সারা দেশে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি চলছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

৮ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরসহ সারা দেশের সব শুল্ক স্টেশন ও বিমানবন্দরগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে রেখেছে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। একই দাবিতে আগামীকাল মঙ্গলবারও কর্মবিরতি পালন করবেন তারা।

তাদের এই দাবিগুলোর মধ্যে আছে- লাইসেন্স বিধিমালা এবং এইচএস কোড ও সিপিসি সংক্রান্ত বিদ্যমান আইনের সংশোধন, আমদানিকারকের দায় বা ভুলের মাশুল সিঅ্যান্ডএফ এজেন্টদের ওপর না চাপানো, ইত্যাদি।

কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, বেনাপোল স্থলবন্দর, কমলাপুর আইসিডি, টেকনাফ স্থলবন্দরসহ দেশের ২৭টি শুল্ক স্টেশনে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন আমদানিকারকের প্রতিনিধি হিসেবে কাজ করা সিঅ্যান্ডএফ এজেন্টরা।

তবে বন্দরে জাহাজ থেকে পণ্য খালাস এবং অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক আছে।

কাস্টমস কর্মকর্তাদের ভাষ্য, এসব দাবি নিয়ে আগেও সিঅ্যান্ডএফ এজেন্টরা কর্মবিরতি পালন করেছেন। ২০২০ ও ২০২১ সালে কাস্টমসের রাজস্ব আহরণের বিষয়ে সুরক্ষা নিশ্চিতকরন এবং অবৈধ পণ্য আমদানি বন্ধ করতে জাতীয় রাজস্ব বোর্ড বেশকিছু আইনের সংশোধন করে। সিএঅ্যান্ডএফ এজেন্টদের এসব দাবি মেনে নিলে রাজস্ব আহরণ ব্যাহত হবে বলে মনে করেন তারা।

এ ব্যাপারে চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজি ইমাম হোসেন বিলু বলেন, ‘আমরা অতীতেও এসব বিষয়ে আলোচনা করেছি। কিন্তু কোনো সমাধান না পেয়ে এ ধরনের কর্মবিরতি পালন করতে বাধ্য হচ্ছি। আমাদের দাবি মেনে নেওয়া না হলে সামনে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।’

তিনি আরও বলেন, ‘কর্মবিরতির অংশ হিসেবে দেশের সকল সমুদ্র বন্দর, নৌবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরসহ সারা দেশের সকল আমদানি-রপ্তানি, পণ্য খালাস ও জাহাজীকরণ বন্ধ থাকবে।’

স্টকমার্কেটবিডি.কম///

২৭ দিনে রেমিট্যান্স এলো ১৬৭ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২৩ সালের জানুয়ারি মাসের প্রথম ২৭ দিনে ১৬৭ কো‌টি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১০৭ টাকা ধ‌রে) যার পরিমাণ প্রায় ১৮ হাজার কোটি টাকা। গত ডিসেম্বরে মাসের পুরো সময় জুড়ে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স আহরণ নিয়ে প্রকাশ করা সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ১৭০ কোটি ডলার ছড়িয়ে যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, জানুয়ারির ২৭ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৬ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪০ কোটি ৫২ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

তথ্য বলছে, সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে ১৬৯ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। এই পরিমাণ ২০২১ সালের ডিসেম্বরের চেয়ে প্রায় ৭ কোটি ডলার বেশি। ২০২১ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ডলার।

স্টকমার্কেটবিডি.কম///

বাংলাদেশের ঋণ প্রস্তাব উঠছে আইএমএফ বোর্ডে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদে বাংলাদেশকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রস্তাবটি অনুমোদনের জন্য উঠছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সোমবার আইএমএফ এর নির্বাহী বোর্ডের সভা বসবে। বাংলাদেশের প্রস্তাবটি অনুমোদন পেলে আইএমএফ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেবে। ঋণ অনুমোদন পেলে ফেব্রুয়ারিতেই প্রথম কিস্তি পেতে পারে বাংলাদেশ।

আইএমএফের উপ ব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ তার ঢাকা সফরের সময় ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সেদিন তাদের মধ্যে ঋণের বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দিতে গত নভেম্বরে ঢাকায় কর্মকর্তা পর্যায়ের বৈঠকে প্রাথমিক সমঝোতায় পৌঁছায় আইএমএফ। সেই ঋণচুক্তির শর্তসহ খুঁটিনাটি চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যেই বাংলাদেশ সফর করেন আইএমএফ এর উপ ব্যবস্থাপনা পরিচালক।

সে সময় এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকার আলোচনায় এ ঋণ কর্মসূচির মূল বিষয়গুলোতে মনোযোগ দিয়েছেন তারা।

স্টকমার্কেটবিডি.কম///

২০২২ সালে সিঙ্গাপুরে ৬৪ হাজার নতুন ব্যবসা চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক:

২০২২ সালে সিঙ্গাপুরে ৬৪ হাজারের বেশি নতুন ব্যবসা চালু হয়েছে। একই সময়ে বাণিজ্য নগরীটিতে ব্যবসা বন্ধ হয়েছে ৫০ হাজার। দেশটির পরিসংখ্যান বিভাগের ওয়েবসাইটে এ তথ্য উঠে এসেছে।

দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকেই ব্যবসা বন্ধের সংখ্যা বাড়ছে। ২০২২ সালে তা ৫০ হাজার ৪২৩ এ দাঁড়িয়েছে। ২০১৬ সালের ৬২ হাজার ব্যবসা বন্ধের পর যা সর্বোচ্চ।
পরিসংখ্যান বিভাগের উপাত্তে দেখা গেছে, ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে নতুন ব্যবসা চালুর পরিমাণ ৬০ হাজারের উপরেই রয়েছে। মোটা দাগে, প্রতিবছর ৬১ হাজার থেকে ৬৫ হাজার নতুন ব্যবসা চালু হয়েছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৬৪ হাজার ৩০৪।

আর্থিক খাতে গত বছর সর্বোচ্চ ৮ হাজার ৩০৭ টি ব্যবসা চালু হয়েছে। ২০২১ সালের চেয়ে যা ১৫০ শতাংশ বেশি। অন্যদিকে ২০২২ সালে ব্যবসা বন্ধ হয়েছে ৩ হাজার ৩৮০ টি। দ্বিতীয় সর্বোচ্চ সম্প্রসারণ ছিল তথ্য প্রযুক্তি বা আইসিটি খাতে। ই-কমার্স, ক্লাউড কম্পিউটিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো খাতের সমণ্বয়ে আইসিটিতে ৯ হাজার ৫৬ টি ব্যবসা চালু হয়েছে। ২০২১ সালের চেয়ে আইসিটি খাত ৭০ শতাংশ সম্প্রসারিত হয়েছে। এদিকে ২০২২ সালে আইসিটি খাতে ব্যবসা বন্ধ হয়েছে ৫ হাজার ২৭২ টি।

ব্যবসা বান্ধব পরিবেশ, মেধা আকর্ষন ও স্থিতিশীল গন্তব্য হিসেবে সুনামের কারণে উচ্চ জীবনযাপন ব্যয় স্বত্বেও নতুন ব্যবসা চালুর জন্য সিঙ্গাপুর আকর্ষণীয় গন্তব্য বলে মনে করেন সিআইএমবির অর্থনীতিবিদ সং সেং ওন। ২০২৩ সালে ডিজিটাল খাতে অধিক সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এম.

তসরিফার ১১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

নর্দার্ণ কর্পোরেশন লিমিটেড নামে কোম্পানিটির এই পরিচালক ১১ লাখ ১৬ হাজার ২৮৮টি শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন। এই পরিচালকের নামে মোট ১ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৫০টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক ও পাবলিক উভয় মার্কেটে বিক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

ওআইমেক্স ইলেক্ট্রোডের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান ওআইমেক্স ইলেক্ট্রোড লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৫ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৫ টায় রাজধানীর এলিফ্যান্ট রোডে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

স্টকমার্কেটবিডি.কম/বি

আমান ফিডের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবি+’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৪’।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি হিসাব বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম////

‘ডলারের মূল্যবৃদ্ধিতে দেশের লোকসান ৬৫ হাজার কোটি টাকা’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্কিন ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে গত এক বছরে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো ৬৫ হাজার কোটি টাকা লোকসান করেছে বলে জানিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।

রবিবার ঢাকার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘মনিটারি পলিসি ২০২২-২৩’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ১০০ ডলার কিনতে ৮ হাজার ২০০ টাকা খরচ করত, কিন্তু গত ১ বছরে একই পরিমাণ ডলার কিনতে তাদের খরচ হয়েছে ১০ হাজার ৫০০ টাকা। টাকার দরপতনের জন্য করপোরেট হাউজগুলোকে আমেরিকান মুদ্রা কিনতে আরও বেশি খরচ করতে হয়েছে।’

মার্কিন ডলারের বিপরীতে টাকার দরপতনের প্রকৃত সমস্যা গত বছরের জুনে শুরু হওয়ায় চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে স্থানীয় অনেক বড় কোম্পানি ৪০০ কোটি থেকে ৫০০ কোটি টাকা লোকসান করেছে বলে জানান তিনি।

আহসান এইচ মনসুর বলেন, ‘আরও বিপজ্জনক তথ্য হলো মার্কিন ডলারের অস্থির বিনিময় হারের কারণে করপোরেট হাউজগুলো তাদের লাভের ৯০ শতাংশ থেকে ৯৫ শতাংশ হারাচ্ছে৷’

তাছাড়া, অর্থনীতির সঠিক ব্যবস্থাপনার অভাবে গত ১ বছরে বাংলাদেশ আর্থিক অ্যাকাউন্ট থেকে ১৪ বিলিয়ন ডলার হারিয়েছে জানান তিনি।

উদাহরণ হিসেবে তিনি জানান, ২০২০-২১ অর্থবছরে আর্থিক অ্যাকাউন্টে প্রায় ১৩ দশমিক ৭ বিলিয়ন ডলার উদ্বৃত্ত ছিল এবং ২০২০-২১ অর্থবছরে উদ্বৃত্তের পরিমাণ ছিল ১৪ বিলিয়ন কিন্তু ২০২২ সালে কিন্তু গত বছর এই অ্যাকাউন্ট ব্যালেন্স ঋণাত্মক হয়ে গেছে।

ব্যাংকিং ব্যবস্থায় ডলারের ঘাটতির কারণে লেটার অব ক্রেডিট খোলার সময়ও কমে যাওয়ায় অর্থনীতি যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য অবিলম্বে ডলার সংকট সমাধানের পরামর্শ দেন তিনি।

এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক পরিচালিত হারের পরিবর্তে বাজারনির্ভর বিনিময় হার প্রবর্তনেরও পরামর্শ দেন তিনি।

বৈঠকটি সঞ্চালনা করেন আইসিএবির সাবেক সভাপতি হুমায়ুন কবির।

এতে আরও বক্তব্য রাখেন আইসিএবি-এর সিইও শুভাশীষ বোস, দৈনিক সমকালের বিজনেস এডিটর জাকির হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ, আইসিএবির সাবেক সভাপতি জামালউদ্দিন আহমেদসহ আরও অনেকে।

স্টকমার্কেটবিডি.কম///

শিগগিরই চালু হবে ডিজিটাল ব্যাংক : গভর্নর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিগগিরই ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ গভর্নর আব্দুর রউফ তালুকদার।

রবিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন (বিএএ) এবং ইন্ডিয়ান একাউন্টিং এসোসিয়েশন রিসার্চ ফাউন্ডেশন (আইএএআরএফ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

গভর্নর বলেন, মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছি। কেন্দ্রীয় ব্যাংক খুব শিগগিরই ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা করছে। ডিজিটাল ব্যাংকিং হবে স্মার্টফোন এবং ডিভাইসের মাধ্যমে। স্বশরীরে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না।

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে আমরা ক্যাশলেস বাংলাদেশ গড়তে চাই। ইতিমধ্যেই আমরা রাজধানীর কিছু স্থানে নগদ টাকা ছাড়া লেনদেনের ব্যবস্থা করেছি। এছাড়াও অগ্রাধিকার ভিত্তিতে কিছু উপজেলায়ও নগদ টাকা ছাড়া লেনদেনের ব্যবস্থা করা হচ্ছে।

দুই দিনব্যাপী এ সম্মেলনের সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের মেমপিশ ইউভার্সিটির অধ্যাপক ড. জবিহুল্লাহ রাজি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. হামিদ উল্যাহ ভূঁইয়া, ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) প্রেসিডেন্ট আব্দুর রহমান খান।

স্টকমার্কেটবিডি.কম///

এসোসিয়েটেড অক্সিজেনের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হযেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের এই প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৪২ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৪৯ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১৮.৪৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম