ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিন বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৯৮১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১২.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪৯৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৭৪ কোটি ৩০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৩৬৬ কোটি ৩৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৫টির, আর দর অপরিবর্তিত আছে ৩০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্স ফার্মা, জিপিএইচ ইস্পাত, লাফার্জ হোলসিম বিডি, বিএটিবিসি, এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, পাওয়ার গ্রিড, আইএফআইসি ব্যাংক ও এসএস স্টিলস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭১.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৩২৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১০৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৩০ লাখ টাকা। । গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছিল ৯৯ কোটি ৫২ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও আইপিডিসি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হলো বাংলাদেশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সদস্য হয়েছে বাংলাদেশ। ২০১৫ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের অদ্যাক্ষর নিয়ে গঠিত ব্রিকস জোট এই ব্যাংকটি প্রতিষ্ঠা করে।

২০২০ সালের শেষের দিকে এনডিবির বোর্ড অব গভর্নর্স সম্ভাব্য সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করার অনুমোদন দেয়। কয়েক দফা আলোচনার পর এনডিবি নতুন সদস্য হিসেবে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়ের নাম ঘোষণা করেছে।

ব্যাংকটির প্রেসিডেন্ট মার্কোস প্রাদো ট্রয়জো আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা খুবই আনন্দের সঙ্গে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান অর্থনৈতিক শক্তিদের মধ্যে অন্যতম বাংলাদেশকে তাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তির মাইলফলক বর্ষে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি।’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এনডিবির সদস্যপদ লাভের মাধ্যমে আমাদের দেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে একটি নতুন অংশীদারিত্ব তৈরির পথ সুগম হয়েছে।’

বাংলাদেশ এনডিবি প্ল্যাটফর্মের সুবিধা নিয়ে ব্রিকস ও এনডিবির অন্যান্য সদস্যদের সঙ্গে অবকাঠামো ও টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে সহায়তা পেতে পারে।

ছয় বছর আগে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সদস্য রাষ্ট্রগুলোতে প্রায় ৮০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে এনডিবি। যার সর্বমোট পোর্টফলিও মূল্যমান ৩০ বিলিয়ন ডলার। ব্যাংকটি মূলত যাতায়াত, পানি ও পয়নিষ্কাশন, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, সামাজিক অবকাঠামো ও নগর উন্নয়ন খাত সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে ঋণ প্রদান করে থাকে।

এনডিবির অনুমোদিত মূলধনের পরিমাণ ১০ হাজার কোটি মার্কিন ডলার এবং জাতিসংঘের যেকোনো সদস্য রাষ্ট্র এই ব্যাংকের সদস্যপদের জন্য আবেদন করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

আগস্ট মাসে বেড়েছে বিও হিসাব

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে আবার ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীরা। সদ্য সমাপ্ত আগস্ট মাসে আবার নতুন বিও হিসাব বেড়েছে শেয়ারবাজারে। গত মাসে শেয়ারবাজারে নতুন করে ২ হাজারেরও বেশি বিও হিসাব খুলেছে নতুন বিনিয়োগকরীরা। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জুলাই মাসের শেষ দিন অর্থাৎ ৩১ জুলাই শেয়ারবাজারে বিও হিসাব ছিল ১৯ লাখ ৭০ হাজার ৩৩৩টি। আর আগস্ট মাসের শেষ দিন অর্থাৎ ৩১ আগস্ট বিও হিসাব দাঁড়ায় ১৯ লাখ ৭২ হাজার ৬৮৫টি। অর্থাৎ আগস্ট মাসে ২ হাজার ৩৫২টি বিও হিসাব বেড়েছে।

আগস্ট মাসে পুরুষদের বিও হিসাব ৯১৫টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৬১ হাজার ৫৪২টিতে। জুলাই মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৪ লাখ ৬১ হাজার ৫৪২টিতে।

আর আগস্ট মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব এক হাজার ৭৮৯টি কমে ৪ লাখ ৯২ হাজার ৫৮৫টিতে দাঁড়িয়েছে। জুলাই মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৯৪ হাজার ৩৭৪টিতে।

জুলাই মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৪ হাজার ৪১৭টিতে। আর আগস্ট মাসে কোম্পানি বিও ২২৬টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৩টিতে।

আগস্ট মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৫১৪টি বিও হিসাব কমেছে। এর মাধ্যমে আগস্ট মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৭ হাজার ৬৮৯টিতে। যা জুলাই মাসের শেষ দিন ছিল ১৮ লাখ ৬৫ হাজার ১৭৫টিতে।

আগস্ট মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৩৮৮টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৯০ হাজার ৩৫৩টিতে। জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৯০ হাজার ৭৪১টিতে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

বোনাস বিওতে পাঠিয়েছে ইসলামী ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩১, ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ২৬ আগস্ট বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে ইসলামী ইন্স্যুরেন্স ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

জিএসপি ফাইন্যান্স স্পট মার্কেটে যাচ্ছে রবিবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামী ৫ সেপ্টেম্বর, রবিবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৬ সেপ্টেম্বর, সোমবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর, মঙ্গলবার।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ওয়ালটন হাইটেকের লেনদেন বন্ধ রবিবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ৫ সেপ্টেম্বর, রবিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ।

রেকর্ড ডেটের পর আগামী ৬ সেপ্টেম্বর, সোমবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

নভোএয়ারের টিকিট কিনলে ১০ শতাংশ ছাড়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে এখন থেকে নভোএয়ারের অভ্যন্তরীণ টিকিট কেনার ক্ষেত্রে গ্রাহকরা পাবেন বিশেষ ছাড়। ‘নগদ’ ওয়ালেট থেকে নভোএয়ারের টিকিট ক্রয়ের পেমেন্ট করলেই গ্রাহকরা ১০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নগদ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ‘নগদ’ ও দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান এবং নভোএয়ারে হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নগদের চিফ সেলস অফিসার শিহাব উদ্দিন চৌধুরী এবং হেড অব বিজনেস সেলস সাইদুর রহমান দিপু।

এই চুক্তির আওতায় নগদের গ্রাহকরা তাদের ওয়ালেট দিয়ে নভোএয়ারের সেলস পয়েন্ট থেকে অভ্যন্তরীণ টিকিট কিনতে পারবেন এবং ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মূল ভাড়া থেকে ১০ শতাংশ ছাড়ের এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

এ চুক্তি সম্পর্কে নগদের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, লকডাউন ছাড়ার পর মানুষের যাতায়াত অনেক বেড়েছে। এ চুক্তির কারণে যাত্রীরা কম খরচে বিমানে যাতায়াত করতে পারবেন।

গ্রাহকরা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে নগদের হটলাইন ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

আগস্ট মাসে শেয়ারবাজারে রেকর্ডের পর রেকর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জন্য আগস্ট একটি রেকর্ড ভাঙার মাস। এ সময় বাজার মূলধনসহ ডিএসইর সবগুলো গুরুত্বপূর্ণ সূচক ও লেনদেন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

আগষ্ট মাসের শেষদিনে দেশের প্রধান এই শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্স সম্প্রতি ৬ হাজার ৮৬৯ পয়েন্টে পৌঁছায়। ২০১৩ সালের পর যা সর্বোচ্চ। একইভাবে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত সূচক ডিএস-৩০ ও শরীয়াহ সূচক বা ডিএসইএস যথাক্রমে রেকর্ড ২ হাজার ৪৫৩ ও ১ হাজার ৪৯০ পয়েন্টে দাঁড়ায়।

এদিকে গত বুধবার ডিএসইতে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫৭ হাজার ৯৭২ কোটি টাকা। ১৯৫৬ সালে স্থানীয় এই শেয়ারবাজার খোলার পর যা সর্বোচ্চ।

সেই সঙ্গে চলতি মাসে একদিনে ঢাকার শেয়ারবাজার রেকর্ড ৪ লাখ ২১ হাজার ক্রয় বা বিক্রয়াদেশ নিষ্পন্ন করে। একইভাবে রেকর্ড ১০১ কোটি শেয়ারের হাতবদল হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজার সংশ্লিষ্ট একজন (ব্রোকার) বলেন, ‘একই মাসে সবগুলো রেকর্ড ভাঙার কারণ হচ্ছে, কম সুদে ব্যাংকে বিনিয়োগের চেয়ে মানুষ এখন শেয়ারবাজারে বিনিয়োগ করছে পছন্দ করছে।’

যে কারণে ২০১০ সালের মতো শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি।

ডিএসইর তথ্য অনুসারে, আগস্ট মাসে দেশের প্রধান এই শেয়ারবাজারে দৈনিক দুই হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এর আগে ২০১০ সালের নভেম্বর মাসে একবারই এটা ঘটেছিল।

ওই ব্রোকারের মতে, বিনিয়োগকারীদের অংশগ্রহণের ঊর্ধ্বমুখী এই প্রবণতা শুরু হয়েছিল গত এপ্রিলে। তিনি বলেন, ‘বাজারের গতি যেহেতু ঊর্ধ্বমুখী, সেহেতু কিছু সাধারণ বিনিয়োগকারীরাও আসছে। সুতরাং গত পাঁচ মাস ধরে সূচকগুলো বেড়েই চলেছে।’

ডিএসইর তথ্য অনুসারে, আগস্টে সূচক বেড়েছে ৩৭০ পয়েন্ট। যা চলতি বছরে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক বৃদ্ধি। এর আগে মে মাসে এটি ৪৭৩ পয়েন্টে পৌঁছেছিল।

একজন মার্চেন্ট ব্যাংকারের মতে, শেয়ারবাজারের এই উত্থানের পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন- ব্যাংকের স্বল্প সুদ, নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিশনের ওপর আস্থা এবং শেয়ারের দাম কম থাকা।

মার্চেন্ট ব্যাংকার বলেন, কিন্তু এগুলো বাদেও কিছু কোম্পানি আসলে অতিমূল্যায়িত। তাই বিনিয়োগকারীদের সতর্ক হওয়া দরকার।

উদাহরণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে বাজারে কিছু বীমা কোম্পানির শেয়ার ও কম পরিশোধিত মূলধনভিত্তিক কোম্পানির শেয়ার অতিমূল্যায়িত হচ্ছে বলে মন্তব্য করেন ওই মার্চেন্ট ব্যাংকার। তিনি আরও বলেন, ‘যাই হোক, এখনও কিছু জায়গা আছে যেখানে মানুষ বিনিয়োগ করতে পারে।’

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ঢাকা ডায়িংয়ের ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ঢাকা ডায়িং মিলস লিমিটেড কোম্পানি ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

এই কোম্পানি সমাপ্ত ২০২০ অর্থবছরে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড