তিতাস গ্যাসের ৩য় প্রান্তিকের বোর্ড সভা ১৫ এপ্রিল

titas-gasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃর্তীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৫টায় রাজধানীর কারওয়ান বাজারে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আইপিডিসি ফাইন্যান্সের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

ipdcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ ১ এপ্রিল সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মানিলন্ডারিং বিষয়ে সচেতন থাকার নির্দেশ বিএসইসির

87a3085e05de1965863ea5e22284a14b-5aca167933ef6স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে ইনসাইডার ট্রেডিং ও মার্কেট ম্যানুপুলেশনের মাধ্যমে কালো টাকা সাদা করে তা যেন অন্য খাতে ব্যবহৃত হতে না পারে সে জন্য মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (‘ক্যামেলকো’) সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ফিইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্যামেলকো’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান, বিএসইসির কমিশনার মো. আমজাদ হোসেন ও ড. স্বপন কুমার বালা। এতে সভাপতিত্ব করেন বিএফআইইউ’র ডেপুটি হেড মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দার। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসি-র নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরী ও বিএফআইইউ-এর অপারেশনাল হেড মো. জাকির হোসেন চৌধুরী।

ড. এম. খায়রুল হোসেন বলেন, ‘মানিলন্ডারিং প্রতিরোধ আইন শেয়ারবাজারের জন্য অন্তরায় নয়। পুঁজিবাজার যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্ত্রাসে অর্থায়ন বা অপরাধলব্ধ অর্থ বৈধ করার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়, তবে বিশ্বের কোনও দেশ সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসবে না।’ তিনি উল্লেখ করেন, ‘শেয়ারবাজারে ঝুঁকি ও আয় বেশি থাকায় ক্যাপিটাল মার্কেট ব্যবহার করে ইনসাইডার ট্রেডিং ও মার্কেট ম্যানুপুলেশনের মাধ্যমে কালো টাকা সাদা করে তা যেন অন্য খাতে ব্যবহৃত হতে না পারে।’

আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, ‘বিএসইসি ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের ‘এ’ ক্যাটাগরির সদস্য হওয়ায় শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থাকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক ঝুঁকি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া এ ধরনের অপরাধ প্রতিরোধে নজরদারি অব্যাহত রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’

স্টকমার্কেটবিডি.কম/এসটি

২ ঘণ্টায় ডিএসইতে ৩৩১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ২য় কার্য দিনে ডিএসই ও সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। সোমবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ১২কোটি ৩৯ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৬৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩৬১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ০.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৪.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৪ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দুই কোম্পানির লেনদেন শুরু মঙ্গলবার

Trade-Resumeস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সিঙ্গার বিডি ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড আগামী ১০ এপ্রিল মঙ্গলবার শেয়ার লেনদেন শুরু হবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ ৯ এপ্রিল সোমবার কোম্পানি দুইটির বিশেষ সাধারন সভার (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে কোম্পানি দুইটি লেনদেন স্থগিত রাখে ।

আগামী ১০ এপ্রিল মঙ্গলবার থেকে কোম্পানি দুইটি যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শমরিতা হসপিটালের বোর্ড সভা ১২ এপ্রিল

somoritaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের চলতি বছরের তৃর্তীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন রাত ৮টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডরিন পাওয়ারের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

DOREEN-POWERস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেম লিমিটেডের চলতি বছরের তৃর্তীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মহাখালি কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

continental-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ৫ শতাংশ বোনাস মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৪৯ টাকা । যা আগের বছরে ছিল ১.৪৪ টাকা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৯.০৬ টাকা। যা আগের বছরে ছিল ১৮.৫৯ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জুন সকাল ১১টায় কৃষিবিদ ইন্সটিটিউট, খামারবাড়িতে অনুষ্ঠিত হবে । আর রেকর্ড ডেট ২০ মে।

এ ছাড়া ২০১৮ বছরের ১ম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা। যা আগের বছরে ছিল ৬১ পয়সা।

আর সময়ে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৬০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

উত্তরা ব্যাংকের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

uttaea-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.৮৩ টাকা । যা আগের বছরে ছিল ৩.৮৬ টাকা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩৪.৮১ টাকা। যা আগের বছরে ছিল ৩৩.৫২ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ৩ মে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ব্যাংক এশিয়ার ১২.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

bankisiaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.১৪ টাকা । যা আগের বছরে ছিল ১.৬৭ টাকা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২১.২১ টাকা। যা আগের বছরে ছিল ১৯.১১ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২৬ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম