ড্রাগন সোয়েটারের লভ্যাংশ ঘোষণা শনিবার

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেডের বোর্ড সভা আগামী ১৮ আগষ্ট শনিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিনটায় মালিবাগে নিজস্ব অফিসে কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৮ শেষ হওয়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বি

কাতার নয়, বিশ্বের ধনী শহরটি হবে ‘জুয়ার রাজধানী’!

uuuuuস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বের ধনী দেশ হিসেবে একসময় লোকের মুখে মুখে শোন যেত কাতারের নাম। কিন্তু এবার তাকে ছাপিয়ে যাচ্ছে চীনের ম্যাকাও। যাকে এখনও চীনের জুয়ার রাজধানী বলা হয়।

এই জুয়ার রাজধানীর অর্থনৈতিক সমীক্ষা বলছে ২০২০ সালের মধ্যে প্রতি বাসিন্দার আয় হবে ১৪৩,১১৬ ডলার।আইএমএফ বলছে, সম্প্রতি চীনের ক্যাসিনো হাব ম্যাকাওয়ের জিডিপি বেড়ে কাতারের কাছাকাছি চলে গিয়েছে। মনে করা হচ্ছে ২০২০ সালের মধ্যে কাতারকে ছাড়িয়ে যাবে ম্যাকাও।

গত কয়েক বছর ধরেই মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষে রয়েছে।ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের তথ্য অনুযায়ী, এক বছর আগেও কাতারের মাথাপিছু জিডিপি ছিল ১ লাখ ২৭ হাজার ৬০০ ডলার।

সেই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল লুক্সেমবার্গ। এই জায়গার বাসিন্দাদের জিডিপির পরিমান ছিল ১ লাখ ৪ হাজার ৩ ডলার। ফলে অনেকটাই এগিয়ে ছিল কাতার। এর অবস্থানও নিরাপদ বলেই মনে করা হচ্ছিল। কিন্তু ম্যাকাও সবাইকে ফেলে উঠে এসেছে অনেকটাই ওপরে। তাই কাতারের আসন টলমল বলেই মনে করা হচ্ছে।

২০২০ সালের মধ্যে ম্যাকাওয়ের জিডিপি হতে চলেছে ১ লাখ ৪৩ হাজার ১১৬ ডলার। তখন কাতারের জিডিপি হতে পারে ১ লাখ ৩৯ হাজার ১৫১ ডলার। ফলে ফারাকটা চোখে পড়ছে অনেকটাই। কাতারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত হতে চলেছে ম্যাকাও। এমনই ধারণা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷

২০১৮ সালের এপ্রিল মাসে একটি সমীক্ষা প্রকাশ করে আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ডেটাবেস। সেখানেই এই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তালিকায় ধনী দেশের দৌড়ে ছিল আয়ারল্যান্ড ও নরওয়েও। তবে ২০২০ সালে তারা অনেকটাই পিছনে থাকবে, মনে করা হচ্ছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তালিকায় ১২ নম্বরে থাকবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

স্টকমার্কেটবিডি.কম/বি

সারা দেশে ৪-৬ অক্টোবর জাতীয় উন্নয়ন মেলা

govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে ৪ থেকে ৬ অক্টোবর। চতুর্থবারের মতো তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হচ্ছে| প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করবেন।

বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে একই সময়ে উন্নয়ন মেলা আয়োজন করা হবে তবে সেখানে মেলা হবে তিনদিনের পরিবর্তে একদিন। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভার কার্যপত্র থেকে এই তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ওই সভায় সভাপতিত্ব করেন।

সভায় সিদ্ধান্ত নেয়া হয়, শিক্ষার্থী অভিভাবক, দেশি/বিদেশি পর্যটক, বিনিয়োগকারীসহ প্রান্তিক পর্যায়ের সব স্তরের জনসাধারণকে এই মেলায় সম্পৃক্ত করা হবে। বিশেষ করে ছাত্র এবং তরুণদের মেলায় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। ছাত্র এবং তরুণদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে এবং তাদের বাঙালি জাতীয়তাবাদে উদ্ধুব্ধ করতে হবে যাতে তাদের মধ্যে ইতিহাস বা ধর্ম নিয়ে কোনো বিকৃত বা মিথ্যা ধারণ থাকলে সেটি অপসারিত হয়।

জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দফতর/সংস্থা, ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি এনজিও, উন্নয়ন সংস্থা, শিল্প কারখানার মালিক, ব্যবসায়ী ও বেসরকারি প্রতিষ্ঠান নিজ নিজ কর্মকাণ্ড জানাতে মেলায় অংশ নেবে।

স্টকমার্কেটবিডি.কম/বি