আজ থেকে শুরু দুদিনব্যাপী বিনিয়োগ সম্মেলন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আজ রবিবার (২৮ নবেম্বর) থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। ২০১৬ সালের পর আগামীকালই আবার রেডিসন ব্লুর ঢাকা ওয়াটার গার্ডেনে এই সম্মেলন শুরু হতে চলেছে।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ ১৫টি দেশের কাছ থেকে শত কোটি ডলার বিনিয়োগ প্রত্যাশা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিডার সহযোগিতায় সম্মেলনটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডা জানিয়েছে, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এই সম্মেলনে বিডাকে সহযোগিতা করছে। এক হাজার বিনিয়োগকারী এতে অংশ নেবেন। এসব তথ্য জানিয়েছে বিডা।

স্টকমার্কেটবিডি.কম/

এবার আয়কর রিটার্ণ জমার সময় বাড়াবে না বাজস্ব বোর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনার মধ্যে এবার আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হবে না। আগামী ৩০ নভেম্বর আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ সময়। এরপর জমা দিতে চাইলে দিতে হবে জরিমানা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন শনিবার গণমাধ্যমকে বলেন, ‘এবার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হবে না।

তবে এনবিআর এও বলেছেন, কারও কোনো সমস্যা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের কাছে সময়ের আবেদন করলে জরিমানা ছাড়াই এক মাস সময় পাওয়া যাবে।

আইন অনুযায়ী, জরিমানাসহ আয়কর বিবরণি দাখিলে চার মাস পর্যন্ত সময় দেওয়া রয়েছে বলেও জানান এনবিআরের এই সদস্য।

স্টকমার্কেটবিডি.কম/

জ্বালানি তেল একদিনে আরো ১০ ডলার কমল

স্টকমার্কেটবিডি ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী হওয়া জ্বালানি তেলের দাম আবারও পড়তে শুরু করেছে। এবার এক দিনেই প্রতি ব্যারেলে কমেছে ১০ ডলার (প্রায় ৮৭০ টাকা), যা ২০২০ সালের এপ্রিলের পর থেকে সর্বোচ্চ পতন। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ায় তেলের চাহিদা কমার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে সপ্তাহ ধরে নিম্নমুখী থাকা তেলের দামে গত শুক্রবার এক দিনেই সর্বোচ্চ পতন ঘটল।

দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার এই ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। তারা মহামারি আবারও খারাপের দিকে মোড় নেওয়ার আভাস দিচ্ছে। এ নিয়ে উদ্বেগের ফলে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেনসহ ইউরোপীয় দেশগুলো নতুন করে ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিশ্ব প্রবৃদ্ধি নতুন করে ব্যাহত হতে পারে, সেই সঙ্গে কমবে জ্বালানির চাহিদা। এসব কারণে জ্বালানি তেলের দাম কমেছে, একই সঙ্গে বড় বড় শেয়ারবাজারেও দরপতন হয়েছে।

গত শুক্রবার অগ্রিম বাজারে অশোধিত ব্রেন্ট তেলের দাম ৯.৫০ ডলার বা ১১.৬ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭২.৭২ ডলার। ফলে এক সপ্তাহে দাম কমল ৮ শতাংশের বেশি। যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অশোধিত তেলের দাম ১০.২৪ ডলার বা ১৩.১ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৬৮.১৫ ডলার। এক সপ্তাহে এ তেলের দাম কমল ১০.৪ শতাংশের বেশি।

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার ধরনটি প্রথম শনাক্ত হয়। এটি অধিকসংখ্যকবার জিনগত রূপ বদল এবং মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। মূলত এ দুটি কারণেই নতুন ধরনটি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ব্যাপক হৈচৈ ফেলে দিয়েছে।

মিঝুহোর এনার্জি ফিউচার পরিচালক বব ইয়াগার বলেন, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছে জ্বালানির তেলের বাজার। করোনার নতুন এ ধরনে তেলের চাহিদা ব্যাপক কমতে পারে।’ এ বিষয়ে ওয়ান্দার সিনিয়র বাজার বিশ্লেষক ক্রেইগ আরলেম বলেন, ‘সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে নতুন এ ধরন টিকা প্রতিরোধক, অর্থাৎ টিকা কোনো কাজে আসবে না। ফলে যেসব দেশ আগের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।’

বিশ্বজুড়ে অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হওয়ায় গত মাসে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ৮০ ডলারের ওপরে উঠে যায়, যা ছিল সাত বছরে সর্বোচ্চ। চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাড়তে থাকে তেলের দাম, যা দেশে দেশে মূল্যস্ফীতির চাপ তৈরি করে।

এতে ওয়াশিংটনের পক্ষ থেকে তেল রপ্তানিরকারক দেশগুলোর সংগঠন ওপেককে উৎপাদন বাড়াতে একাধিকবার অনুরোধ করার পরও না শোনায় যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারতসহ বড় ক্রেতা দেশগুলো নিজস্ব মজুদ ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানায়।

জ্বালানি সংকট দেখা দিলে নির্দিষ্ট সময়ের চাহিদা মেটাতে বিভিন্ন দেশের তেলের ভাণ্ডার আছে, যা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) নামে পরিচিত। এ ভাণ্ডার থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর পরই জাপান, ভারতও তাদের জরুরি ভাণ্ডার থেকে তেল ছাড়ার ঘোষণা দেয়। ফলে গেল এক সপ্তাহ তেলের দাম কিছুটা কমে ৭৮ ডলারে নেমে আসে।

এ ব্যাপারে কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বিশ্লেষক ভিভেক ধার করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপ লকডাউনে যাচ্ছে এমন ইঙ্গিত দিয়ে বলেন, ‘৩০ দিনের মধ্যে যদি ৬০ মিলিয়ন ব্যারেলের ওপর তেল বাজারে ছাড়া হয় তবে দাম ব্যাপকভাবে কমে যেতে পারে।’ কিন্তু করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় বিনিয়োগকারীদের উদ্বেগ থেকে তেলের বাজারে বড় পতন ঘটল। ফলে জ্বালানির বাজার আবারও পতনের দিকে যাচ্ছে বলেই আশঙ্কা করা হচ্ছে। সূত্র : এএফপি, রয়টার্স।

স্টকমার্কেটবিডি.কম/

কভিড আতঙ্কে ১৭০০ পয়েন্ট হারিয়েছে সেনসেক্স

স্টকমার্কেটবিডি ডেস্ক:

বিশ্বব্যাপী নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নভেল করোনাভাইরাসের নতুন একটি ধরন। বিনিয়োগকারীদের যা আতঙ্কিত করছে। এরই মধ্যে যার প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক শেয়ারবাজারে। গতকাল ভারতের সেনসেক্স ও নিফটির সূচকে বড় পতন হয়েছে। দুটি সূচকই গতকাল প্রায় ৩ শতাংশ কমেছে। এর মধ্যে সেনসেক্স সূচক একদিনেই প্রায় ১ হাজার ৭০০ পয়েন্ট হারিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গতকাল লেনদেনের শুরু থেকেই বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা (প্যানিক সেলিং) দেখা যায়। ফলে প্রথম থেকেই সেনসেক্স সূচকে দ্রুত পতন শুরু হয়। মাঝে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হলেও শেষ পর্যন্ত নিম্নমুখিতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। ১ হাজার ৬৮৭ দশমিক ৯৪ পয়েন্ট হারিয়ে দিনশেষে সূচকটি ৫৭ হাজার ১০৭ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়ায়। এক দিনেই সূচকটি কমে ২ দশমিক ৮৭ শতাংশ।

গতকাল সেনসেক্স সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইন্ডাসইন্ড ব্যাংক। সূচকের মোট পতনের ৬ দশমিক শূন্য ১ শতাংশই হয়েছে ব্যাংকটির কারণে। এছাড়া সূচকে পতনে বড় ভূমিকা রয়েছে মারুতি, টাটা স্টিল, এনটিপিসি, বাজাজ ফাইন্যান্স ও এইচডিএফসির মতো শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর।

গত ১৯ অক্টোবর সেনসেক্স রেকর্ড পর্যায়ে পৌঁছে। ওই দিন সূচকটি ৬২ হাজার ২৪৫ পয়েন্টে ওঠে। কিন্তু এর পর থেকেই সূচকটি পয়েন্ট হারাতে থাকে। ওই সময়ের পর থেকে গতকাল পর্যন্ত ৫ হাজার পয়েন্ট হারিয়েছে সূচক।

এদিকে গতকাল নিফটি সূচক ৫১০ পয়েন্ট বা ২ দশমিক ৯১ শতাংশ কমে ১৭ হাজার ২৬ দশমিক ৪৫ পয়েন্ট নিয়ে লেনদেন শেষ করে। এ দুটি সূচকের পাশাপাশি এশিয়া ও ইউরোপের প্রধান প্রধান সূচকও গতকাল কমেছে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন এ ধরন সম্পর্কে এখন পর্যন্ত বেশি কিছু জানা যায়নি। তবে এটি এরই মধ্যে বতসোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, নতুন এ ধরন আগের যেকোনো ধরনের চেয়ে শক্তিশালী এবং এটি দ্রুত ইমিউনিটি শক্তি নষ্ট করে দিতে সক্ষম। ফলে নতুন এ ধরনের সংক্রমণ ঠেকাতে দেশে দেশে আবার কঠোর বিধিনিষেধ আসতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতিতে যে পুনরুদ্ধার গতি ফিরছিল সেটি আবারো চাপে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

এদিকে করোনার নতুন ধরনের কারণে সম্ভাব্য বিধিনিষেধ বৃদ্ধির আশঙ্কায় ইউরোপীয় পুঁজিবাজার ২ দশমিক ৭ শতাংশ কমেছে। ২০২০ সালের সেপ্টেম্বরের পর যা সর্বোচ্চ। জার্মানির ডিএএক্স সূচক কমেছে ৩ শতাংশ ও ব্রিটেনের এফটিএসই ১০০ সূচক কমেছে ২ দশমিক ৭ শতাংশ।

ইউরোপের পাশাপাশি গতকাল এশিয়ার বেশির ভাগ সূচকই কমেছে। এর মধ্যে হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ৬৫৯ দশমিক ৬৪ পয়েন্ট বা ২ দশমিক ৬৭ শতাংশ। জাপানের নিক্কেই ২২৫ কমেছে ৭৪৭ দশমিক ৬৬ পয়েন্ট বা ২ দশমিক ৫৩ শতাংশ। চীনের সাংহাই সূচক কমেছে ২০ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/

 

জানুয়ারিতে কাতারে রোড শো করবে বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদেশী বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে রোড শো ও বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় সামনের বছরের জানুয়ারিতে কাতারের রাজধানী দোহায় রোড শো অনুষ্ঠিত হবে। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

কাতার রোড শোর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের ২৫ ও ২৬ জানুয়ারি। মধ্যপ্রাচ্যের গ্যাস-সমৃদ্ধ দেশটির রাজধানী দোহায় দুই দিনব্যাপী রোড শো ও বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোড শোতে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

দেশের শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডাররাও এতে অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), কাতারে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনার, বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

স্টকমার্কেটবিডি.কম/

লোকসান থেকে মুনাফায় ফিরেছে বঙ্গজ

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির লোকসান থেকে মুনাফায় ফিরেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা। গত বছরের এই প্রান্তিকে লোকসান ছিল ০.১২ টাকা। উক্ত প্রান্তিকে কোম্পানিটির লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.০৮ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ২১.০২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/