স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা এনআরবিসি ব্যাংক লিমিটেড চলতি বছরের প্রথম ৬ মাসে কর পরবর্তী মুনাফা করেছে মাত্র ৩৬ কোটি টাকা। অথচ একই বছরের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফা অর্জন করেছে ১০৪ কোটি টাকা। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ব্যাংকটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২০২০) ব্যাংকটি কর পরবর্তী মুনাফা অর্জন করেছে ১০৪ কোটি টাকা। একই বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর-২০২০) ব্যাংকটি কর পরবর্তী কনসোলিডেটেড মুনাফা অর্জন করেছে ১৪০ কোটি ৬৪ লাখ টাকা।
এই হিসাবে ব্যাংকটির প্রথম ৬ মাসে কর পরবর্তী কনসোলিডেটেড মুনাফা অর্জন করেছে ৩৬ কোটি ১৮ লাখ টাকা।
তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) এসেছে ১.৭৯ টাকা। যা আইপিও শেয়ারসহ এই শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) এসেছে ১.৪৯ টাকা।
৩০ সেপ্টেম্বর ২০২০ ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.০১ টাকায়।
স্টকমার্কেটবিডি.কম/