রিলায়েন্স ওয়ানের লেনদেন বন্ধ সোমবার

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড আগামীকাল সোমবার বন্ধ থাকবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, কাল সোমবার কোম্পানিটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রাখবে। আগামী মঙ্গলবার থেকে পুনরায় কোম্পানির লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

সোমবার থেকে স্পট মার্কেটে যাচ্ছে সাবমেরিন ক্যাবল

bsclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড দুই দিনের জন্য আগামীকাল সোমবার থেকে স্পট মার্কেটে যাচ্ছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর টানা ২ দিন স্পট মার্কেটে লেনদেন করবে । এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর বুধবার। এদিন কোম্পানির লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

মিশ্র সূচকে চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন ও কোম্পানির শেয়ারদর বাড়ছে। প্রথম দেড় ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মিশ্র প্রবণতায় প্রবণতায় চলছে লেনদেন ও কোম্পানির শেয়ারদর বাড়ছে।। এসময় সেখানে লেনদেন হয়েছে ১৩৭ কোটি  লাখ টাকার শেয়ার। সিএসইতে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টা ৩মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৬৮ পয়েন্ট বেড়ে ৬২০৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ০.৬৩ বেড়ে ১৩৮৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ৪.২০ পয়েন্ট কমে ২২২০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৩৯১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৯২টির ও অপরিবর্তিত ছিল ৪৬টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১.৮৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৫৬ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ১৩৭ কোটি লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ১৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৯৮টির, কমেছে ৫৬টির ও অপরিবর্তিত ছিল ৩২টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

গ্লোবাল ইন্স্যুরেন্স উদ্দ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন

global-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, শওকত রেজা নামের এই উদ্দ্যোক্তা তার ৫০ হাজার শেয়ার ক্রয় করেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয় বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করেন। এর আগে গত ৮ আগস্ট তিনি এই সংখ্যক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডিএসইতে আমরা নেটওয়ার্কসের অনুমোদন, লেনদেনের অপেক্ষায়

aamra-networksনিজস্ব প্রতিবেদক :

লটারি শেষে আমরা নেটওয়ার্কসকে শেয়ার লেনদেনের জন্য বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ অনুমোদন দিয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ শিগগিরই অনুমোদন দেবে বলে প্রত্যাশা করে কোম্পানির কর্তৃপক্ষ।

এরপরে উভয় স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএল কর্তৃপক্ষের সিদ্ধাতে আমরা নেটওয়ার্কসকে শেয়ার লেনদেনের দিনক্ষণ ঘোষণা করা হবে। যেকোন দিন এই ঘোষণা এবং শিগগিরই লেনদেন শুরু হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর কোম্পানিটির আইপিও লটারি সম্পন্ন হয়েছে। লটারিতে বিজয়ী বিনিয়োগকারীদের বিও হিসাবে শেয়ার জমা হলেই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির লেনদেনের তারিখ ঘোষণা করা হবে। কোম্পানিটির আইপিওতে ১৮গুণ বেশি আবেদন জমা পড়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের বাণিজ্যিক কার্যক্রম শুরু

sabmerinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড  দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের বাণিজ্যিক কার্যক্রম আজ শুরু করেছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানি জানিয়েছে, কোম্পানির পরিচালনা বোর্ড পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত সি-উই-মি-উই-৫ কনসোর্টিয়ামের বাণিজ্যিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে কার্যক্রম শুরু হওয়া এই দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেম প্রতি সেকেন্ডে প্রায় এক হাজার ৫০০ গিগাবাইট ব্যান্ডউহথ ধারণ করতে পারবে।

এই সংশ্লিষ্টরা জানান, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি চালুর মাধ্যমে এক হাজার পাঁচশো জিবিপিএস ব্যান্ডউইথ সুবিধাসহ নিরবচ্ছিন্ন ইন্টারনেটে সংযুক্ত হবে। কক্সবাজারে প্রথম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের চেয়ে পটুয়াখালীতে দ্বিতীয় প্রকল্পটি পাঁচ গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। ব্যান্ডউইথ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির তথ্য মতে, পটুয়াখালীর কুয়াকাটায় মাইটভাঙ্গা গ্রামে ২০১৩ সালের শেষের দিকে ১০ একর জমির ওপর ৬৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি।

প্রসঙ্গত,সি-মি-উই-৫ হলো দক্ষিণ-পূর্ব এশিয়া- মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৫-এর সংক্ষিপ্ত রূপ। এতে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইউএই, ওমান, জিবুতি, ইয়েমেন, সৌদি আরব, মিসর, ইতালি ও ফ্রান্স।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পাবে ১২ উদ্যোক্তা ও ২ প্রতিষ্ঠান

city groupস্টকমার্কেট ডেস্ক :

১৩তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০১৭ এর কার্যক্রম ঘোষণা করা হয়েছে। আগামী বছরের প্রথম দিকে বিজয়ীদের হাতে এই পুরস্তার তুলে দেয়া হবে। এবার মোট ৬টি বিভাগে ২টি প্রতিষ্ঠান ও ১২ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হবে।

শনিবার এক সংবাদ সম্মেলনে পুরস্কারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান সিটিগ্রুপের মানবকল্যাণমুখী সংগঠন সিটি ফাউন্ডেশনের উদ্যোগে ১৩তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার প্রদান করা হবে।

এ কর্মসূচীর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র উদ্যোক্তাগণ যে অবদান রাখছেন তার স্বীকৃতির পাশাপাশি ক্ষুদ্র শিল্প স্থাপনের উদ্যোগকে উৎসাহিত করা এবং ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলোর যথার্থ স্বীকৃতি প্রদান করা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এবারের পুরস্কারের বিভাগগুলো হলো- বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা (পুরস্কারের আর্থিক মূল্য সাড়ে চার লাখ টাকা), বছরের শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা (সাড়ে তিন লাখ টাকা), বছরের শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা, (সাড়ে তিন লাখ টাকা), এবং বছরের শ্রেষ্ঠ তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা (সাড়ে তিন লাখ টাকা)।

এছাড়া বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং বছরের শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা বিভাগে দুটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।

বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা, শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা, শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা এবং বছরের শ্রেষ্ঠ তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগের প্রত্যেক ১ম রানার-আপ বিজয়ীরা পাবেন দেড় লাখ টাকা।

আর ২য় রানার আপ বিজয়ীরা পাবেন এক লাখ টাকা। এছাড়া বিজয়ীদের প্রত্যেকেই একটি করে ক্রেস্ট এবং সার্টিফিকেট পাবেন।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

সাবমেরিন ক্যাবলের এজিএম তারিখ পরিবর্তন

bsclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। আগামী ৭ অক্টোবর এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, অনিবার্যকারণবশত ৭ অক্টোবর এজিএম অনুষ্ঠিত হবে না। আগামী ১৪ অক্টোবর এজিএমের তারিখ পরিবর্তন করা হলেও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

২০১৭ সালের সমাপ্ত অর্থবছরের ৯তম এজিএমটি পটুয়াখালী এসএমডাব্লিউ-৫ সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া