এডিএন টেলিকমের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের এডিএন টেলিকম লিমিটেডের ঋণমান ‘এ+’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআর।

স্টকমার্কেটবিডি.কম/বি

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে করপোরেট টি-টোয়েন্টি কাপ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তমবারের মতো আয়োজিত করপোরেট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর হলো ওয়ালটন গ্রুপ। টিকে স্পোর্টস ম্যানেজমেন্টের এ আয়োজনে এবার ১৬ দল অংশগ্রহণ করবে। মিরপুরের সিটি ক্লাব মাঠে টুর্নামেন্ট শুরু হবে ১৯ নভেম্বর। ১৭ দিনের টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৩৪টি। টিকে স্পোর্টস ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া দুইটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দেখানো হবে দেশের একটি চ্যানেলে।

সোমবার রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে টুর্নামেন্টের লোগো, জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে পারেননি। এছাড়াও টিকে স্পোর্টস ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার তারেক আজিজ উপস্থিত ছিলেন।

মিলটন আহমেদ অংশগ্রহণকারী ১৬ দলকে স্বাগত জানিয়ে বলেন, ‘টিকে স্পোর্টস ম্যানেজমেন্ট আয়োজিত ১৬ দলের করপোরেট টুর্নামেন্টে ওয়ালটন গ্রুপ টাইটেল স্পন্সর হয়েছে। এর আগে ছয় বছর এ টুর্নামেন্ট হয়েছে। আশা করছি সপ্তম আসরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দেশে বা দেশের বাইরে হোক বাংলাদেশ ক্রিকেট দলের সবকটি সিরিজে ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করে আসছে। এছাড়া ঘরোয়া সবগুলো ক্রিকেটে আমরাই স্পন্সর করছি এবং বিসিএলে আমাদের নিজস্ব একটি দলও রয়েছে।’

তারেক আজিজ বলেন, ‘খেলাধুলা ছাড়ার পর চাকরিতে যোগদান করি। সেখানে টের পেয়েছি খেলাধুলা করার জন্য কতো চাকুরিজীবি অপেক্ষায় থাকেন। তাদের ইচ্ছে থাকলেও ছিল না কোনো প্লাটফর্ম। সেই চিন্তা থেকে আমরা টিকে স্পোর্টস ম্যানেজমেন্টের উদ্যোগে করপোরেট টুর্নামেন্ট চালু করি। ছয় বছর পেরিয়ে এখন এ টুর্নামেন্ট সপ্তম আসরে পড়েছে। আমি ধন্যবাদ দিতে চাই ওয়ালটন গ্রুপকে। ওয়ালটন গ্রুপ বরাবরই বাংলাদেশ ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করে আসছে। এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আশা করছি সামনেও ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠানকে আমরা পাশে পাবো।’

সাপ্তাহিক ছুটির দিনে ম্যাচগুলো আয়োজন করা হবে। এজন্য ফাইনালের সময় এখনও ঠিক করেনি আয়োজকরা। টুর্নামেন্টে গত বছর ম্যান অব দ্য টুর্নামেন্ট একটি মোটরবাইক পেয়েছিলেন। এবারও একই পুরস্কার রাখা হয়েছে। এছাড়া প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে ট্রফি ও আর্থিক পুরস্কার দেওয়া হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল: প্রত্যয় মেডিকেল ক্লিনিক, বিএমসি, এইচজে জাদুবে, লায়লা গ্রুপ, হেরিটেজ গ্রুপ, এসপিজেড অ্যাকুসটিকস, ব্র্যাস ট্রাক, ইনফরমেশন লিমিটেড, ম্যাডেসটিক, একে রয়্যালস, সিদ্দিকি গ্রুপ, স্টেপ ওয়ান টেকনোলজি, ২২ ইয়ার্ড স্পোর্টস, ওয়ান স্কাই ওডিজি, এম.কে.আর গ্রুপ ও হক ব্রাদার্স।

স্টকমার্কেটবিডি.কম/

প্রিমিয়ার লিজিংয়ের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর বাংলামটরে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ প্রদান করেনি।

স্টকমার্কেটবিডি.কম/বি

গোল্ডেনসনের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেনসন লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ২১ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সোনালী আঁশের ১০% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেড গত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। আর এবছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২২৫.৬৫ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

সান লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০২০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

আগামী ২৩ ডিসেম্বর বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এস

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী চীন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আর্থিক সংকট, মহামারিসহ নানা দুর্যোগ পেরিয়ে দ্রুত বড় হচ্ছে বিশ্ব অর্থনীতি। তাতে দরিদ্রদের খুব বেশি লাভ না হলেও পকেট ভারী হচ্ছে ধনীদের। গত দুই দশকে বিশ্বের সম্পদ বেড়েছে তিন গুণ। আর এতে নেতৃত্ব দিয়েছে চীন। ফলে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় ধনী এখন চীন। তবে বিশ্বের বেশির ভাগ সম্পদ মাত্র ১০ শতাংশ ধনী পরিবারের হাতে কেন্দ্রীভূত।

৬০ শতাংশের বেশি বৈশ্বিক আয়ের প্রতিনিধিত্বকারী ১০টি দেশের জাতীয় আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করে পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসে অ্যান্ড কম্পানির গবেষণা শাখার নতুন এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

গত সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে বিশ্বের নিট সম্পদ বেড়ে অভাবনীয়ভাবে ৫১৪ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যেখানে ২০০০ সালে বিশ্বের সম্পদ ছিল ১৫৬ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ সম্পদ বেড়েছে তিন গুণ। আর এতে একক দেশ হিসেবে সবচেয়ে বড় শেয়ার চীনের। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ আয় এসেছে এই দেশটি থেকে। জুরিখে ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউটের অংশীদার জেন মিশকে এক সাক্ষাৎকারে বলেন, ‘আগের যেকোনো সময়ের তুলনায় আমরা এখন বেশি ধনী।’

‘দ্য রাইজ অব দ্য গ্লোবাল ব্যালান্সশিট : হাউ প্রডাক্টিভলি আর ইউজিং আওয়ার ওয়েলথ’ শীর্ষক প্রতিবেদনটিতে গত দুই দশকের বিশ্ব অর্থনীতির বিকাশের ওপর গভীর দৃষ্টি দেওয়া হয়েছে। কিভাবে আর্থিক সংকট, কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ এবং করোনা মহামারির ছোবলসহ নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বিশ্ব অর্থনীতি এই উচ্চতায় এসেছে।

তবে প্রশ্ন তোলা হয়েছে, বিশ্বের সম্পদ যে হারে বাড়ছে তা কতটা উৎপাদনশীল খাতে ব্যবহার হচ্ছে। কারণ বিশ্ব সম্পদের দুই-তৃতীয়াংশ রিয়েল এস্টেট খাতে পুঞ্জীভূত। বলা হয়, বৈশ্বিক নিট সম্পদের ৬৮ শতাংশই রিয়েল এস্টেট খাতের সঙ্গে যুক্ত। বাকি সম্পদ রয়েছে যন্ত্রপাতি ও সরঞ্জাম, অবকাঠামো, পেটেন্ট ও বুদ্ধিবৃত্তিক খাত ইত্যাদিতে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চীনের সম্পদ সবাইকে ছাড়িয়ে ১২০ ট্রিলিয়ন ডলারে পৌঁছে গেছে। অথচ ২০০০ সালের দিকেও এই সম্পদ ছিল মাত্র সাত ট্রিলিয়ন ডলার। চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার পর থেকেই সম্পদ বাড়তে থাকে ব্যাপকভাবে, যা তাকে আজকের সর্বোচ্চ অবস্থানে নিয়ে এসেছে। একই সময় যুক্তরাষ্ট্রের সম্পদ প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ৯০ ট্রিলিয়ন ডলার। দেশটিতে এই সময়ে নীরবে বেড়েছে সম্পত্তির মূল্য।

বিশ্বের সবচেয়ে বড় ধনী এখন চীন ও যুক্তরাষ্ট্র। এই দুই দেশের দুই-তৃতীয়াংশ সম্পদ শীর্ষ ১০ শতাংশ পরিবারের হাতে। বিশ্বের বেশির ভাগ সম্পদও এই পরিবারগুলোর হাতে। এই বিত্তবানরা ক্রমাগত শুধু সম্পদের মালিকই হচ্ছেন। প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের হিসাবে আমেরিকার মোট সম্পদের ৭১ শতাংশ ১০ শতাংশ পরিবারের হাতে। আর নিম্নভাগের ৫০ শতাংশ পরিবারের সম্পদ কমে হয়েছে মাত্র ১.৫ শতাংশ। চীনেও একই চিত্র। ২০১৫ সালের হিসাবে দেশটির ৬৭ শতাংশ সম্পদের মালিক শীর্ষ ১০ শতাংশ পরিবার। নিম্নবর্তী ৫০ শতাংশ পরিবারের হাতে রয়েছে মাত্র ৬ শতাংশ সম্পদ।

২০০০ থেকে ২০২০ সালের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ বৃদ্ধি পাওয়া শীর্ষ দশের বাকি দেশগুলো যথাক্রমে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, মেক্সিকো ও সুইডেন। এই ১০টি দেশে মাথাপিছু সম্পদের পরিমাণ ৬৬ হাজার ডলার।

ম্যাককিনসের মতে, গত দুই দশকে সম্পদের এই ঊর্ধ্বগতি বিশ্বের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। আয়ের তুলনায় সম্পদের দাম তাদের দীর্ঘমেয়াদি গড়ের চেয়েও প্রায় ৫০ শতাংশ বেশি বেড়েছে। তাই সম্পদের এমন বৃদ্ধির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

বলা হয়, ভূ-সম্পত্তির মূল্য বেড়ে যাওয়ার ফলে অনেকের জন্যই বাড়ির মালিক হওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, বাড়াচ্ছে অর্থনৈতিক সংকটের ঝুঁকিও। যেমনটা দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্রে ২০০৮ সালে। ভবন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ঋণ ঘিরে চীনও এ ধরনের সমস্যার দিকে ধাবিত হচ্ছে বলেও আশঙ্কা করা হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রতি এক ডলার নেট নতুন বিনিয়োগে বিশ্ব অর্থনীতি প্রায় দুই ডলার নেট ঋণ তৈরি করে। বৈশ্বিক সম্পদ যদি বৈশ্বিক জিডিপি বাড়াতে আরো বেশি উৎপাদনশীল বিনিয়োগের পথ বের করতে পারে, তাহলেই পরিস্থিতি ভালো হতে পারে। আর সবচেয়ে ভীতিকর পরিস্থিতি হবে তখন, যখন সম্পদ মূল্য পড়ে যাবে, যা বৈশ্বিক সম্পদের এক-তৃতীয়াংশকে নেই করে দিতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/