বিনিয়োগকারীদের পাশে দাঁড়ান: সংসদে রওশন এরশাদ

rawshanস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ সরকারকে বিনিয়োগকারীদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন ।

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আজ ২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিনিয়োগকারীদের বিনিয়োগে সুযোগ সৃষ্টি করতে না পারলে দেশের টাকা বিদেশে চলে যাবে। অর্থ পাচার হবে। নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবেনা। বেকারত্ব পাড়বে। আর বেকারত্ব বাড়লে সমাজে মাদক মহামারী আকারে রূপ নেবে। তরুণ প্রজন্মকে বাঁচাতে চাইলে দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এর জন্য বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগকারীদের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রী অথবা পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা যেতে পারে।

এই কমিটি বিনিয়োগকারীদের পাশে দাঁড়াবে। এ ক্ষেত্রে চিনকে মডেল হিসেবে গ্রহণ করা যেতে পারে। পাশাপাশি ব্যাংকিং খাতকে রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনিয়মের কারণে ব্যাংকিং খাত ধ্বংস হয়ে যাচ্ছে।

রওশন এরশাদ আরো বলেন, দেশে অনেক শিল্পপতি রয়েছেন যারা এদেশেই বিনিয়োগ করতে চান। এ জন্য তারা জমি চান, ব্যাংক ঋণ চান, গ্যাস চান, বিদ্যুৎ চান, অনুকুল পরিবেশ চান। কিন্তু এসব চাওয়া পূরণের জন্য তাদের বছরের পর বছর পার হয়ে যায়। বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ না থাকায় অনেকে হয়রাণির শিকার হয়ে বিদেশে তাদের বিনিয়োগ করেন।

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার মধ্যে ১কোটি লোক আয় কর দিতে সক্ষম। ৩০ লাখ লোক আয়কর লিপিবদ্ধ থাকলেও কর দেন ১৩-১৪ লাখ লোক। কর আদায়ের আওতা বাড়ালে বিদেশী অর্থ সহায়তা না নিয়েই বাজেট প্রণয়ন করা সম্ভব হবে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

যাত্রী হয়রানির অভিযোগে শাহজালাল বিমান বন্দরে দুদকের অভিযান

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যাত্রী হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা আজ শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে অভিযান পরিচালনা করেছে।

দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে আগত এক যাত্রীকে হয়রানি এবং তার কাছে অনৈতিক অর্থ দাবির হটলাইনে (১০৬) অভিযোগের প্রেক্ষাপটে কমিশনের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।

দুদকের সহকারী পরিচালক মঈনুল হাসান রওশনী’র নেতৃত্বে পুলিশসহ ৩ সদস্যের একটি টিম দুপুরে এ অভিযান চালায়। টিমের সদস্যরা বিমানবন্দরে সংরক্ষিত ভিডিও ফুটেজ পরীক্ষা করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেন। বিমান বন্দরের এক নিরাপত্তা রক্ষী কর্তব্যরত অবস্থায় এ যাত্রীকে হয়রানি করে বলে দুদক সূত্রে জানা যায়।

এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এ ঘটনা বিমান বন্দর কাস্টমস কমিশনারকে অবহিত করেন। কাস্টমস কমিশনার সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক টিমকে নিশ্চয়তা দেয়। যাতে কেউ হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে তার নিকট অভিযোগ করতে পারেন এবং ভবিষ্যতে দুর্নীতি ও হয়রানি রুখতে কাস্টমস চেকিং পয়েন্ট গুলোতে কমিশনারের নিজের মোবাইল নম্বর প্রদর্শনের ব্যবস্থা নেয়া হবে বলে কমিশনার দুদক টিমকে আশস্ত করেন।

এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, বিমানবন্দরে দুর্নীতি ও হয়রানিরর ঘটনা দেশের ভাবমূর্তিকে ম্লান করে, তাই এসব ঘটনা কঠোর হাতে দমন করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রবিবার শেয়ারবাজার বন্ধ থাকবে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১ জুলাই রবিবার দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে বলে শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

উল্লেখ, ব্যাংক হলিডে উপলক্ষে বছরে দু’দিন স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে। একই কারণে বন্ধ থাকে লেনদেনও।

তবে বছরের শেষ কার্যদিবস বলে শনিবার ব্যাংকগুলো খোলা থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৮৩৫৩ মেগাওয়াট: প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়ে ক্যাপটিভসহ ১৮ হাজার ৩৫৩ মেগাওয়াটে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী আজ বুধবার সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের নূরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দারিদ্র্যবিমোচন এবং আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। সরকার বিদ্যুৎ খাতের উন্নয়ন ও ‘সবার জন্য বিদ্যুৎ’ সুবিধা নিশ্চিত করতে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। তিনি বলেন, এ পরিকল্পনার আওতায় উৎপাদন ক্ষমতা ২০২১ সালের মধ্যে ২৪ হাজার এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার কার্যক্রম চলছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের জানুয়ারি মাসের স্থাপিত ক্ষমতার চেয়ে প্রায় চার গুণ বেশি বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ৩৫৩ মেগাওয়াটে (ক্যাপটিভসহ) উন্নীত হয়েছে।

শেখ হাসিনা বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের মে পর্যন্ত মোট ১০ হাজার ৭৩৫ মেগাওয়াট ক্ষমতার ৯৬টি নতুন বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিকভাবে চালু হয়েছে। তিনি বলেন, ভারত থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর সংখ্যা শতকরা ৪৭ ভাগ থেকে বৃদ্ধি পেয়ে ৯০ ভাগে উন্নীত হয়েছে (নবায়নযোগ্য জ্বালানিসহ)।

প্রধানমন্ত্রী বলেন, মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২২০ কিলোওয়াট ঘণ্টা থেকে বৃদ্ধি পেয়ে ৪৩৩ কিলোওয়াট ঘণ্টা দাঁড়িয়েছে (ক্যাপটিভসহ)। সঞ্চালন লাইন ৭ হাজার ৯৯১ সার্কিট কিলোমিটার থেকে বৃদ্ধি পেয়ে ১১ হাজার ৬০ সার্কিট কিলোমিটারে উন্নীত হয়েছে।

শেখ হাসিনা বলেন, নতুন ১ লাখ ৮৯ হাজার ৬৩১ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে বিতরণ লাইনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার কিলোমিটার। নতুন ১ কোটি ৮৫ লাখ সংযোগের মাধ্যমে বিদ্যুতের গ্রাহকসংখ্যা ২ কোটি ৯৩ লাখে উন্নীত হয়েছে। তিনি বলেন, বিদ্যুতের সামগ্রিক সিস্টেম লসের পরিমাণ শতকরা ১৬ দশমিক ৮৫ ভাগ থেকে হ্রাস পেয়ে শতকরা ১২ দশমিক ১৯ ভাগে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে সঞ্চালন ও বিতরণ লাইনের ক্ষমতা যথাক্রমে ২১ হাজার সার্কিট কিলোমিটার এবং ৪ লাখ ৭৮ হাজার কিলোমিটার উন্নীত করা হয়েছে। তিনি বলেন, ২০২১ সাল নাগাদ ২ কোটি ২ লাখ প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে স্মার্ট গ্রিড এবং আন্ডারগ্রাউন্ড বিতরণ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। গ্রাহকসেবা নিশ্চিতকরণে আইসিটি-ভিত্তিক সেবা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে এলএনজি টার্মিনাল, কোল টার্মিনালসহ ফ্লুটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফেশন ইউনিট (এফএসআরইউ) নির্মাণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে ভারত থেকে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে মোট ২ হাজার ৩৩৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ আমদানির লক্ষ্যে কার্যক্রম চলছে। এ বছরই ভারত থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হবে বলে আশা করা যায়। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সিএসইতে ট্রেডিং কনট্রাক চার্জ বাতিল : কার্যকর ১ জুলাই হতে

cse-logo-sস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ট্রেডিংয়ের কনট্রাক চার্জ বাতিল করা হয়েছে। নতুন এই চার্জ কার্যকর হবে আগামী ১ জুলাই হতে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার (২৭ জুলাই) মতিঝিলে সিএসই ভবনে অনুষ্ঠিত এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ট্রেডিংয়ের কনট্রাক চার্জ সম্পূর্ণ বাতিল করার সাথে সাতে বর্তমানে প্রযোজ্য কমিশন চার্জ পরিবর্তন করে শুধুমাত্র ০.০২৩% করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

নতুন নিয়মে পরিবর্তিত ফী এবং চার্জ সমুহগুলো – যে কোন ট্রেডিং এর কনট্রাক চার্জ সম্পূর্ণ বাতিল, -যে কোন সাধারন ট্রেড এর কমিশন চার্জ ০.০২৩% এবং -যে কোন বাল্ক এবং ফরেইন ট্রেড এর কমিশন চার্জ ০.০০৪% (৫০ লাখ এর উপরে যে কোন সিঙ্গাল কনট্রাক( Contract) এর জন্য)।

এই নতুন চার্জ ০১ জুলাই থেকে প্রযোজ্য হবে বলে সিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ঢাকায় বাণিজ্যিক অফিস খুলতে আগ্রহী যুক্তরাষ্ট্র

imagesস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসন কেন্দ্রে এই সাক্ষাৎ হয়। সেখানে তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্ভাবনা তুলে ধরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন, সঞ্চালন ও বিতরণ খাতে ব্যবসা করার প্রচুর সুযোগ রয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশে এ খাতে ৮২ দশমিশক ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ হতে পারে। বিশাল এই বিনিয়োগ সরকারি ও বেসরকারি উভয় খাত থেকেই আসতে পারে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাংলাদেশে তুলনামূলকভাবে কম। আমরা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকে স্বাগত জানাচ্ছি।

নসরুল হামিদ বলেন, জ্বালানি খাতেও প্রচুর ব্যবসার সুযোগ রয়েছে। এলএনজি এবং এলপিজি আগামী দিনে জ্বালানি নিরাপত্তায় কার্যকরী অবদান রাখবে। দেশের অভ্যন্তরে গ্যাস ও তেল অনুসন্ধানের কাজ এগিয়ে চলছে। স্ক্যাডা, ইআরপি ও অনলাইন সেবা উত্তরোত্তর বাড়ছে। এসব কার্যক্রমে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আশা করছেন।

বাংলাদেশের সাম্প্রদায়িক উন্নয়নের প্রশংসা করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, এতো দ্রুত বাংলাদেশের উন্নয়ন সত্যিই অবাক করার মতো। বাংলাদেশে বাজার দ্রুতই আকর্ষণীয় হয়ে উঠছে। এ সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ ঢাকায় একটি বাণিজ্য অফিস করার আগ্রহ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শনিবার সব ব্যাংক খোলা

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী শনিবার (৩০ জুন) দেশের সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৭ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমাদানের সুবিধার্থে শনিবার সব তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখতে হবে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে চেক বা চালান অথবা পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক সব ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইষ্টার্ন ব্যাংকের শেয়ার অফিস পরিবর্তন

EBL-logo20161225164823স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ন ব্যাংক লিমিটেডের শেয়ার বিভাগের অফিস পরিবর্তন করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, ব্যাংকটির শেয়ার বিভাগের অফিস রাজধানীর গুলশানে উদয় টাওয়ারের লেভেল-১ এ স্থানান্তর করা হয়েছে।

গত ২৪ জুলাই হতে সকল বিনিয়োগকারী ও স্টোক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. মুন্নু সিরামিকস
  2. আরএসআরএম
  3. আলিফ ইন্ডাস্ট্রিজ
  4. স্কয়ার ফার্মা
  5. কুইন সাউথ টেক্সটাইল
  6. গ্রামীন ফোন
  7. ফুয়াং ফুডস
  8. ফার্মা এইডস
  9. প্যারামাউন্ট টেক্সটাইল
  10. এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড।

ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ও শেয়ারের দর

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে। এদিনে সেখানে সবগুলো সূচকও বেড়েছে। দিনশেষে সেখানে অধিকাংশ শেয়ারের দরই বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৩ কোটি ৫১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৬৩৯ কোটি ৪২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৭টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিকস, আরএসআরএম, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল, গ্রামীন ফোন, ফুয়াং ফুডস, ফার্মা এইডস, প্যারামাউন্ট টেক্সটাইল ও এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৯.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৯২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৬৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন লেনদেন হয়েছে ৪১ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৫ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার ও বিএটিবিসি।

স্টকমার্কেটবিডি.কম/বি