আগামীকাল স্পট মার্কেটে যাবে দুইটি ব্যাংক

spotস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আগামীকাল ৯ এপ্রিল সোমবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ১০ এপ্রিল মঙ্গলবার পযর্ন্ত। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , প্রতিষ্ঠান দুইটি আগামী ৯ ও ১০ এপ্রিল অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ১১ এপ্রিল বুধবার প্রতিষ্ঠান দুইটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

আর রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠান দুইটি আগামী ১১ এপ্রিল লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রেনউইক যজ্ঞেশ্বরের দর বাড়ার কোনো কারণ নেই

Renwickস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর এন্ড কোম্পানি (বিডি)  লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৯ মার্চ এ শেয়ারের দর ছিল ৫৬২.৮ টাকা এবং গত ৫ এপ্রিল বৃহস্পতিবার এ শেয়ারের দর দাঁড়ায় ৬৮১.৮ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেডের জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ড্রাগন সোয়েটারের শেয়ার বিক্রি সম্পন্ন

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। রবিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোস্তফা কামরুস সোবহান নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ২০ লাখ শেয়ার বেচলেন।

এই উদ্দ্যোক্তা পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে

suchokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ১ম কার্য দিনে ডিএসই ও সিএসইতে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। রবিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ১৪কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৭৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩৬২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৪ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৭৩.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯০ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মাইডাস ফাইন্যান্সের বার্ষিক বোর্ড সভা ১৫ এপ্রিল

midasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৫ এপ্রিল আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর ধানমন্ডি প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গতবছর প্রতিষ্ঠানটি কোন লভ্যাংশ দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইন্দো-বাংলার আবেদন বন্ধ রাখতে ব্রোকার হাউজগুলোকে ডিএসইর নির্দেশ

indoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আবেদন জমা না নেওয়ার জন্য ব্রোকার হাউজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার এ সংক্রান্ত একটি নোটিস সকল ব্রোকার ও ট্রেকহোল্ডারদের নিকট দিবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বিষয়টি স্টকমার্কেটবিডি.কমকে নিশ্চিত করেছে ডিএসইর জনসংযোগ বিভাগের উপ-ব্যবস্থাপক মো: শফিকুর রহমান।

তিনি জানান, বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোম্পানিটির সাবস্ক্রিপশন কার্যক্রম বন্ধ রাখতে হবে।

গত বৃহস্পতিবার ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তাই কোম্পানিটির আইপিও আবেদন আজ রবিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।

এবিষযে জানতে চাইল কোম্পানিটির সহকারী জেনারেল ম্যানেজার মামুন অর রশিদ স্টকমার্কেটবিডি.কমকে বলেন, দুইদিন আদালত বন্ধ থাকায় আমরা আপিল করতে পারি নাই। আজ আপিল করব। বিষয়টি দ্রুতই নিষ্পত্তি করা হবে।

জানা যায়, কোম্পানিটির ৪ জন পরিচালক ঋণ খেলাপি হওয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে বরিশালের অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয়। গত মাসেই কোম্পানির আইপিও আবেদন স্থগিতাদেশ দেয়া হয়। তবে আইপিও আবেদন স্থগিত না রাখতে কোম্পানির পক্ষ থেকে আপিল করা হয়েছে। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত স্থগিতাদেশ বহাল রাখেন।

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষে আইনজীবী মুকুন্দ চন্দ্র দেবনাথ জানিয়েছেন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আগের নাম ছিলো ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস। এই নামে ব্যাংকের কাছ থেকে কোম্পানির ৪ জন পরিচালক গ্যারান্টার হিসেবে ঋণ নিয়েছেন।

কিন্তু ঋণ পরিশোধ না করায় তারা ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হয়েছেন। বরিশালের অর্থঋণ আদালতে কোম্পানিটির বিরুদ্ধে ১৪ কোটি ১৫ লাখ টাকার ঋণ খেলাপির মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬১৩ তম কমিশন সভায় কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বেক্সিমকোর মূল্য সংবেদনশীল তথ্য নেই

beximcoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ মার্চ এ শেয়ারের দর ছিল ২২.১ টাকা এবং গত ৫ এপ্রিল বৃহস্পতিবার এ শেয়ারের দর দাঁড়ায় ২৮.৭ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে বেক্সিমকো লিমিটেডে জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বে-লিজিংয়ের লভ্যাংশ ঘোষণা

Bay-Leasingস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান বে- লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.২৪ টাকা । যা আগের বছরে ছিল ৭৭ পয়সা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৯৪ টাকা। যা আগের বছরে ছিল ২০.১৯ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ৩০ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রিমিয়ার লিজিংয়ের লভ্যাংশ ঘোষণা

premier-leasing-logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.১২ টাকা । যা আগের বছরে ছিল ১.২৪ টাকা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৯৮ টাকা। যা আগের বছরে ছিল ১২.৯৫ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ২৬ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম