স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৬৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪৪ কোটি ৯ লাখ টাকার।
ইফাদ অটোস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ২৩৩ কোটি ১২ লাখ টাকার।
এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফাইন্যান্সের ২০৩ কোটি ৬ লাখ, ডাচ বাংলা ব্যাংকের ১৯৭ কোটি, নর্দার্ন ইন্স্যুরেন্সের ১৯৫ কোটি ৩৪ লাখ টাকার, এবি ব্যাংকের ১৯২ কোটি ৮৮ লাখ টাকার, কনফিডেন্স সিমেন্টের ১৭২ কোটি ৯৫ লাখ টাকার, লাফার্জহোলসিমের ১৬৭ কোটি ২ লাখ টাকার ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ১৬৫ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/রিমা