সাপ্তাহিক দর কমার শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৫৮ শতাংশ। ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১ কোটি ৪৩ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ২৮ লাখ টাকা ছিল।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৪.৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ৪ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৮০ লাখ টাকা ছিল।

ঢাকা ব্যাংক লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৩.৭৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ৩৫ কোটি ৮৯ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ১৭ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের ১৩.৪১ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১২.১৫ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২.১২ শতাং, তাওফিকা ফুডস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজের ৯.৫২ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ৯.৩৩ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৮.৪৪ শতাংশ ও প্রাইম ব্যাংকের ৮.০৫ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *