ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র অবস্থা দেখা গিয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে  লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৬২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৩৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫০ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৯৭ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৫টির আর দর অপরিবর্তিত আছে ১৬৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, লাফার্জহোলসিম বাংলাদেশ, দেশবন্ধু পলিমার, রিপাবলিক ইন্সুরেন্স, ফু-ওয়াং ফুডস, এইচ আর টেক্সটাইল, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এ্যাপেক্স ফুডস ও ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৫১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৫০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও ব্যাংক এশিয়া লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

লিন্ডে বিডির একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি লিন্ডে বিডি লিমিটেডকে একীভূতকরণের অনুমতি দিয়েছেন হাইকোর্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এর অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররাও।

সূত্র জানায়, এর আগে কোম্পানিটি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে দুই কোম্পানির একীভূতকরণের বিষয়ে সম্মতি পেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারে আসছে টেকনো ড্রাগস : রোড শো ১৪ অক্টোবর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে টেকনো ড্রাগস লিমিটেড।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আইন অনুযায়ী, বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসতে হলে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে বিভিন্ন তথ্য আগে জানাতে হয়। ফলে কোম্পানিটি তাদের আর্থিক চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন তথ্য বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে আগামী ১৪ অক্টোবর রোড শো’র আয়োজন করবে। রাজধানীর হোটেল একাত্তরে এই রোড শো অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্টফোলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন।

টেকনো ড্রাগসের আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড। আর বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানিটির রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুয়ারের দায়িত্ব পালন করবে।

স্টকমার্কেটবিডি.কম////

ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের হেড অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অফিস ও রেজিস্টার অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির হেড অফিস ও রেজিস্টার অফিস রাজধানীর আর কে মিশন রোডে লিলিপন্ড সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

তবে কোম্পানিটির হেড অফিস ও রেজিস্টার অফিস আগের ঠিকানায়ই থাকবে।

স্টকমার্কেটবিডি.কম///

নগদ লভ্যাংশ পাঠিয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ ব্যাংক হিসাবে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিমাটির নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরে বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম///

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার ক্রয় বিক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের দুই উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির পরিচালক অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড ২১ লাখ ৩৬ হাজার ৩০০টি শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঘোষণার সময় কোম্পানিটির হাতে ১ কোটি ৪ লাখ ৯৯ হাজার ৪১০টি শেয়ার রয়েছে।

অপরদিকে, ব্যাংকের আরেক পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী ২১ লাখ ৩৬ হাজার ৩০০টি শেয়ার ক্রয় ঘোষণা দিয়েছেন।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্লক মার্কেটে তারা এসব শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম///

১৪ বছর বয়সীরাও খুলতে পারবে এমএফএস হিসাব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

এখন থেকে ১৪ বছর বয়সীরাও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট খুলতে পারবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এমএফএস হিসাব খুলে লেনদেন করতে পারবে তারা। কিশোর-কিশোরীদের এই সেবা নেওয়ার সুযোগ দিয়ে গতকাল মঙ্গলবার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এমএফএস হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেন সেবা। মোবাইল নম্বরের বিপরীতে অর্থ লেনদেনের জন্য যে অ্যাকাউন্ট খোলা হয়, তাই এমএফএস হিসাব। এতদিন শুধু ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা এমএফএস অ্যাকাউন্ট খুলে এই সেবা নিতে পারতেন।

গতকাল বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, ১৪ থেকে ১৮ বছর বয়সীদের এমএফএস হিসাবে তাদের অভিভাবকের এমএফএস হিসাব, ব্যাংক হিসাব, কার্ড বা ই-ওয়ালেট থেকে প্রতি মাসে সর্বোচ্চ ১০ বারে ৩০ হাজার টাকা ক্যাশ ইন বা এড মানি, অর্থাৎ টাকা জমা করা যাবে। এক দিনে সর্বোচ্চ পাঁচবারে জমা করা যাবে পাঁচ হাজার টাকা।

অ্যাকাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, ১৪ থেকে ১৮ বছর বয়সী নবীনদের এমএফএস হিসাব খোলার সময় হিসাব আগ্রহীদের জন্মসনদ ও অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর এন্ট্রি করতে হবে। অভিভাবকের এমএফএস হিসাব বাধ্যতামূলকভাবে লিঙ্কড এমএফএস অ্যাকাউন্ট হিসেবে ব্যবহৃত হবে।

সার্কুলারে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে ‘স্মার্ট’ বাংলাদেশ গড়ে তোলার কৌশল হিসেবে দেশের সব জনগোষ্ঠীকে ডিজিটাল পেমেন্টে ইকোসিস্টেমে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রচলিত আর্থিক ব্যবস্থার সঙ্গে পরিচিতিকরণের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির প্রসার বাড়ানোর লক্ষ্যে ১৪ থেকে ১৮ বছর বয়সী নবীনদের এমএমএফ অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হলে বিপুলসংখ্যক ডিজিটাল পেমেন্টে সিস্টেমস ব্যবহারকারীকে নিয়ন্ত্রিত পেমেন্ট ইকোসিস্টেমে সংযুক্তি করা সম্ভব হবে।

স্টকমার্কেটবিডি.কম//////

তেলের দাম কমার খবরটি গুজব, স্থিতিশীল আছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

তেলের দাম কমানোর খবরটিকে গুজব হিসেবে আখ্যায়িত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তেলের দাম বাড়েওনি, কমেওনি। দাম স্থিতিশীল আছে।

মঙ্গলবার (০৩ অক্টোবর) রাতে এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, তেলের দাম বাড়েওনি, কমেওনি।‌ যে রকম ছিল সেই রকমই আছে। তবে কমিশনের ক্ষেত্রে, যারা আমাদের ক্যারিয়ার, যারা তেল বহন করে, তাদের কমিশনের ক্ষেত্রে একটা ফর্মুলা দেওয়া হয়েছে, সেটাই।‌

তিনি বলেন, অনেকে গেজেটের প্রথম অংশটা দিয়ে বলছে, তেলের দাম কমেছে। দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে যে ট্যাক্স যোগ হয়েছে, সেটা আর দেখাচ্ছে না।

নসরুল হামিদ বলেন, আমার মনে হয় এই ধরনের গুজবে কান না দেওয়া ভালো। মন্ত্রণালয় থেকে যেভাবে গেজেট হয়েছে, বিপিসির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। তিনি আরও বলেন, এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। তেলের দাম বাড়েওনি, কমেওনি। সব ধরনের তেলের দাম স্থিতিশীল আছে‌।

পেট্রোল পাম্প মালিকদের কমিশন সংক্রান্ত প্রজ্ঞাপনের স্ক্রিনশট নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

স্টকমার্কেটবিডি.কম//////

এক্সিম ব্যাংকের সাড়ে ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৭ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জুবায়ের কবির নামে এক উদ্দ্যোক্তা পরিচালক ব্যাংকটির ৭ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে কোম্পানিটির ৬২ লাখ ৮২ হাজার ৬০০টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর অগামী ৩১ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

প্রগতি লাইফের পরিচালকদের শেয়ার ক্রয় বিক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের চার উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিমাটির পরিচালক এ এস এম মহিউদ্দিন, মো: শফিউর রহমান ও সেলিম রহমান যথাক্রমে ৫০ হাজার, ২০ হাজার এবং ১ লাখ ২৫ হাজার ৯০৬টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

অপরদিকে, বিমার আরেক পরিচালক একেএম রফিকুল ইসলাম ১ লাখ ৯৫ হাজার ৯০৬টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্লক মার্কেটে তারা এসব শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম///