২১ অক্টোবর ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা

eblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২১ অক্টোবর। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, আগামী ২১ অক্টোবর শনিবার ২টা ৩০ মিনিটে প্রতিষ্ঠানটির বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

অগ্রনী ইন্সুরেন্সের বোর্ড সভা ২৪ অক্টোবর

agriniস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান অগ্রনী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, আগামী ২৪ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বোর্ড সভার আহ্বান করেছে অলিম্পিক এক্সেসরিস

Olympic-Accessoriesস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিস লিমিটেড ৩০ জুন ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য বোর্ড সভার আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ২৬ অক্টোবর সোমবার বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

অলিম্পিক এক্সেসরিস লিমিটেড ২০১৫ সালে জুন মাসে “এন” ক্যাটাগরিতে শেয়ারবাজারে অর্ন্তভূক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আর্থিক স্বচ্ছতা নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : শিল্পমন্ত্রী

amu.smbdনিজস্ব প্রতিবেদক :

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, উন্নয়ন ও স্বচ্ছতা একই সূত্রে গাঁথা। কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এই বাস্তবতা বিবেচনা করে আমাদের বিভিন্ন আর্থিক ও নীতি সংস্কারের উদ্যোগ নিতে হবে।

রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দি ইনস্টিটিউট অব কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত সাফা আন্তর্জাতিক কনফারেন্স ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান ফেডারেশন অব এ্যাকাউন্টেন্টসের (সাফা) অর্জুনা হেরাথ।

প্রধান অতিথির বক্ত্যবে মন্ত্রী বলেন, পেশাদার হিসাবধারীরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিজ নিজ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বর্পূণ ভূমিকা রাখছে। একই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠা ও দক্ষ করপোরেট ব্যবস্থাপনায় তারা দক্ষতার প্রমাণ দিচ্ছেন।

আইসিএমএবি-র প্রেসিডেন্ট এ.এস.এম. শায়খুল ইসলাম বলেন, পেশাদার এ্যাকাউন্টেন্টরা নিয়োজিত কোম্পানির সাথে সাথে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। এ ছাড়া পেশাদার এ্যাকাউন্টেন্টরা জনগণের আগ্রহকে বিবেচনা করে কাজ করে থাকেন। আর পেশাদার এ্যাকাউন্টেন্টদের দক্ষতার কারণে কোম্পানির মালিকরা সন্তুষ্ট থাকেন।

আইসিএমএবি’র সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম বলেন, ফিন্যান্সিয়াল রিপোর্টিং এ্যাক্ট দেশের ফাইন্যান্স খাতে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এ ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্স পরিপালনে বাধ্যবাধকতাও ইতিবাচক ভূমিকা রাখবে।

দুইদিন ব্যাপী এ সম্মেলনের প্রথম দিন আরো উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, আইসিএমএবি’র সেক্রেটারি আব্দুর রহমান খান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এম

মিউচ্যুয়াল ব্যাংকের আয় ৫৯ পয়সা বেড়েছে

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫৯ পয়সা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

জানা গেছে, প্রতিষ্ঠানটির (জুলাই’১৫ – সেপ্টেম্বর’১৫) ৩ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস)আয় ১ টাকা ১২ পয়সা। গত বছর একই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছিল ৫৩ পয়সা। সে হিসেবে প্রতিষ্ঠানটির এই বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫৯ পয়সা।

আবার প্রতিষ্ঠানটির গত ৯ মাসে (জানুয়ারী’১৫ – সেপ্টেম্বর’১৫) শেয়ার প্রতি আয় (ইপিএস) আয় ২ টাকা ৪৭ পয়সা। গত বছর একই সময় ছিল ১ টাকা ৫৩ পয়সা। গত ৯ মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৯৪ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি মোট সম্পদের মূল্য (এনএভি) ২২.৪৩ টাকা। গত বছর একই সময় ছিল ২২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

দ্বিতীয় প্রান্তিকে বীচ হ্যাচারির আয় কমেছে

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

জানা গেছে, কোম্পানিটির (এপ্রিল১৫ – জুন’১৫) ৩ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস)আয় কমেছে ১২ পয়সা। গত বছর একই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছিল ৩৪ পয়সা।

আবার কোম্পানিটির গত ৬ মাসে (জানুয়ারী’১৫ – জুন’১৫) শেয়ার প্রতি আয় (ইপিএস) আয় কমেছে ৩৬ পয়সা। গত বছর একই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছিল ৮৫ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি মোট সম্পদের মূল্য (এনএভি) ১২.০১ টাকা। গত বছর একই সময় ছিল ১২.৩৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিডি ফাইন্যান্সকে জরিমানা করলো কেন্দ্রীয় ব্যাংক

bd-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডকে আইন অমান্য করায় এক কোটি টাকা জরিমানা করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে আইন পালনে সতর্ক থাকার জন্যও প্রতিষ্ঠানটিকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

গত ১ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ বিডি ফাইন্যান্স লিমিটডেকে এ সম্পর্কিত একটি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের নির্দেশনা লঙ্ঘন করে বিডি ফাইন্যান্সকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর বিডি ফাইন্যান্সের চলতি হিসাব থেকে ১ কোটি টাকা ডেবিট করে বাংলাদেশ ব্যাংকের সাধারণ হিসাবে জমা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২ (১৯৭২ সালের আদেশ নম্বর ১২৭)-এর ৩৬ (১) ধারা অনুসারে, বাংলাদেশে অনুমতিপ্রাপ্ত সব তফসিলি ব্যাংক (শরিয়াহভিত্তিক ব্যাংকসহ) প্রতিষ্ঠানগুলোকে মোট আমানতের ৬.৫ শতাংশ নগদ জমা রাখা সংরক্ষণ (সিআরআর) ও বিধিবদ্ধ জমা সংরক্ষণ (এসএলআর) হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। অন্যদিকে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ৫ শতাংশ হারে জমা রাখতে হবে।

এই সাড়ে ৬ শতাংশ জমার হিসাব হবে ১৫ দিন পরপর। তবে দৈনিক জমার পরিমাণ মোট আমানতের ৬ শতাংশের কম করা যাবে না। সিআরআর ও এসএলআর সংরক্ষণের ক্ষেত্রে মুদ্রানীতি বিভাগের নির্দেশনার ব্যত্যয় ঘটলেই জরিমানা গুনতে হবে দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে।

২০১৪ সালের ২৩ জুন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নিদের্শনা দেয়া হয়। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমাতে ২০১৪ সালের ২৩ জুন সিআরআর ও এসএলআর ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬ দশমিক ৫ শতাংশ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি বিভাগ। প্রসঙ্গত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নগদ জমা রাখা সংরক্ষণ (সিআরআর)।

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের বোর্ড সভা ২৮ অক্টোবর

centস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর বুধবার অনষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত বছর ২০১৪ সালে বিনিয়োগকারিদের জন্য ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

তার আগের বছর ২০১৩ সালে কোম্পানিটি বিনিয়োগকারিদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে

স্টকমার্কেটবিডি.কম/বিএ