ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৬৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৯৩ লাখ টাকা। গত বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪২২ কোটি ৩০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২০টির আর দর অপরিবর্তিত আছে ১৪৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, জেমিনী সী ফুড, ফু-ওয়াং ফুডস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, এ্যাপেক্স ফুডস, লাফার্জহোলসিম বাংলাদেশ ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৯.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৬০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৭২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ১০ লাখ টাকা। গত বুধবার সেখানে লেনদেন হয়েছে ৫০ কোটি ৮৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইস্টার্ন ব্যাংক ও ডেফোডিল কম্পিউটারস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ভারতের পেঁয়াজ রপ্তানিতে শুল্ক, ব্যবসা বর্জন অব্যাহত থাকবে নাসিকে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলা পেঁয়াজ ব্যবসায়ী সমিতি পেঁয়াজ ব্যবসা বর্জনের সিদ্ধান্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। তারা বলেছে, সংগঠনের দাবি অনুসারে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ রপ্তানি শুল্ক থাকলে তারা পেঁয়াজ ব্যবসা করবে না। কৃষিপণ্য বিপণন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

সংগঠনের অন্যান্য দাবি হলো ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল কো–অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (নাফেদ) ও ন্যাশনাল কো–অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন (এনসিএফএফ) যেন পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি করতে না পারে। খবর ইকোনমিক টাইমসের।

ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পিযুশ গয়ালের নেতৃত্বে দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবসায়ীদের উত্থাপিত দাবি আমলে নিতে ব্যর্থ হওয়ার পর পেঁয়াজ ব্যবসায়ী সমিতি পিম্পলগাঁওয়ে এক জরুরি বৈঠক করেন। সেখানেই তাঁরা পরবর্তী কৌশল নির্ধারণ করেন।

পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সভাপতি খান্দু দোরে বলেন, ‘এ সমস্যার সমাধান সরকারের হাতে না থাকলে আমাদের কিছুই বলার নেই। বাজার থেকে আমরা মুনাফা না পেলে কৃষকদের মূল্য পরিশোধ করতে পারব না। সে কারণে আমরা ব্যবসা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।’ তাঁদের সমিতি ২০ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ ব্যবসা বয়কট করে আসছে।

তবে বয়কটের আহ্বান জানানোর আট দিন পর ভিঞ্চুরের কৃষিপণ্য ব্যবসায়ী সমিতি বৃহস্পতিবার পেঁয়াজের নিলামে অংশ নেয়। তবে জেলার অন্যান্য ১৪টি কমিটি এখনো নিলাম বয়কটের সিদ্ধান্তে অটল আছে।

গত আগস্ট মাসে ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর এই শুল্ক বহাল থাকবে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নাসিকের পেঁয়াজ ব্যবসায়ীরা শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন।

স্টকমার্কেটবিডি.কম////

মুন্নু এগ্রোর বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের সর্বশেষ বাৎসরিক বোর্ড সভা আগামী ১০ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বিকেল ৫টায় রাজধানীর ওয়ারীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

সর্বশেষ ২০২২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ইনটেকের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আজ ১ অক্টোবর সন্ধ্যা ৬টায় রাজধানীর পল্টনে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে আরও ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাইকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে আরও ১৫০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে জাপান সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা–জাইকা। গতকাল শনিবার এ বিষয়ে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং জাপান সরকারের পক্ষে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইউয়োমা কিমিনোরি ও জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তুমোহিদে ঋণচুক্তিতে সই করেন। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রকল্পটির নির্মাণকাজে ইতোপূর্বে ৬টি পর্যায়ে মোট ৪৩ হাজার ৭৭৫ কোটি ইয়েন ঋণ সহায়তা দিয়েছে জাইকা। গতকালের চুক্তিটি ছিল সপ্তম পর্যায়ের ঋণ নিয়ে। এ পর্যায়ে দেওয়া হচ্ছে ২১ হাজার ৭৫৫ কোটি ইয়েন বা ১৫০ কোটি ডলার।

গত ২০১৪ সাল থেকে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকায় ১ হাজার ২০০ মেগাওয়াটের কয়লা বিদ্যুতকেন্দ্র স্থাপনের কাজ চলছে। প্রকল্পের মোট ব্যয় ৫১ হাজার ৮৫৫ কোটি টাকা। এর মধ্যে ৪৩ হাজার ৯২১ কোটি টাকা ঋণ দিচ্ছে জাইকা। ৬ হাজার ৪০৬ কোটি টাকা সরকারের নিজস্ব জোগান এবং ১ হাজার ৫২৮ কোটি টাকা বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ (সিপিজিসিবিএল) ব্যয় করবে ।

জাইকার ঋণে সুদ নির্ধারণ করা হয়েছে বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন হারে। ইআরডির এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নির্মাণকাজের জন্য সুদ ধরা হয়েছে ১ দশমিক ৬০ শতাংশ, পরামর্শক সেবার জন্য শূন্য দশমিক ১০ ও শূন্য দশমিক ২ শতাংশ হারে প্রতিশ্রুতি ফি নির্ধারণ করা হয়েছে। ১০ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে এ ঋণ পরিশোধ করা যাবে। আগামী ২০২৬ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। গেল আগস্ট পর্যন্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৭৮ দশমিক ৩০ শতাংশ। আর্থিক অগ্রগতি ৬৫ দশমিক ১৪ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম///

উসমানিয়া গ্লাসের কারখানা পরিদর্শন করেছে ডিএসই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে ২৬ সেপ্টেম্বর কোম্পানিটির কারখানা পরিদর্শন করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইর প্রতিনিধি দল দেখে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের কারখানাটির উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ।

স্টকমার্কেটবিডি.কম////

আল-আরাফাহ্‌ ব্যাংকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেডের স্পন্সর পরিচালক তার ছেলে কে শেয়ার হস্তান্তর করার ঘোষণা করেছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মীর আহমেদ তার নামে ব্যাংকটির এই স্পন্সর পরিচালকের হাতে থাকা ৫২ লক্ষ ১৭ হাজার ৫৯৪টি শেয়ার তার ছেলে মোহাম্মদ আবদুস সালাম কে প্রদান করবেন।

এসব শেয়ার তিনি তার সন্তানকে কে আগামী ৩০ দিনের মধ্যে উপহার হিসাবে হস্তান্তর করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

আবারো ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেটার মিরাজ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এবং ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টানা তৃতীয় বারের মতো ওয়ালটনের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগামি দুই বছরের জন্য তরুণ এই ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে দেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স খাতের শীর্ষ প্রতিষ্ঠান ‘ওয়ালটন’। এর আগে ২০১৫ সালে মিরাজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক থাকার সময় দুই বছরের জন্য ওয়ালটনের ‘ইয়ুথ অ্যাম্বাসেডর’ হয়েছিলেন।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে মিরাজ ও ওয়ালটনের মধ্যকার এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন মেহেদী হাসান মিরাজ ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নজরুল ইসলাম সরকার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, মো. শাহজালাল হোসেন লিমন, মো. মাহমুদুল ইসলাম ও দিদারুল আলম খান (চিফ মার্কেটিং অফিসার), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন এবং পাওয়ার প্লে কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নিয়ামুর রহমান পলাশ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটনের ডিএমডি নজরুল ইসলাম সরকার বলেন, ‘ক্রিকেটসহ দেশের অন্যান্য খেলাধূলায় সর্বদা পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। জাতীয় ক্রিকেট দল যেমন বিশ্বজুড়ে বাংলাদেশের ব্র্যান্ডিং করছে, তেমনি ওয়ালটনও বিশ্ব প্রযুক্তি পণ্য খাতে বাংলাদেশকে ব্র্যান্ডিং করছে। মিরাজ বাংলাদেশ ক্রিকেট দলের অত্যন্ত প্রতিভাবান ও অন্যতম অলরাউন্ডার। তার মতো মেধাবী অলরাউন্ডার ক্রিকেটারকে ৩য় বারের মতো ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

অনুষ্ঠানে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘ক্রিকেটের পৃষ্ঠপোষকতায় ওয়ালটন বরাবরই এগিয়ে। দেশের সর্বস্তরের খেলাধূলা এবং খেলোয়াড়দেরও পৃষ্ঠপোষকতা দিচ্ছে ওয়ালটন। অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় যখন আমার তেমন পরিচিতি ছিল না, তখন ওয়ালটন আমাকে ইয়ুথ অ্যাম্বাসেডর করেছে। এরপর টানা তিনবার আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর-এর মর্যাদা দিল ওয়ালটন। এটা আমার জন্য অনেক বড় সম্মানের। দেশের শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন পরিবারের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত। দেশ-বিদেশে ওয়ালটনকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি ওয়ালটনের ব্র্র্যান্ড ইমেজকে আরও বৃদ্ধি করতে আমি সর্বদা সচেষ্ট থাকবো।’

স্টকমার্কেটবিডি.কম/বি

 

বেনাপোল দিয়ে ২০১ টন পেঁয়াজ আমদানি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ২০১ টন পেঁয়াজ আমদানি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বেনাপোল বন্দরের ডাইরেক্টর আব্দুল জলিল জানান, শনিবার সন্ধ্যায় আমদানি হওয়া এই পেঁয়াজ রাতেই বন্দর থেকে খালাস করে দেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, খাওয়ার উপযুক্ত হওয়ায় বন্দর থেকে পেঁয়াজের ছাড়পত্র দেওয়া হয়েছে। দ্রুত খালাসের জন্য সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দর থেকে দ্রুত পেঁয়াজ ছাড় করতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

নানা কারণে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় এর বাজার মূল্য ঊর্ধ্বমুখী। সরকারিভাবে পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমতে পারে বলে মনে করছেন বিক্রেতারা।

বেনাপোল বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা শাহানুর রহমান বলেন, ‘খোলা বাজারে এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি হলেও সরবরাহ কম থাকায় বর্তমানে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সরকার পেঁয়াজ আমদানি করলে বাজারে দাম কমতে পারে।’

গত বছর বেনাপোল বন্দর দিয়ে টিসিবি ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিল। তখন পেঁয়াজের আমদানি খরচ পড়েছিল ৪০ টাকা প্রতিকেজি।

আজ দেশে আসা চালানের প্রতি কেজি পেঁয়াজ আমদানির খরচ ৫৫ টাকা হলেও সরকার ভর্তুকি দিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের মানুষের কাছে বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/////

৩ দিনে দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে স্বর্ণের দাম আগের চেয়ে ১.৭৪ শতাংশ কমেছে। আগামীকাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৯৮ হাজার ২১০ টাকা, যা আজ পর্যন্ত ছিল ৯৯ হাজার ৯৬০ টাকা।

গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে ৩ দিন পর দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমল।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক মাসের বেশি সময় ধরে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম এক লাখ টাকার ওপরে ছিল, আগামীকাল দ্বিতীয় দফায় দাম কমার মাধ্যমে যা ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বা ৩ শতাংশ কমছে।

স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দর কমায় দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা থেকে কমিয়ে স্বর্ণের দাম ৯৯ হাজার ৯৬০ টাকা করে বাজুস।

২০ জুলাই দেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৭৭৬ টাকায় পৌঁছায়।

স্টকমার্কেটবিডি.কম/////