ডিএসইতে ৩ দিনে ২৫০০ কোটি টাকা লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম তিন কার্যদিবসেই শেয়ারবাজারে টানা ঊর্ধ্বগতি বিরাজ করছে। প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত ক্রমেই শেয়ারের লেনদেন বেড়ে চলেছে। সেই সঙ্গে বাড়ছে সূচক। গত তিন দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন হয়েছে দুই হাজার ৫৪৬ কোটি ৫১ লাখ টাকা।

আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ১৯২ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৯২৮ কোটি ২৭ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ১১ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মূদ্রানীতি ঘোষণার পর চলতি মাসের শুরু থেকেই শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা দেয়। গত মাসের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ জুলাই) শেয়ারবাজারে লেনদেন হয় ৬০৯ কোটি ৮৬ লাখ টাকা। কিন্তু চলতি মাসের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয় ৮০৬ কোটি ৫৩ লাখ টাকা।

সেই ধারা অব্যাহত রেখে দ্বিতীয় কার্যদিবসে ৮১১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সিএসইতে তিন দিনে লেনদেন হয়েছে ১৯২ কোটি ৪৯ লাখ টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয় ৬০ কোটি ৭৬ লাখ টাকা। দ্বিতীয় কার্যদিবসে ৬১ কোটি ৬২ লাখ টাকা।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৮ কোটি ২৭ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১১৬ কোটি টাকা বেশি। ডিএসইএক্স সূচক দাঁড়ায় চার হাজার ৮৭১ পয়েন্টে। যা আগের দিনের তুলনায় ৯.২৬ পয়েন্ট বেশি।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

মােবাইল হ্যান্ডসেট ব্যবসায় এসিআই লিমিটেড

mobile-picস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি এসিআই লিমিটেডের মোবাইল ফোন ও হ্যান্ডসেটের যন্ত্রপাতি উৎপাদন ও বিক্রি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে আরো জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ অত্যাধুনিক মোবাইল সেট উৎপাদন ও বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই মোবাইল ব্রান্ডের নাম দেওয়া হয়েছে STYLUS।

মোবাইল ফোন ও হ্যান্ডসেটের যন্ত্রপাতি বিক্রি করে ২০১৬ সাল নাগাদ কোম্পানিটি ৭২ কোটি টাকা আয় করবে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

সিএমসি কামালের ইপিএস ৪১ পয়সা

cmcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক ও শিল্প খাতের কোম্পানি সিএমসি কালাম টেক্সটাইল মিলস লিমিটেডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৪১ পয়সা। এসময় কোম্পানিটির ইপিএস আগের বছরের চেয়ে ১ পয়সা বেড়েছে। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল, ১৫ – জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য দেও্য়া হয়েছে।

২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ২০.৩৮ টাকা। ২০১৪ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সম্পদ ছিল ১৯.৬২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

তাল্লু স্পিনিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

talluস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৯ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ১৫.২০ টাকা। গত ৩ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১৯.৫০ টাকায়। তবে নোটিস পাঠানোর পর গতকাল ৪ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর কিছুটা কমে দাঁড়িয়েছে ১৮.৪০ টাকায়। এসময় মাত্র ৩ কার্য দিবস শেয়ারটির দর কমলেও বাকি দিন দর বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় সিএসই। এ সময় তাল্লু স্পিনিং মিলসের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি