সিএসই’র ২৮তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর ২৮ তম বার্ষিক সাধারন সভা নভেম্বর ২৩, ২০২৩ইং তারিখে চট্টগ্রামে অবস্থিত সিএসই এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিএসই-এর চেয়ারম্যান জনাব আসিফ ইব্রাহীম ।

এ বার্ষিক সাধারন সভায় সিএসই এর পরিচালকবৃন্দ আব্দুল হালিম চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ইশতার মহল, মোহাম্মাদ নকিব উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), মো. গোলাম ফারুক এবং কোম্পানি সেক্রেটারি ,রাজীব সাহা, এফসিএস, উপস্থিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারগণ ২০২২-২০২৩ সালের জন্য ৫% নগদ লভ্যাংশ প্রদানের জন্য অনুমোদন দেন ।

সিএসইর দুটি শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য আয়োজিত নির্বাচনে শেয়ারহোল্ডারগন ভোট প্রদান করেন। এখানে উল্লেখ্য, নির্বাচন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসেনউদ্দিন আহমেদ চৌধুরী নির্বাচন পরিচালনা করেন।

শেয়ারহোল্ডারগণ পিএইচপি স্টক এন্ড সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ আখতার পারভেজ চৌধুরী এবং বি.কে. ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ এর পরিচালক, মেজর (অবঃ) এমদাদুল ইসলামকে সিএসই এর পরিচালক হিসাবে নির্বাচিত করেন।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *