রোহিঙ্গা নৃশংসতা জন্য মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন

rahigaবিশেষ প্রতিবেদক :

মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ। সোমবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

ওই বিবৃতির বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে পদ্ধতিগত দমন-পীড়নের নিন্দা জানিয়েছে মালদ্বীপ। একই সঙ্গে তারা মিয়ানমারে রোহিঙ্গাদের রক্তক্ষয় বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তদন্ত করার জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও জাতিসংঘ মহাসচিবের কাছে অনুরোধ জানিয়েছে মালদ্বীপ।

গত মাসের শেষ সপ্তাহে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সীমান্তবর্তী কয়েকটি চৌকিতে হামলার ঘটনা ঘটে। হামলার জন্য মিয়ানমারের সরকার স্থানীয় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মিকে দায়ী করে। এরপর থেকে রোহিঙ্গা জনপদে দমন-পীড়ন ও সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। এ অবস্থায় প্রাণ বাঁচাতে রাখাইন থেকে লাখো শরণার্থী বাংলাদেশে এসেছে। এসব শরণার্থীর মধ্যে প্রায় সবাই রোহিঙ্গা মুসলিম।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

২টি কোম্পানি কাল থেকে স্পট মার্কেটে যাচ্ছে

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের ১টি ও মিউচ্যুয়াল ফান্ড খাতের একটি কোম্পানি এ্যাপেক্স ট্যানারি লিমিটেড ও সি এ পি এম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান দুই দিনের জন্য কাল বুধবার থেকে স্পট মার্কেটে যাচ্ছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানি ৩টি আগামী ০৬ ও ৭ সেপ্টেম্বর টানা ২ দিন স্পট মার্কেটে লেনদেন করবে । এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর রবিবার। এদিন কোম্পানির লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ব্যাংক পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

citybank_logoস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

হোসেন খালেদ নামে কোম্পানিটির এই পরিচালক ৫০ হাজার শেয়ার ক্রয় করবেন। এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

তিনি ঘোষিত ৩০ কার্য দিবসের মধ্যে এসব শেয়ার ক্রয় সম্পন্ন করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় চলছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। প্রথম দেড় ঘন্টায় দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৬০৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় চলছে লেনদেন ও সব ধরনের সূচক বেড়েছে।। এসময় সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। সিএসইতে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা ১ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৯৬ পয়েন্ট বেড়ে ৬০৭১ পয়েন্টে অবস্থান করছে। স্টক ডিএসই-৩০ সূচক ১০.৫৩ পয়েন্ট বেড়ে ২১৫৫ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৭১ বেড়ে ১৩৩৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৬০৭ কোটি ১৩ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৭৯টির ও অপরিবর্তিত ছিল ৩৯টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৯.৮৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮২০ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ১৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ১৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ১০৬টির, কমেছে ৫৩টির ও অপরিবর্তিত ছিল ১৯টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

মেঘনা কনডেন্সড মিল্কের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Meghna-Condencedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে গত ২৯ আগস্ট জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৬ আগস্ট শেয়ার দর ছিল ৫৮ টাকা। গত ২৯ আগস্ট  সর্বশেষ তা ২৪১ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর বেড়েছে ৩১৫.৫১ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

মার্জিনধারীদের তথ্য চায় ১০টি মিউচ্যুয়াল ফান্ড

mutualfundsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০টি কোম্পানি লভ্যাংশ বিতরণের জন্য মার্চেন্ট ব্যাংকস ও ডিপোজটরি পার্টিসিপেন্টসদের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো এ বি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড লি., পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড।

বিও একাউন্টস ই-টিআইনের মাধ্যমে ১১ সেপ্টেম্বর রেকর্ড ডেটের পূর্বে তাদের ডিপি আপডেট করতে ইউনিট হোল্ডারদের অনুরোধ জানানো হয়েছে। ডিএসই সূত্রে জানা যায়, ইউনিটধারীদের রেকর্ড ডেটের পূর্বে ১০ সেপ্টেম্বরের মধ্যে ইমেইলের মাধ্যমে palash16@yahoo.com, zaman_gm@yahoo.com, palash@racebd.com অথবা সরাসির পুরানা পল্টন, ঢাকা-১০০০, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী, ১৬৬-১৬৭, আল-রাজী কমপ্লেক্স (৩য় তলা), বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএলে তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.