শেয়ারবাজার থেকে রাইট শেয়ার ছেড়ে ১৫৯ কোটি ১৩ লাখ টাকা সংগ্রহের অনুমোদন পেয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
সোমবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
লংকাবাংলা ফাইন্যান্স কোম্পানির ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। এক্ষেত্রে ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি রাইট শেয়ার ইস্যু করা হবে। যা শুধুমাত্র অভিহিত মূল্যে ইস্যুর মাধ্যমে ১৫৯ কোটি ১৩ লাখ টাকা সংগ্রহ করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/এমএইচ