প্রাইম লাইফের শেয়ার দর বৃদ্ধির তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৮ ডিসেম্বর শেয়ার দর ছিল ৫৬.৬০ টাকা। আর গতকাল ১৭ জানুয়ারি সর্বশেষ শেয়ারটি ৮১.২০ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এস

ম্যারিকো বিডির বোর্ড সভা ২৪ জানুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ম্যারিকো বিডি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৬টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্যারামাউন্ট টেক্সটাইলের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

জেএমআই হসপিটাল রিকুইজিটের শেয়ারের দ্রুতই শেষ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিলামে মাত্র পাঁচ সেকেন্ডে বিক্রি হয়ে গেল ৮৮ লাখ শেয়ার। এটি ঘটেছে বুকবিল্ডিং পদ্ধতিতে অনুষ্ঠিত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ারের নিলামে। মাত্র পাঁচ সেকেন্ডে নিলামের জন্য নির্ধারিত শেয়ার বিক্রি হয়ে যাওয়ায় অধিকাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীই আবেদন করেও কোনো শেয়ার পাননি। তাই গতকাল সোমবার শেয়ারবাজারজুড়ে এ নিয়ে ছিল নানা আলোচনা–সমালোচনা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ৯ জানুয়ারি বিকেল পাঁচটায় জেএমআই হসপিটালের শেয়ারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশের নিলাম শুরু হয়। বুকবিল্ডিং পদ্ধতির নিয়ম অনুযায়ী, নিলামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রির জন্য ৮৮ লাখ ২৩ হাজার ৫২০টি শেয়ার বরাদ্দ ছিল। ৯ থেকে ১২ জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা এ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এতে অংশ নেওয়ার জন্য ৩৮৫টি প্রতিষ্ঠান নিলাম শুরুর আগেই অর্থ জমা দেয়। এমনকি নিলামে অংশ নিয়ে শেয়ারের ক্রয়াদেশও দেয়। কিন্তু বেশির ভাগ প্রতিষ্ঠানকেই শেষ পর্যন্ত হতাশ হতে হয়। কারণ সব প্রক্রিয়া অনুসরণের পরও শেয়ার পায়নি বেশির ভাগ প্রতিষ্ঠান। আগে এলে আগে পাবেন ভিত্তিতে মাত্র পাঁচ সেকেন্ডে ৮৮ লাখ ২৩ হাজার শেয়ার পেয়ে যায় ৬১টি প্রতিষ্ঠান।

নিলামে অংশ নেওয়া ৩৮৫ প্রতিষ্ঠানের মধ্যে ৩৭৯টি প্রতিষ্ঠানই সর্বোচ্চ দামে প্রায় সাড়ে ৫ কোটি শেয়ারের জন্য দরপ্রস্তাব জমা দেয়।

জেএমআই হসপিটাল বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য কোম্পানিটি ৩ কোটি ৫২ লাখ ৯৪ হাজার শেয়ার ছাড়বে। এর মধ্যে ৮৮ লাখ ২৩ হাজার ৫২০টি শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ছিল। আর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বিক্রি করা হবে প্রায় ২ কোটি ৬৫ লাখ শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

এস এস স্টিলের ১ম প্রান্তিকে আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ণ লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ০.৭১ টাকা। উক্ত প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৭১ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ২০.৯৫ টাক।

স্টকমার্কেটবিডি.কম/

 

মুনাফা থেকে লোকসানে আনলিমা ইয়ার্ণ

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ণ লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৭ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ০.০৬ টাকা। উক্ত প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.২৯ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ১০.৬৩ টাক।

স্টকমার্কেটবিডি.কম/