প্রগতি ইন্স্যুরেন্স ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে।

প্রগতি ইন্স্যুরেন্সের পরিচালনা বোর্ড ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১৪ আগস্ট) প্রগতি ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের ৩১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৪ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবিত ব্যাংকের নাম হবে প্রগতি ডিজিটাল ব্যাংক পিএলসি (Pragati Digital Bank PLC)। এর পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে প্রগতি ইন্স্যুরেন্স। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম//

রিটার্ন দাখিল করা যাবে যেকোনো সময়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শুধু ৩০ নভেম্বর পর্যন্ত নয়, তার পরেও যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘রিটার্ন জমা বন্ধ ৩০ নভেম্বরের পর, আয়কর আইনে আরও যেসব কঠোর বিধান’ সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে এই চিঠি দেওয়া হয়।

এনবিআরের চিঠিতে বলা হয়েছে, ওই সংবাদে সাধারণ করদাতাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এতে অসম্পূর্ণ এবং অসঙ্গতিপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, ‘আগামী ৩০ নভেম্বরের পরে আপনি চাইলেও আর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন না।’ আয়কর আইন, ২০২৩ এ এই ধরনের কোনো প্রকার বিধানের অস্তিত্ব নেই। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী যেকোনো করদাতা যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। ধারা ১৭১ অনুযায়ী প্রত্যেক করদাতাকে কর্মদিবসের ৩০ নভেম্বরের মধ্যে বা এর পূর্বে রিটার্ন দাখিলের বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধের বিধান রয়েছে। তবে, কোনো করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তিনি কর দিবস পরবর্তী যেকোনো সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন এবং ধারা ১৭৪ অনুযায়ী কর পরিশোধ করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম//

সুকুক অর্থে বেক্সিমকোর দুই প্রকল্প উৎপাদনে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সুকুক (শরিয়াহ ভিত্তিক বন্ড) ছেড়ে উত্তোলন করা অর্থ দিয়ে স্থাপিত বেক্সিমকোর দুই প্রকল্প বাণিজ্যক উৎপাদন শুরু করেছে। এ দুই প্রকল্পে সুকুকের আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। আর তৃতীয় প্রকল্পটি নির্মাণাধীন রয়েছে।

সোমবার (১৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ২০২১ সালে সুকুক ইস্যু করে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করে। ওই টাকা কোম্পানির দুটি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করার কথা। কোম্পানি দুটি হচ্ছে-তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেড। এছাড়া সংগৃহীত অর্থের একাংশ বস্ত্র খাতের বিভিন্ন ইউনিটের উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য বিনিয়োগ করার কথা জানিয়েছিল কোম্পানিটি।

গত ৮ জানুয়ারি থেকে তিস্তা সোলার থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। গত ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। প্রকল্পটিতে ১ হাজার ৮৮১ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এর উৎপাদনক্ষমতা ২০০ মেগাওয়াট।

স্টকমার্কেটবিডি.কম//

আগস্টে প্রবাসী আয় কমার সম্ভাবনা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডলার সংকট থেকে উত্তরণের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারত প্রবাসী আয় বা রেমিট্যান্স। কিন্তু বেশি লাভের আশায় হুন্ডির মাধ্যমে অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় সরকারের রেমিট্যান্স আহরণ কমছে। যদিও সরকার কয়েক দফা রেমিট্যান্সে ডলারের দাম বৃদ্ধি করেছে। পাশাপাশি প্রবাসী আয়ে প্রণোদনাও দেওয়া হচ্ছে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টের প্রথম ১১ দিনে দেশে বৈধভাবে ৬৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা দেশীয় মুদ্রায় ৭ হাজার ৫৭৪ কোটি ৪১ লাখ টাকা। প্রতি ডলার ১০৯ টাকা ধরে। আর গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৩১ লাখ ডলার বা ৬৯০ কোটি টাকা।

গেল জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। সে হিসাবে গড়ে প্রতিদিন ৬ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলার এসেছিল। অর্থাৎ চলতি আগস্ট মাসের তুলনায় গেল মাসে গড়ে প্রতিদিন রেমিট্যান্স আহরণের পরিমাণ বেশি ছিল।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অর্থনীতিবিদরা বলছেন, চলতি মাসে রেমিট্যান্স আহরণের যে ধারা দেখা যাচ্ছে এতে জুলাই মাসের তুলনায় রেমিট্যান্স প্রবাহ কমে যেতে পারে। হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানো বন্ধ করতে না পারলে প্রবাসী আয় ডলার সংকট কাটাতে কার্যকর ভূমিকা রাখতে পারবে না।

২০২২-২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। এটি এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে করোনাকালে ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ২ হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।

সদ্য বিদায়ি ২০২২-২৩ অর্থবছরে প্রথম দুই মাসে ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। গত অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার এসেছিল। টানা পাঁচ মাস ২ বিলিয়ন ডলারের মাইলফলকে আর যেতে পারেনি। পরে ২০২৩ সালের মার্চে এসেছিল ২০২ কোটি ২৪ লাখ ডলার, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ এবং মে মাসে ১৬৯ কোটি ডলার আসে। সবশেষ ঈদুল আজহাকে কেন্দ্র করে জুন মাসে আসে ২১৯ কোটি ৯০ লাখ ডলার।

স্টকমার্কেটবিডি.কম///

রুপি বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে গেইম চেঞ্জার হতে পারে: রাজীব রঞ্জন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতের রুপিতে বাণিজ্য নিষ্পত্তির প্রক্রিয়াটি ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

রবিবার রাতে নগরীর পেনিনসুলা হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

রুপিতে বাণিজ্যে সচেতনতা বৃদ্ধি এবং যুগান্তকারী এই উদ্যোগ সম্পর্কে আরও ভালোভাবে বোঝানোর লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশন।

অনুষ্ঠানে এই উদ্যোগের মূল অংশিজন- বাংলাদেশ ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ডা. রাজীব রঞ্জন আশা প্রকাশ করেন, ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির এই প্রক্রিয়াটি ভারত-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হতে পারে। তিনি চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দকে এগিয়ে আসতে এবং ২ দেশের মধ্যে বাণিজ্য প্রবাহ বাড়াতে এই প্রক্রিয়াটি ব্যবহারের আহ্বান জানান।

এই উদ্যোগের সুবিধাগুলো গণনার সময় উল্লেখ করে রাজীব রঞ্জন অনুরোধ করেন যে, আমাদের তাড়াতাড়ি উপসংহারে পৌঁছানো উচিত নয় বরং আমাদের এই প্রক্রিয়াটিকে স্থায়ী হওয়ার জন্য কিছু সময় দেওয়া উচিত।

কর্মশালায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশ অপারেশন প্রধান অমিত কুমার মূল প্রবন্ধ উপস্থাপন করে এবং আলোচকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. বদিউজ্জামান দিদার, ইবিএল ব্যাংকের অতিরিক্ত এমডি মো. আহমেদ শাহীন, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার সাইফুল আজিজ।

এ ছাড়া চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজ, সহসভাপতি রাইসা মাহবুব আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. তানভীর, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, কেএসআরএম এর ডিএমডি মো. শাহারিয়ার রাহাতসহ চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

স্ট্যান্ডার্ড সিরামিকসের বোর্ড সভা পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৯ আগষ্ট এই বোর্ড সভাটির দিন পূণ:নির্ধারণ করা হয়েছে। এর আগে বোর্ড সভাটি আহবান করেও তা স্থগিত করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশের সক্ষমতা দেখালো ওয়ালটন: পরিকল্পনামন্ত্রী

এটিএস এক্সপোতে ওয়ালটনের উৎপাদিত ই-বাইকে বসে উচ্ছ্বসিত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওয়ালটন আয়োজিত দেশের প্রথম একক শিল্পমেলা ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩’ এর পর্দা নামলো। দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠানের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের এই একক শিল্পমেলা। সার্বিকভাবে সফল হয়েছে এটিএস এক্সপো।

শনিবার (১২ আগস্ট, ২০২৩) বিকেলে রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় হল-১ এ আয়োজিত ‘এটিএস এক্সপো-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে এই তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান ওয়ালটন।

এটিএস এক্সপো’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি’র এক্সিকিউটিভ চেয়ারম্যান শায়েখ ইউসুফ হারুন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ফায়েজুল আমীন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক তাহমিনা আফরোজ তান্না, শাহরিয়ার আলম শুভ ও ফারিহা আলম প্রভা, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ। সঞ্চালনায় ছিলেন কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

সমাপনী অনুষ্ঠানে ভারতের পশ্চিম বাংলার ইলেকট্রনিক্স পণ্য বিপণন প্রতিষ্ঠান ‘সুস্মিতা ইলেকট্রনিক্স প্রাইভেট লিঃ,’ গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হুন্দাই এর অথোরাইজড লাইসেন্সড প্রতিষ্ঠান ‘গোল্ডেনআর্ক কনজ্যুমার ইলেকট্রনিক্স প্রাইভেট লিঃ’সহ ‘গোল্ডস্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রিজ’ এবং ভানু ইলেকট্রিক্যাল প্রোপারটিজের সঙ্গে ওয়ালটনের ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়।

এটিএস এক্সপো’র সমাপনী দিনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় তিনি ওয়ালটনের অ্যাডভান্ডস টেকনোলজি, মেশিনারিজ, ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস ও পণ্য দেখে অভিভূত হন।

ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ বলেন, প্রথমবারের মতো আয়োজিত এটিএস এক্সপোতে দেশি-বিদেশি প্রতিষ্ঠান থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। প্রতিবছর যদি এই ধরণের শিল্পমেলা আয়োজন করতে পারি, তবে দেশীয় শিল্পোদ্যাক্তাদের ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস এর জন্য বিদেশের মেলাগুলোতে আর যেতে হবে না। এক্ষেত্রে আমরা তথা বাংলাদেশ এখন যথেষ্ট স্বাবলম্বী। কোরিয়া, জাপানকে আমরা চিনেছি কয়েকটি ব্র্যান্ডের মাধ্যমে। অচিরেই বিশ্ব ওয়ালটন পণ্যের মাধ্যমে বাংলাদেশকে চিনবে।

স্টকমার্কেটবিডি.কম////

এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের ট্রাষ্ট্রি সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ মি. ফান্ডের ট্রাষ্ট্রি আজ ১৪ আগষ্ট অনুষ্ঠিত হবে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ বেলা ৩:১০ টায় রাজধানীর গুলশানে নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এ বোর্ড সভায় ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ফান্ডটি। গত বছর ফান্ডটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম///