সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন ও কোম্পানির শেয়ারদর বেড়েছে। প্রথম দুই ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৭২৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন ও শেয়ারদর বাড়ছে।। এসময় সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা ৩৯ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৩৮ পয়েন্ট বেড়ে ৬১৫৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ২.০৪ কমে ১৩৬৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ৫.৪৬ পয়েন্ট কমে ২২০৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৭২৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১০৯টির ও অপরিবর্তিত ছিল ৪৫টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮.০৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ২২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ১০৮টির, কমেছে ৭২টির ও অপরিবর্তিত ছিল ৩৪টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

জাহিন স্পিনিংয়ের লেনদেন বন্ধ বুধবার

zahinস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড আগামীকাল বুধবার বন্ধ থাকবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার কোম্পানিটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রাখবে।  বৃহস্পতিবার থেকে পুনরায় কোম্পানির লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ডিএসই’র নোটিশের জবাব দিল এস. আলম কোল্ড রোল্ড

S.-Alam-Logoস্টকমার্কেট ডেস্ক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সিএসই সূত্রে জানা যায়, মাত্র ৭দিনের ব্যধবানে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২১০৮.৬২ শতাংশ। গত ৪ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার দর ছিল ৫৮ টাকা। গত ১১ সেপ্টেম্বর সর্বশেষ তা ১২৮১ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি ১১ সেপ্টেম্বর তা জানতে কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় সিএসই।

এ সময় এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

১ মাসে লাফার্জ সুরমার দর বেড়েছে ৩৬৮%

Lafarge-Surma-Cement smbdস্টকমার্কেট ডেস্ক :

গত এক মাসের ব্যবধানে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩৬৮.৬৫ শতাংশ। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৩ আগস্ট শেয়ার দর ছিল ৯৭৩ টাকা। গত ১১ সেপ্টেম্বর সর্বশেষ তা ৪৫৬০ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর বেড়েছে ৩৬৮.৬৫ শতাংশ।

সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি গত ১১ সেপ্টেম্বর তা জানতে চায় ডিএসই।

এ সময় লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

ইভিন্স টেক্সটাইলের বোর্ডসভা আহবান

Evince-Textile-220x140স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেডের বোর্ডসভা আগামী ২০ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ ২০১৬-২০১৭ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সূত্র থেকে জানা যায়, এদিন বেলা সাড়ে চারটায় কোম্পানিটির বোর্ডসভা নিউ এয়ারপোর্ট রোড নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সভায় ৩১০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একইসঙ্গে বোর্ডসভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

গত বছর কোম্পানিটি ২০ শতাংশ বোনাস শেয়ার ও ১০ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আর্গন ডেনিমসে্র বোর্ডসভা ২০ সেপ্টেম্বর

Argon-denims-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস্‌ লিমিটেডের বোর্ডসভা আগামী ২০ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ ২০১৬-২০১৭ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বস্ত্র খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় নিউ এয়ারপোর্ট রোড নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ সালের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

এ সভায় সমাপ্ত বছরে কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

গত বছর কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস শেয়ার ও ১০ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ওইমেক্স ইলেক্ট্রোডের আবেদন : চলবে আর একদিন

oi

নিজস্ব প্রতিবেদক :

ওইমেক্স ইলেক্ট্রোড লিমিটেডের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ৫ সেপ্টেম্বর। আর ২ দিন পর আগামীকাল বুধবার পর্যন্তই আইপিও বিনিয়োগকারীরা এ আবেদন করতে পারবেন। আজ বাদে আর একদিন চলবে এই সাবস্ক্রিপশন। কোম্পানি সূত্রে এ তথ্যটি জানা যায়।

oimex-IPO AD

এর আগে গত ৯ মে মঙ্গলবার কমিশনের ৬০৪তম সভায় আইপিওটি অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১.৫ কোটি শেয়ার ছেড়ে মোট ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এমটিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল ক্রয় করবে।

গত ৫ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ওয়েটেড এভারেজ ইপিএস ছিল ২ টাকা ৩ পয়সা। আর ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ এসেছে (এনএভি) ১৪ টাকা ৮৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ