লাফার্জ হোলসিম  বিডি স্পট মার্কেটে যাচ্ছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৩ মার্চ কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মার্চ।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

 

রেকর্ড ডেটের পর তাকাফুল ইন্স্যুরেন্সের লেনদেন চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ২২ মার্চ , সোমবার। আজ রবিববার রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে বুধবার ও বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/

 

শেয়ারবাজারের ৩১তম ব্যাংক হিসাবে আসছে এনআরবিসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য আইপিও প্রক্রিয়া শেষ হওয়া এনআরবিসি ব্যাংক দেশের শেয়ারবাজারে ৩১তম ব্যাংক হিসাবে লেনদেনে আসছে।

আগামীকাল ২২ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধীনে ’এন’ ক্যাটাগরিতে ব্যাংকটির শেয়ার লেনদেন হবে।

সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “NRBCBANK”। আর কোম্পানি কোড হবে ১১১৪৮। এছাড়া ও সিএসইতে স্ক্রিপ্ট কোড হবে “NRBCBANK” এবং স্ক্রিপ্ট আইডি হবে ২২০৩৪।

চতুর্থ প্রজন্মের ব্যাংকটি গত বারো বছরে প্রথম প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হিসেবে শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে। ২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সর্বশেষ ব্যাংক ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

ডিএসইর অধীনে ব্যাংকিং খাতের মধ্যে এনআরবিসি ব্যাংক ৩১তম তালিকাভুক্ত ব্যাংক। ব্যাংকিং সেক্টর ডিএসইর মোট বাজার ক্যাপের ১৪.৫০ শতাংশ অবদান রয়েছে। যা খাত অনুযায়ী টেলিকম ও ফার্মাসিটিক্যালসের পরেই।

এনআরবিসি ব্যাংক শেয়ারবাজার থেকে ফিক্সড প্রাইস পদ্ধতিতে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২০ কোটি টাকা উত্তোলন করে। গত ১৮ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে আইপিও অনুমোদন প্রদান করে। এরপর ৩ ফেব্রুয়ারি হতে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আইপিও চাঁদা গ্রহণ করে।

ব্যাংকটি এই আইপিও অর্থের সরকারি সিকিউরিটিতে ১১০ কোটি টাকা এবং শেয়ারবাজারের সেকেন্ডারি মার্কেটে ৬ কোটি টাকা বিনিয়োগ করবে। আর আইপিওর প্রক্রিয়ার জন্য ব্যয় হবে ৩ কোটি ৯০ লাখ টাকা।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরের ভারিত গড় হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৫৫ পয়সা। আর গত ৩০ জুন, ২০২০ তারিখে ব্যাংকটির সম্পদ পুনঃমূল্যায়ন ব্যতিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৮৬ পয়সা দাঁড়িয়েছে।

ব্যাংকটির আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

সূচকের পতনে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের পতনের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার (২১ মার্চ) বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৩.৫৬ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩৫১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ২২.৩০ পয়েন্ট কমে অবস্থান করে ১২২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭.৩৫ পয়েন্ট কমে অবস্থান করে ২০৩৬ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ১৮৪ কোটি ৯ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৮৪.৯৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৬৫ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৯১ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১২৪টি শেয়ারের মধ্যে ৬টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৯৫টি কোম্পানির দর, আর ২৩টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

আজিজ পাইপসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৪ মার্চ শেয়ার দর ছিল ৯৭.৫০ টাকা। আর আজ ১৮ মার্চ সর্বশেষ শেয়ারটি ১১৭.৯০ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় আজিজ পাইপস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/

ব্যাংক এশিয়ার ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ব্যাংক এশিয়ার লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি।

এ বছরে ব্যাংক এশিয়ার সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৪ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩.৩৪ টাকা।

আগামী ২৯ এপ্রিল, ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৭.১১ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/