স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৫৭৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩৬৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৮১৩ কোটি ৯২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১২৪২ কোটি ৭৭ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪০টির, আর দর অপরিবর্তিত আছে ১২২টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিটি, ওরিয়ন ইনফিউশন, ইষ্টার্ণ হাউজিং, জেনেক্স ইনফোসিস, বিডিকম অনলাইন, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৯.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২০০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১০১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯০টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৯৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৩৫ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা ও বেক্সিমকো লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম//