শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড রাজধানীতে ফ্লোর স্পেস ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ফ্লোর স্পেস ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকার বসুন্দরায় রহমান এজে ট্রেড সেন্টারে গাড়ি পার্কিংসহ প্রতি বর্গফুট ৪০ হাজার টাকায় মোট ৮ হাজার বর্গফুট স্পেস ক্রয় করবে ন্যাশনাল ব্যাংক। ফ্লোর স্পেস ক্রয়ে খরচ হবে আনুমানিক ৩২ কোটি ৪০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে ফ্লোর স্পেস ক্রয় করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/বিএ