ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক রেজওয়ানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

দুদক থেকে বলা হয়, গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের তহবিল থেকে অর্থ আত্মসাতের বিষয়ে দুদকের কাছে অভিযোগ করা হলে আইন ও বিধি মোতাবেক অনুসন্ধান করা হয়। এতে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ বোর্ড সদস্যদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের সত্যতা পাওয়ায় ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বাড়ার তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে বিমাটি।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৪ মে এই শেয়ারটির দর ছিল ৪৮.৭০ টাকা। যা আজ ৩০ মে বেড়ে দাঁড়িয়েছে ৬০.৮০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে লাফার্জ হোলসিম; ২য় ইন্ট্রাকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪৬ কোটি ৬৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ৫৬ লাখ।

নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৪৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ৪০ কোটি ৬৪ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ২৯ কোটি ৬১ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ২৭ কোটি ১৩ লাখ, জেমিনী সী ফুডের ১৯ কোটি ৯৬ লাখ, জে এম আই হসপিটাল রিকুইসিটের ১৮ কোটি ৫৪ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৮ কোটি ৩৮ লাখ ও মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

  1. লাফার্জহোলসিম
  2. ইন্ট্রাকো রিফুয়েলিং
  3. নাভানা ফার্মা
  4. ইউনিক হোটেল
  5. রূপালি লাইফ ইন্সুরেন্স
  6. ইস্টার্ন হাউজিং
  7. জেমিনী সী ফুড
  8. জে এম আই হসপিটাল
  9. বিএসসি
  10. মেঘনা লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকই বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের থেকে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৪৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২০২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৭৬ কোটি ১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১১৭৪ কোটি ৫৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৬টির, আর দর অপরিবর্তিত আছে ১৯৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লাফার্জহোলসিম বাংলাদেশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, নাভানা ফার্মাসিউটিক্যালস, ইউনিক হোটেল এন্ড রিসোর্টে, রূপালি লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, জেমিনী সী ফুড, জে এম আই হসপিটাল রিকুইসিট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৯.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭২১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৫৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ১০৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ১৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ১৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///

এবারের বাজেট ৭ লাখ কোটি টাকা: প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী অর্থ বছরের জন্য এবার ৭ লাখ কোটি টাকার বাজেট দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ মে) গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সরকার প্রধান। সেখানে তিনি এ তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, পয়লা জুন আমরা নতুন বাজেট দিতে যাচ্ছি।

এবার আমরা ৭ লাখ কোটি টাকার বাজেট দিতে সক্ষম হবো।
আওয়ামী লীগ সরকারের সময় ধারাবাহিকভাবে বাজেটের পরিমাণ বৃদ্ধির কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের বাজেট ২০০৬ সালে মাত্র ৬১ হাজার কোটি টাকা ছিল। আজকে সেই (গত অর্থ বছর) বাজেট আমরা ৬ লাখ কোটি টাকায় উন্নীত করেছি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, যেকোনো উন্নয়নের জন্য দরকার একটি পরিকল্পনা।

সেটা আমাদের রয়েছে। আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন থেকেই এই পরিকল্পনা করি। ২০০৭ সালে আমি যখন জেলে যাই সেই সময়টা নষ্ট করিনি। আমি লিখে রেখেছিলাম, সরকারে গেলে কী করব।

২০২১ সালে বাংলাদেশকে একটি পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলাম। আমরা ২০২১ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে ‍উন্নত সমৃদ্ধশালী দেশ।

স্টকমার্কেটবিডি.কম///

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ জুন থেকে। প্রথম দিনে ২৪ জুনের টিকিট দেওয়া হবে। আর সর্বশেষ ১৮ জুনে দেওয়া হবে ২৮ জুনের টিকিট।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রেলভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহায় ঈদের বিশেষ ট্রেন চলবে আটটি। এসব ট্রেনের টিকিট শুধু অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনের মোট ২৯ হাজার আসন হবে।

তিনি বলেন, ঈদের ফিরতি টিকিট দেওয়া হবে ২২ জুন থেকে। সেদিন কাটা যাবে ২ জুলাইয়ের টিকিট। ২৬ জুন পর্যন্ত কাটতে পারবে ফিরতি টিকিট। সেদিন দেওয়া হবে ৬ জুলাইয়ের অগ্রিম টিকিট।

স্টকমার্কেটবিডি.কম////

কাল শুরু হচ্ছে বাজেট অধিবেশন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

একাদশ জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হবে আগামীকাল বুধবার (৩১ মে)। এদিন বিকেল ৫টায় চলতি সংসদের ২৩তম অধিবেশন শুরু হবে। গত ১৪ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ মে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনে আগামী ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম///

ঋণ দেওয়ার আগেই অডিট করবে আর্থিক প্রতিষ্ঠান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

এখন থেকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের এক কোটি টাকা ও তার বেশি অংকের ঋণ বিতরণের আগেই প্রাক-নিরীক্ষা করতে হবে। ঋণ বিতরণের পর যথাযথ ব্যবহারসহ সার্বিক বিষয় তদারকির জন্য নিজস্ব ড্যাশবোর্ড করতে হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত নির্দেশনা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। আর্থিক প্রতিষ্ঠানের ঋণে অনিয়ম ঠেকাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ঋণের গুণগত মান ঠিক রাখতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালনের জন্য একটি নিয়মিত অডিট কমিটি গঠনের নির্দেশনা রয়েছে। এছাড়া বিভিন্ন নির্দেশনার মাধ্যমে নিরীক্ষা কমিটির দায়িত্ব ও কর্তব্য, সাংগঠনিক কাঠামো, সদস্য হওয়ার যোগ্যতা বিষয়ে নির্দেশনা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার অস্বাভাবিক বেড়ে যাওয়া, যথাযথভাবে আদায় না হওয়ার ফলে তারল্য প্রবাহ কমার কারণ পর্যালোচনা করা হয়।

এক্ষেত্রে নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করে পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ, একক গ্রাহককে সীমার বেশি ঋণ, ঋণ বিতরণের আগে যথাযথ ডকুমেন্টেশন না করা ও ঋণের সদ্ব্যবহার নিশ্চিত না করার বিষয়টি উঠে এসেছে।

স্টকমার্কেটবিডি.কম////

বেশি দরে ডলার কিনলে দায়ী হবেন কর্মকর্তারা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে ঘোষণার চেয়ে এখনও বাড়তি দরে ডলার কিনছে কিছু ব্যাংক। ১০৮ টাকা ঘোষণা দিলেও ১১১ টাকা পর্যন্ত দরে বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে প্রতি ডলার কিনছে তারা। এ ধরনের সাতটি ব্যাংক চিহ্নিত করে তাদের রেমিট্যান্স কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিদেশি মানি রেমিটার কোম্পানির প্রতিনিধিদেরও সেখানে ডাকা হয়। আগামীতে কোনো ব্যাংক বাড়তি দরে ডলার কিনলে সরাসরি দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২১ মে বিএফআইইউর সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বাড়তি দরে ডলার কেনা ব্যাংকগুলোর মধ্যে রাষ্ট্রীয় মালিকানার একটি এবং বেসরকারি খাতের ছয়টি ব্যাংকের রেমিট্যান্স সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডাকা হয়েছিল। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে দুটি ইসলামী ধারার। পাশাপাশি মানিগ্রাম, ওয়েস্টার্ন ইউনিয়নের মতো মানি রেমিটার কোম্পানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দুই পক্ষকে মুখোমুখি করে বাড়তি দরে ডলার কেনার কারণ জানতে চাওয়া হয়। বাড়তি ব্যবসার জন্যই এসব ব্যাংক বাড়তি দরে কেনার বিষয়টি আলোচনায় উঠে আসে।

সংশ্লিষ্টরা জানান, এক্সচেঞ্জ হাউস থেকে অভিন্ন দর দেওয়ার কথা থাকলেও কয়েকটি ব্যাংক তা মানছে না। অনৈতিকভাবে বাড়তি দর দেওয়ায় অন্য ব্যাঙ্ক অসম প্রতিযোগিতায় পড়ছে। সাধারণভাবে ব্যাংকগুলো বাড়তি দরে কেনার বিষয়টির দায় মানি রেমিটার কোম্পানির ওপর চাপিয়ে থাকে। যে কারণে দুই পক্ষকে একসঙ্গে ডাকা হয়।

এর আগে গত ২ এপ্রিল বাড়তি দরে ডলার কেনার বিষয়ে ১১টি ব্যাংকের এমডিকে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক। সূত্র : সমকাল

স্টকমার্কেটবিডি.কম/এম