ইভ্যালির ৫০ শতাংশ শেয়ার রাসেলের শ্বশুর-শাশুড়িকে হস্তান্তরের নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তার ভায়রাকে হস্তান্তর করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের কিছু সংখ্যক শেয়ার তার আত্মীয়-স্বজনের নামে হস্তান্তরে সহযোগিতা করতে নির্দেশ দেন হাইকোর্ট।

ইভ্যালির অর্ন্তবর্তী পরিচালনা বোর্ডকে এ সহযোগিতা করতে বলা হয়।

রাসেল ও শামীমার আত্মীয়-স্বজনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

দিনশেষে সূচকের বড় পতন, কমেছে লেনদেনও

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২০৮ কোটি ৬৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২১৩ কোটি ৬৪ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৯১ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৩ পয়েন্ট কমেছে ।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, দর কমেছে ২৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফরচুন সুজ, ইয়াকিন পলিমার, সােনালী পেপার, রহিমা ফুড করপোরেশন, বিএটিবিসি, জেএমআই সিরিঞ্জ ও স্কয়ার ফার্মা লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ১৪৩ পয়েন্ট কমেছে। সিএসইতে আজ ৩৪ কোটি ৬৮ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ইউনিলিভার কনজিউমারের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী কোম্পানিটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/

দেশে মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজারে সব জিনিসের দাম বাড়ছেই। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে বেড়েছে পরিবহনসহ আরো অনেক ব্যয়। কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বুধবার যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, গত জানুয়ারি মাসে দেশে মূল্যস্ফীতির হার ডিসেম্বরের চেয়ে কমেছে।

সরকারের এই সংস্থার হিসাবে, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫.৮৬ শতাংশ। আগের মাস ডিসেম্বরে এই হার ছিল ৬ শতাংশের ওপরে; ৬.০৫ শতাংশ। নভেম্বরে মূল্যস্ফীতি হয়েছিল ৫.৯৮ শতাংশ।

২০২১ সালের জানুয়ারিতে যে পণ্য বা সেবার জন্য ১০০ টাকা খরচ করতে হতো, ২০২২ সালের জানুয়ারিতে সেই পণ্য বা সেবার জন্য ১০৫ টাকা ৮৬ পয়সা খরচ করতে হয়েছে। আগের মাসে এই খরচ ছিল ১০৬ টাকা ৫ পয়সা।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জানুয়ারিতে বাংলাদেশে ৫.৮৬ শতাংশের যে মূল্যস্ফীতি হয়েছে, তার মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৫.৬০ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৬.২৬ শতাংশ। ডিসেম্বরে ৬.০৫ শতাংশ সার্বিক মূল্যস্ফীতির মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয় ৫.৪৬ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছিল ৭ শতাংশ।

এদিকে জানুয়ারিতে শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতি বেশি হয়েছে; এই মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৬.০৭ শতাংশ। ডিসেম্বরে ছিল ৬.২৭ শতাংশ। জানুয়ারিতে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫.৪৭ শতাংশ। ডিসেম্বরে এই হার ছিল ৫.৬৬ শতাংশ। বিবিএসের তথ্যে দেখা যায়, জানুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গ্রামে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৫.৯৪ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৬.৩২ শতাংশ। আগের মাস ডিসেম্বরে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছিল ৫.৯৩ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছিল ৬.৩২ শতাংশ।

জানুয়ারিতে শহর এলাকায় খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৪.৮৫ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৬.১৭ শতাংশ। আগের মাস ডিসেম্বরে শহর এলাকায় খাদ্যে মূল্যস্ফীতি হয়েছিল ৪.৪১ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছিল ৭.০৭ শতাংশ।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য ঘেঁটে দেখা যায়, দেড় বছর পর ডিসেম্বরে মূল্যস্ফীতি ৬ শতাংশের ঘর অতিক্রম করে। ২০২০ সালের জুনে মূল্যস্ফীতির হার ছিল ৬.০২ শতাংশ। এর পর থেকে মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচেই অবস্থান করছিল। চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতির হার ৫.৩ শতাংশে আটকে রাখার লক্ষ্য ধরেছে সরকার। গত ২০২০-২১ অর্থবছরে এই লক্ষ্য ধরা ছিল ৫.৪ শতাংশ। কিন্তু অর্থবছর শেষ হয় ৫.৫৬ শতাংশ মূল্যস্ফীতি নিয়ে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বিএসআরএম স্টিলসের ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এইচ আকবরিয়া এন্ড কো: লিমিটেড নামে কোম্পানিটির এ করপোরেট পরিচালক ১০ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এ করপোরেট পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সি অ্যান্ড এ টেক্সটাইলের নতুন এমডি আজিমুল ইসলাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে আজিমুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নতুন এমডি নিয়োগের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য কোম্পানিটি আগামী ৩০ মার্চ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

এই ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতির পর আজিমুল ইসিলাম এমডি হিসেবে কাজ শুরু করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

ফাস ফাইন্যান্সের এমডি রাসেল শাহরিয়ার গ্রেফতার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আর্থিক খাতের প্রতিষ্ঠান ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ২০১৪-১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন রাসেল শাহরিয়ার। এ সময়কালে আলোচিত প্রশান্ত কুমার (পিকে) হালদারের সংশ্লিষ্টতায় ১ হাজার ৩০০ কোটি টাকার অনিয়মে জড়িয়ে পড়েন তিনি।

এমডি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে নিজের একক স্বাক্ষরে প্রায় ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব বোর্ডে উপস্থাপন করেন রাসেল শাহরিয়ার। ঋণ অনুমোদন করে তিনি এসব অর্থ পিকে হালদারের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানিতে হস্তান্তর করেন।

প্রাথমিকভাবে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৫২৩ কোটি টাকা আত্মসাতের অভিযাগে ১৩টি মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে গতকাল একটি মামলা করা হয়। সেই মামলাতেই রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রাসেল শাহরিয়ারকে গ্রেফতার করা হয়।

রাসেল শাহরিয়ারসহ এ মামলায় আরো আসামি করা হয়েছে পিকে হালদার, ফাস ফাইন্যান্সের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ প্রতিষ্ঠানটির অন্যান্য পরিচালক ও ঋণসংশ্লিষ্টদের।

এ বিষয়ে গতকাল দুদক সচিব মাহবুব হোসেন জানান, সম্প্রতি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১৩০০ কোটি টাকা আত্মসাতের ঘটনার অনুসন্ধান শেষ হয়। ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠান অ্যান্ড বি ট্রেডিংয়ের নামে জাল রেকর্ডপত্র প্রস্তুত এবং তা সঠিক হিসেবে ব্যবহার করে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানটি।

স্টকমার্কেটবিডি.কম/

পেপার প্যাকেজিংয়ের ইজিএম আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি পেপার প্যাকেজিং এন্ড প্রসেসিং লিমিটেড একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এই সভায় পেপার প্যাকেজিং এন্ড প্রসেসিং লিমিটেড অথরাইজড মূলধন বাড়ানোর জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিবে।

ইজিএমটি আগামী ২ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে ১০ মার্চ।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে মূলধন ২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬০ কোটি টাকা করবে।

স্টকমার্কেটবিডি.কম/