- বিবিএস ক্যাবলস
- ইফাদ অটোস
- ফরচুন সুজ
- কেডিএস এক্সেসরিজ
- স্কয়ার ফার্মা
- সায়হাম টেক্সটাইল
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- দ্যা পেনিনসুলা
- প্যাসিফিক ডেনিমস
- লাফার্জ হোলসিম লিমিটেড।
Day: July 3, 2025
ডিএসই ও সিএসইতে সূচকের সাথে লেনদেনের বড় পতন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭৭ কোটি টাকা। এদিন সেখানে সূচকের সাথে লেনদেনের বড় ধরণের পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৭ কোটি ৩৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৮৫৫ কোটি ৬২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪২৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৭৮ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৭টির। আর দর অপরিবর্তিত আছে ৩৬টির দর।
ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, ফরচুন সুজ, কেডিএস এক্সেসরিজ, স্কয়ার ফার্মা, সায়হাম টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, দ্যা পেনিনসুলা, প্যাসিফিক ডেনিমস ও লাফার্জ হোলসিম লিমিটেড।
এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৭.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৮৪২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৫৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।
এদিন লেনদেন হয়েছে ২৮ কোটি ৭১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭৬ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এইচ আর টেক্সটাইল ও ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড
ইউনিয়ন ক্যাপিটালের ২৭ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের একজন উদ্যোক্তা ২৭ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, মো: আবু তাহের নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ২৭,০০০ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৫ লাখ ৪৮ হাজার ৪২৬ শেয়ার রয়েছে।
ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।
স্টকমার্কেটবিডি.কম/বি
প্রগতি লাইফের বোনাস ও নগদ লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় বিমাটি।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ২৭ আগষ্ট।
স্টকমার্কেটবিডি.কম/বি
এনসিসি ব্যাংকের বোর্ড সভা পিছালো
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের বোর্ড সভার দিন পিছানো হয়েছে। ২৯ জুলাই এই বোর্ড সভা আহবান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, এদিন বেলা ৩ টায় প্রধান কার্যালয়ে এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৬(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত জুনে শেষ হওয়া ২০১৮ সালের দিত্বীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এর আগে ২৮ জুলাই এই বোর্ড সভা আহবান করেছিল ব্যাংকটি।
স্টকমার্কেটবিডি.কম/এম
গ্লোবাল ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিক বোর্ড ২৯ জুলাই
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বেলা ৪ টায় রাজধানীর মতিঝিলে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।
সভাশেষে বিমাটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/বি
শুরু হলো সিলভা ফার্মাসিটিক্যালসের আইপিও’র পাবলিক সাবস্ক্রিপশন
সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবস্ক্রিপশন শুরু হয়েছে। আজ ২৯ জুলাই সকাল ১০ টায় এটা শুরু হয়েছে। আগামী ৫ আগষ্ট পর্যন্ত এই পাবলিক সাবস্ক্রিপশন চলবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
আইপিও আবেদনের জন্য শেয়ারের লট মূল্য নির্ধারণ হয়েছে ৫০০০ টাকা। নির্ধারিত সময়ে এ পরিমাণ টাকা অনুমোদিত হাউজগুলোতে জমা দিতে হবে।
গত ১১ জুন কোম্পানিটিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে মোট ৩০ কোটি টাকা উত্তোলন করবে।
আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।
৩০ জুন ২০১৭ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ (এনএভি) ১৬ টাকা ৪৮ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/জেড