বাংলাদেশ কমিউনিটিকে দেশে বিনিয়োগের আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটিকে দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সকল প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রবাসীদের জন্য বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে দৃঢ় প্রতিজ্ঞ। এরই অংশ হিসেবে সরকার বাংলাদেশি কারিকুলামে শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রবাসীদের সন্তানদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে প্রবাসে স্কুল প্রতিষ্ঠা করেছে। এছাড়াও আরও অনেকগুলো উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে।
আজ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে বাংলাদেশ সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ব্ক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

সভায় বাংলাদেশী কর্মী ও ব্যবসায়ীরা মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং রেমিটেন্সে ২% প্রণোদনা প্রদানের জন্য সরকারকে ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, এন আর বি (সি আইপি) অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির, কাউন্সিলর (শ্রম) ফাতেমা জাহান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

ই-কমার্স প্রতিষ্ঠানকে ২ মাসের মধ্যে রেজিস্ট্রেশন নিতে হবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী দুই মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন ও বাংলাদেশ ব্যাংকে একটি ডিপোজিট রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকের পর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের বৈঠকে ইভ্যালি ও ই-কমার্স নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে ওনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আমরা নিজেরাও বসেছিলাম এবং নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে একটি প্রিসাইড প্রোগ্রাম করে যারা যারা ই-কমার্সের সঙ্গে যুক্ত থাকবে তাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। দুই মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে তাদের একটি ডিপোজিট রাখতে হবে। যাতে কোনো রকমের কিছু হলে সেই ডিপোজিট থেকে সবাইকে… করা হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের এফআইও ও অন্যান্য যে ডিজিটাল মনিটরিং প্ল্যাটফর্ম ও ইন্টিলিজেন্টস সংস্থাগুলো রয়েছে তাদের নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। তারাও এগুলোর চরিত্র চেক করে দেখবে, যাতে কেউ ফলস কিছু করতে না পারে। পাশাপাশি ব্যাপক ক্যাম্পেইনের নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। সেখানে মানুষকে বোঝানোর জন্য ব্যাপকভাবে প্রচার চালানোর। এই যে আমরা লিস্ট দিয়ে দিচ্ছি, ডিজিটাল প্ল্যাটফর্মে এই প্রতিষ্ঠানগুলো হলো সরকারের অথোরাইজড সুতরাং কেউ এর বাইরে ট্রানজাকশেন করবেন না। যদি করেন সেটা আপনার নিজ দায়িত্ব। সেটার দায়িত্ব সরকার নেবে না।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ই-অরেঞ্জের সোনিয়া দম্পতিসহ তিনজন রিমান্ডে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পণ্য সরবরাহ না করে প্রতারণার মাধ্যমে গ্রাহকের এক কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হাতিরঝিল থানায় করা মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান এবং চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিপক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলায় তিন আসামির পাঁচদিনের রিমান্ড আবেদন করেন হাতিরঝিল থানার উপপরিদর্শক সুব্রত দেবনাথ। এরপর আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করেন।

গত ৭ অক্টোবর সাজ্জাদ ইসলাম নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ই-অরেঞ্জের চমকপ্রদ অফার দেখে তিনি, তার ভাই এবং এক বন্ধু বাসা বাড়ির প্রয়োজনীয় জিনিস, বাইক বাবদ এক কোটি ২০ লাখ টাকার পণ্য অর্ডার করেন। প্রতিষ্ঠানটি পণ্য সরবরাহ না করে তাদের অর্থ আত্মসাৎ করে।

এদিকে গত ১৭ আগস্ট গ্রাহকের ১১শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করেন প্রতারণার শিকার তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক। মামলা দায়েরের পর ওই দিনই সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া প্রতারণার অভিযোগ গত ১৮ আগস্ট আমান উল্যাহকে গ্রেপ্তার করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

নিষেধাজ্ঞার পর পদ্মায় ইলিশে সয়লাব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রূপালি ইলিশে সয়লাব মাওয়া পদ্মা পাড়ের মৎস্য আড়ত। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বুধবার লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়ত ভরে গেছে ইলিশে। বাঁধ ভাঙা স্রোতের মতো রাজধানীসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতারা ভিড় করছে এখানে।

রাজধানী ঢাকার কাছে আড়তটি হওয়ায় আশপাশের জেলা থেকে পাইকারদের পাশাপাশি সৌখিন ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। তবে পদ্মার এই ইলিশের দাম বেশ চড়া। এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত।

আড়তগুলো এখন ইলিশে সয়লাব হলেও ক্রেতা বেশি থাকায় দামে অনেক বেশি। প্রকারভেদে কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। এতে জেলে ও আড়তদাররা খুশি হলেও ক্রেতারা পড়েছেন বিপাকে।

মাওয়া মৎস্য আড়তের সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া মাদবর বলেন, ভোর রাতে যেভাবে আড়তে ইলিশ এসেছে তাতে বোঝা যাচ্ছে পদ্মা ইলিশে ভরপুর রয়েছে এবছর। ইলিশে ভরে গেছে আড়ত। পাইকারদের পাশাপাশি সৌখিন ক্রেতারাও আসছেন।

তিনি আরও বলেন, আজকে অনেক ক্রেতা থাকায় মাছের দাম বেশি। ক্রেতারা এতদিন ধরে ইলিশ কিনতে না পেরে আজকে আশা করে আসছে ইলিশ কিনবে, তাই দামও চড়া।

এদিকে, ঐতিহ্যবাহী মাওয়া মৎস্য আড়তটি সরিয়ে নিতে হবে ৫ নভেম্বরের মধ্যে। পদ্মাসেতুর কাজের জন্য সেতু বিভাগ আড়তটি সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন আড়তদাররা।

আড়তদার মো. আ. মজিদ শেখ ও হামিদুল ইসলাম জানালেন, প্রায় ৫০ বছর ধরে এখানে আড়তটি রয়েছে। আমারা সরকারের থেকে লিজ নিয়ে এখানে আড়তদারি করছি দীর্ঘদিন। হঠাৎ করে আমাদের ১৫ দিন সময় দিয়ে ৫ নভেম্বরের মধ্যে উঠে যেতে বলেছে। আমাদের এত বড় একটা ব্যবসা-প্রতিষ্ঠান ১৫ দিনের মধ্যে কীভাবে উঠে যাব, আমরা বুঝতে পারছি না।

মুন্সীগঞ্জ মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল মৌসুমে ১৯৭২ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। এবছর আরও বেশি ইলিশ উৎপাদনের আশা করছেন তারা। মাওয়ায় বড় ইলিশ ১৩০০ থেকে ১৫০০ টাকায়, এক কেজির ইলিশ ১০০০ থেকে ১২০০ টাকায়, ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকায়, ৪০০ থেকে ৫০০ গ্রাম ইলিশ ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

গত বছরের চেয়ে এবার বেশি অভিযান চালানো হয়েছে। তবে ইলিশ নিধনের দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে গত বছরের চেয়ে অনেক কম সংখ্যক জেলেকে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ বলেন, এ বছর ২২ দিনে নিষেধাজ্ঞা কার্যকরে সফলতা ৮০ ভাগের বেশি হবে। এ বছর নিষেধাজ্ঞার মধ্যে মুন্সীগঞ্জের লৌহজং ও মেঘনায় বেপরোয়াভাবে ইলিশ নিধন করা হয়েছে। তবে প্রশাসনের সব সময় নজরদারিতে রাখা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

শেষ হচ্ছে ৩ হাজার কোটি টাকা সুকুক বন্ডের সাবস্ক্রিপশন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেডের গ্রিন-সুকুক আল ইসতিসনার পাবলিক সাবস্ক্রিপশন এরই মধ্যে শেষ হয়েছে। সম্পন্ন হওয়ার পথে রয়েছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সাবস্ক্রিপশনও। বিভিন্ন ব্যাংক, বীমা ও করপোরেট প্রতিষ্ঠান এ সুকুকে সাবস্ক্রিপশন করেছে। সব মিলিয়ে পুরো ৩ হাজার কোটি টাকার সাবস্ক্রিপশন সম্পন্ন হবে বলে আশাবাদী বেক্সিমকোর কর্মকর্তারা।

বেক্সিমকো সূত্রে জানা গিয়েছে, পাবলিক অফার ও বিদ্যমান বিনিয়োগকারীরা মিলে এরই মধ্যে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার সাবস্ক্রিপশন সম্পন্ন করেছে। অন্যদিকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১ হাজার ২০০ কোটি টাকার সাবস্ক্রিপশনের বিষয়টিও নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত সুকুকটির ২ হাজার ৩০০ কোটি টাকার সাবস্ক্রিপশন নিশ্চিত হয়েছে। অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, উত্তরা ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সুকুকে সাবস্ক্রিপশনের বিষয়টি এরই মধ্যে নিশ্চিত হওয়া গিয়েছে।

এর বাইরে আরো বেশকিছু ব্যাংক সুকুকে বিনিয়োগের জন্য তাদের পর্ষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন হওয়ার পর ব্যাংকগুলো সাবস্ক্রিপশন সম্পন্ন করবে। এছাড়া বেশকিছু বীমা কোম্পানিও বেক্সিমকো লিমিটেডের সুকুকে বিনিয়োগের জন্য সাবস্ক্রিপশন করেছে। সব মিলিয়ে পুরো ৩ হাজার কোটি টাকার সাবস্ক্রিপশনের বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর বেক্সিমকোর পক্ষ থেকে সুকুকের সাবস্ক্রিপশন সম্পন্ন হওয়া নিয়ে দ্রুত ঘোষণা দেয়া হবে।

সুকুকের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, দেশে প্রথমবারের মতো এত বড় একটি সুকুকের সাবস্ক্রিপশন হয়েছে, এজন্য আমি আনন্দিত। এর মাধ্যমে অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানও ভবিষ্যতে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহে উৎসাহিত হবে। এতে সার্বিকভাবে দেশের বন্ড মার্কেটের উন্নয়ন হবে। সাবস্ক্রিপশন শেষে দ্রুতই সুকুকটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে বলে আশা করছি।

স্টকমার্কেটবিডি.কম/এস

জিকিউ বল পেনের বোর্ড সভা স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিকিউ বল পেন লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ বেলা সাড়ে ৩টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরে অনিবার্যকারণ বশত এই বোর্ড সভাটি স্থগিত করা হয়েছে। এই বোর্ড সভার নতুন দিন ও সময় পরবর্তীতে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/

বসুন্ধরা পেপার মিলসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রন শিল্প খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ৭ নভেম্বর অক্টোবর বেলা ৬টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বেক্সিমকো লিমিটেড
  2. আইএফআইসি ব্যাংক
  3. মালেক স্পিনিং মিলস
  4. ওরিয়ন ফার্মা
  5. সাইফ পাওয়ারটেক
  6. বিএটিবিসি
  7. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  8. ফরচুন সুজ
  9. এনআরবিসি ব্যাংক
  10. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।