরামকো এ চুক্তি নিয়ে মার্কিন বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবাদাতা প্রতিষ্ঠান জেপি মরগান এবং গোল্ডম্যান স্যাকসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *