চলতি মাসে দ্বিতীয়বারের মতো বাড়ছে সোনার দাম

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি মাসে দ্বিতীয়বারের মতো দেশের বাজারে সোনার দাম বাড়ছে। প্রতি ভরিতে দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়ছে সোনার দাম। এতে ভালো মানের সোনার দাম ৫০ হাজার টাকা ছাড়িয়ে যাবে। নতুন দর আজ মঙ্গলবার কার্যকর হওয়ার কথা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল সোমবার রাতে সোনার মূল্যবৃদ্ধির ঘোষণাটি দেয়। মূল্য বৃদ্ধি পাওয়ায় আজ থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪২ হাজার ৮০৭ টাকায়।

সনাতন পদ্ধতির সোনার ভরি আগের মতোই থাকছে, অর্থাৎ ২৭ হাজার ৫৮৫ টাকা। একইভাবে রুপার ভরি ১ হাজার ৫০ টাকা অপরিবর্তিত থাকবে।

গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৯৮৯,২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬,১৮ ক্যারেট ৪১ হাজার ৬৪০ টাকায় বিক্রি হয়। আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা দাম বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

প্রাইম ইন্স্যুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

prime-insurance-logo-mm-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২১ জানুয়ারি শেয়ার দর ছিল ১৮.৩০ টাকা। আর গতকাল ২৮ জানুয়ারি তা ২০.৮০ টাকায় লেনদেন হয়েছে।

বিমাটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

আর্থিক কর্মক্ষমতা প্রকাশ করবে ইউনাইটেড পাওয়ার

UPGDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি কোম্পানি ইউনাইটেড পাওয়ার তাদের আর্থিক কর্মক্ষমতা প্রকাশ করবে । মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

২০১৮-১৯ সালের প্রথম ৬ মাসের আর্থিক কর্মক্ষমতা প্রকাশের অধিবেশন আগামী ৩ ফেব্রুয়ারি গুলশানে অবস্থিত গুলশান সেন্টার পয়েন্টে অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সময়ে নিম্নলিখিত লিঙ্কটি দেখুন: http://bit.ly/Half_Yearly_Report_UPGD। এবং পরের দিন রেকর্ডকৃত ওয়েবকাস্ট এবং ট্রান্সক্রিপ্ট এছাড়াও বিনিয়োগকারী সম্পর্ক সাইটে পাওয়া যাবে: http://www.unitedpowerbd.com/video-gallery/।

স্টকমার্কেটবিডি.কম/এ

সমতা লেদারের ২য় প্রান্তিক বোর্ড সভা আহবান

samataস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩১ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীতেঅবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

নিটল ইন্স্যূরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

nitol-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নিটল ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯৬ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৪.১৭ টাকা।

আগামী ৩১ মার্চ কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিএসসির বিদেশি শিপমেন্ট বাড়াতে আইনের খসড়া অনুমোদন

bscস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বিদেশি শিপমেন্ট বাড়াতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সংরক্ষণ) আইন ২০১৯-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ওই খসড়াটি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয় বলে জানান মন্ত্রিপরিষদসচিব মো. শফিউল আলম।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, প্রস্তাবিত এ আইনে দেশে আমদানি-রপ্তানির অন্তত ৫০ শতাংশ বিএসসির জাহাজে বহন করা বাধ্যতামূলক করার বিধান প্রস্তাব করা হয়েছে। নতুন আইনটি ‘বাংলাদেশ ফ্ল্যাগ ভেসেলস (প্রটেকশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর স্থলে প্রতিস্থাপিত হবে। এর আগে সুপ্রিম কোর্ট সামরিক শাসনামলের সব অধ্যাদেশকে অবৈধ ঘোষণা করায় নতুন এ আইন করা প্রয়োজন।

মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘এই বিধান রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের কার্যক্রমকে জোরদার করবে।’

মন্ত্রিসভা একই সঙ্গে ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯’-এর খসড়া অনুমোদন করেছে, যা গত ১৫ জানুয়ারি থেকে একটি অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হয়েছে।

এর আগে গত ৩ ডিসেম্বর মন্ত্রিসভা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়ে খসড়ার মূলনীতি অনুমোদন করে।

শফিউল আলম বলেন, নতুন সংসদে পাস করানোর জন্য কোনো রকম পরিবর্তন ছাড়াই মূল খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। এ আইনের আওতায় ইপিজেড শ্রমিকদের কাজ বন্ধ রাখার এবং ফ্যাক্টরি লক-আউটের অধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি আইনটিকে অধিকতর শ্রমিকবান্ধব করার লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কিছু সুপারিশ এবং কানাডা ও যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গতকালের বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ জানুয়ারি ২০১৮ থেকে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের সারাংশ উপস্থাপন করে। ওই সময়ের মধ্যে অনুষ্ঠিত ২৫টি বৈঠকে মন্ত্রিসভা ৩১৩টি সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেগুলোর মধ্যে এ পর্যন্ত ২৭০টি বাস্তবায়ন করা হয়েছে।

মন্ত্রিপরিষদসচিব বলেন, একই সময়ে জাতীয় সংসদ ১৯৩টি আইন পাস করেছে এবং সরকার ১০টি অধ্যাদেশ জারি করেছে। অন্যদিকে ২০টি আইনের খসড়াকে আইনে পরিণত করার প্রক্রিয়া চলছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

সাইফ পাওয়ারটেকের ৬ মাসের ইপিএস ০.৮৮ টাকা

saifস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আবাসন ও সেবা খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০৮৮ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৮৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.০৯ টাকা।

কোম্পানিটির চলতি বছরের অক্টোবর- ডিসেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৩০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৫৫ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৬.১১ টাকা, যা গত ৩০ জুন ২০১৮ সালে ছিল ১৬.৯৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বারাকা পাওয়ারের ৬ মাসের ইপিএস ০.৯৭ টাকা

baraka-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৭ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৯৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.০৫ টাকা।

কোম্পানিটির চলতি বছরের অক্টোবর- ডিসেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৩৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৪৫ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৭.৪৪ টাকা, যা গত ৩০ জুন ২০১৮ সালে ছিল ১৮.৮০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এমআই সিমেন্টের ৬ মাসের ইপিএস ০.৭৮ টাকা

mi cementস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এমআই সিমেন্ট লিমিটেডের চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৮ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৭৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৭৩ টাকা।

কোম্পানিটির চলতি বছরের অক্টোবর- ডিসেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৩১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.২৬ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ৪৭.২৮ টাকা, যা গত ৩০ জুন ২০১৮ সালে ছিল ৪৭.৯৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আমান কটন ফাইবার্সের ৬ মাসের ইপিএস ১.৪৭ টাকা

Aman-Cotton-Fibrous-Ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেডের চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৭ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৪৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৩৭ টাকা।

কোম্পানিটির চলতি বছরের অক্টোবর- ডিসেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৬৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৭০ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ৪১.৯৫ টাকা, যা গত ৩০ জুন ২০১৮ সালে ছিল ৪২.৩৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড