লেনদেন সামান্য কমলেও বড় পতন সূচকের

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকের বড় পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৭১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪৬৭ কোটি ৭৫ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩৯ পয়েন্টে। আর ডিএসই সূচক ৫.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৯২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮১৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬২টির। আর দর অপরিবর্তিত আছে ২৯টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল টিউবস, মুন্নু সিরামিকস, ওয়াটা কেমিক্যালস, মুন্নু স্টাফলার্স, জেএমআই সিরিঞ্জ, গ্লােবাল ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, বিএটিবিসি ও বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭২৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৬কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৫ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল সিলকো ফার্মা ও ডরিন পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রতনপুর স্টিলসের রাইট শেয়ারের প্রিমিয়াম ৫ টাকা করার সিদ্ধান্ত

RSRMস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিলস মিলস লিমিটেডের প্রস্তাবিত রাইট শেয়ারের প্রিমিয়াম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএইসই সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২:৩ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। ফেসভ্যালু ১০ টাকার সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রাইট ইস্যু করা হবে। এ আগে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল।

কোম্পানিটি রাইট ইস্যুর জন্য আগামী ৯ অক্টোবর ইজিএমে এ বিষয়ে শেয়ারহোল্ডাদের সম্মতি নিবেন।

এজন্য রেকর্ড ডেট আগামী ১৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাদের অনুমোদনের পর রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিলকো ফার্মার ৩৬৪৬টি শেয়ার কিনবে ডিএসই

Silco-logo-v-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি সিলকো ফার্মার ৩৬৪৬টি শেয়ার শেয়ার কিনবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির ৩৬৪৬টি শেয়ার বাই ইন মার্কেটের মাধ্যমে কিনবে ডিএসই।

আজ বেলা আড়াইটার মধ্যে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই শেয়ার কেনার আহবান জানিয়েছে ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/বি

জেনেক্স ইনফোসিসের ২৬১০টি শেয়ার কিনবে ডিএসই

genexস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিসের ২৬১০টি শেয়ার শেয়ার কিনবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির ২৬১০ টি শেয়ার বাই ইন মার্কেটের মাধ্যমে কিনবে ডিএসই।

আজ বেলা আড়াইটার মধ্যে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই শেয়ার কেনার আহবান জানিয়েছে ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/বি

তিন মাসে আমানত বেড়েছে ৬০ হাজার কোটি টাকা

new takaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংক খাতে আমানতের পরিমাণ বাড়ছে। এর ফলে এ খাতের সৃষ্ট তারল্য সংকটও কেটে যাচ্ছে। প্রতিমাসে ব্যাংকগুলো আমানত পাচ্ছে গড়ে ২০ হাজার কোটি টাকারও বেশি। আর গত তিন মাসে (এপ্রিল-জুন) আমানত বেড়েছে ৬০ হাজার ৭৮৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এ বছরের শুরুতেও ব্যাংক থেকে আমানত চলে যাচ্ছিল। কোনও কোনও ব্যাংক আমানতে সুদহার বাড়িয়েও সেভাবে আমানত বাড়াতে পারছিল না। আমানতের একটা বড় অংশ চলে যাচ্ছিল সঞ্চয়পত্রে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত এক বছরে (২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন) পর্যন্ত ব্যাংকগুলোতে মোট আমানত বেড়েছে ১ লাখ ২১ হাজার ৬৬৮ কোটি টাকা। এর মধ্যে প্রথম ৯ মাসে বাড়ে ৬০ হাজার ৮৮২ কোটি টাকা। আর শেষ ৩ মাসে বেড়েছে ৬০ হাজার ৭৮৬ কোটি টাকা। অথচ এ বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) এর পরিমাণ ছিল মাত্র ৪ হাজার ১৭ কোটি টাকা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংকগুলো বেশ কিছুদিন ধরে আমানতে সুদ হার বাড়িয়েছে। অন্যদিকে সঞ্চয়পত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর প্রভাব কিছুটা পড়েছে আমানত বৃদ্ধির ক্ষেত্রে। তার মতে, আমদানি ব্যয় কমে গেছে। ফলে বৈদেশিক মুদ্রার চাহিদাও কমে গেছে। আবার ঋণ বিতরণ বাড়ছে না। যে কারণে হয়তো এখন ব্যাংকে আমানত বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এম.

বিডার নতুন নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম

bidaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবসরপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নতুন নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৪ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে আদেশ উল্লেখ করা হয়েছে। এখন দায়িত্বে থাকা কাজী মো. আমিনুল ইসলামের মেয়াদ তার আগের দিন শেষ হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে সিরাজুল ইসলাম জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। ১৬ অক্টোবর তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন সিরাজুল ইসলাম। পরের বছর ২৮ মার্চ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বিভক্ত হলে তিনি নতুন বিভাগের সচিব হন।

সেখানে থাকাবস্থায় একইবছর ১৪ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান তিনি। এর আগে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব থাকাকালে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি কমিশনের ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগ পান সিরাজুল। পরে তিনি সচিব হিসেবে পদোন্নতি পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী সিরাজুল ইসলাম ১৯৮৩ সালে সিভিল সার্ভিসে যোগ দেন। মাঠ পর্যায়ের পাশাপাশি তিনি শিক্ষা মন্ত্রণালয় ও সেতু বিভাগে বিভিন্ন দায়িত্বে ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে এমবিএ ও কানাডা থেকে প্রশাসন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বেসরকারিকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে বিডা গঠনের পর ২০১৬ সালের সেপ্টেম্বর প্রথম নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন কাজী মো. আমিনুল ইসলাম। এর আগে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম.

জনতা ইন্স্যুরেন্সে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

Janata-Insurance.স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ২৮ আগষ্ট বুধবার থেকে প্রতিষ্ঠানটি দুই স্টক এক্সচেঞ্জে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

উল্লেখ্য, ২০১৮ সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইফাদ অটোসের অফিস পরিবর্তন

Ifad-autosস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের রেজিস্টার্ড ও করপোরেট অফিস পরিবর্তন করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস সাভার ধামরাইয়ে স্থানান্তর করা হয়েছে। আর করপোরট অফিস তেজগাতে অবস্থিত ইফাদ টাওয়ারে নেওয়া হয়েছে। এছাড়া শেয়ার অফিস বাংলামোটরে অবস্থিত সোনার তরি টাওয়ারে রয়েছে।

এখন হতে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ১৫ দিন বাড়ল

peoplesস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নানা অনিয়মে বন্ধ হতে যাওয়া পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আরো বাড়ল।

কোম্পানিটিকে দ্বিতীয় দফায় আরো ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামীকাল ২৮ আগস্ট (বুধবার) থেকে ১৫ দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
গত ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়। দীর্ঘ ৪৫ দিন বন্ধের পর আবারো ১৫ দিন স্থগিতাদেশ বাড়লো কোম্পানিটির।

স্টকমার্কেটবিডি.কম/জেড

টাকার বিপরীতে রুপির রেকর্ড দরপতন

new takaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বর্তমানে রুপিকে ধরে ফেলার উপক্রম করেছে বাংলাদেশি টাকা। ১০০ টাকায় পাওয়া যাচ্ছে ৮৬ রুপি। যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। অপরদিকে ১০০ রুপির দাম গিয়ে দাঁড়িয়েছে ১১৫ টাকার সামান্য বেশি। আবার লেনদেন হুন্ডির মাধ্যমে হলে এর বেশিও মিলছে।

এতে পশ্চিমবঙ্গের কলকাতাসহ ভারতের বড় বড় শহরের শপিং মলে বাংলাদেশিদের কেনাকাটা বেড়েছে। ভারতে পাচার হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। বেড়েছে চোরাচালানও। বিশ্বে বৈদেশিক মুদ্রার বাজারে যে ওঠানামা চলছে তাতে বাংলাদেশি টাকা ডলারের বিপরীতে বেশি দৃঢ়তা দেখাতে পেরেছে বলেই রুপির তুলনায় তার দর বেড়েছে। এর ফলে ১ মার্কিন ডলার প্রতি ভারতীয় রুপির দাম ৭২ টাকা ৩ পয়সা।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা বজায় থাকলে বাংলাদেশে ভারতের রফতানি আরও বাড়বে। অন্যদিকে, বাংলাদেশ থেকে যারা ডাক্তার দেখাতে, অস্ত্রোপচার করাতে, বিভিন্ন স্থানে ভ্রমণ করতে ভারতে যাবেন তাদের জন্য এটা বড় সুখবর। কারণ টাকা বদলানোর পর তাদের হাতে নগদ রুপি এখন অনেক বেশি আসবে।

মুদ্রা বিনিময় কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্টরা বলছে, আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে ভারতে রুপির মান নিম্নমুখী হতে শুরু করে। ফলে রুপির বিপরীতে টাকার মূল্যমান বাড়তে থাকে। ডলারের দাম বৃদ্ধি ও সংকট, জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ ভারতের অভ্যন্তরীণ বাজারে রুপির এই দরপতনে বাংলাদেশি টাকার মান বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড