লভ্যাংশ কম দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামী ১ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, শেফার্ড ইন্ডাস্ট্রিজ গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা আগের বছর ছিল ১০ শতাংশ।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে সী পার্লস; ২য় বিডি থাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্লস রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৮ লাখ টাকা।

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশনের ২৫ কোটি ৩ লাখ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ২২ কোটি ৫০ লাখ, অলিম্পিক এক্সেসরিজের ২২ কোটি ২০ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ১৭ কোটি ৪৮ লাখ, এমারেল্ড ওয়েলের ১৫ কোটি ৬ লাখ, সেন্ট্রাল ফার্মার ১২ কোটি ২৫ লাখ ও জিএলডিএনজে মি. ফান্ডের ১১ কোটি ৬৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ওয়ালটন হাইটেকের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩ মাস পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম///

  1. সী পার্লস রিসোর্ট
  2. বিডি থাই এলুমিনিয়াম
  3. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  4. ওরিয়ন ইনফিউশন
  5. খুলনা প্রিন্টিং
  6. অলিম্পিক এক্সেসরিজ
  7. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  8. এমারেল্ড ওয়েল
  9. সেন্ট্রাল ফার্মা
  10. জিএলডিএনজে মি. ফান্ড।

দিনশেষে সূচকের মিশাবস্থায় বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের মিশাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক সামান্য কমলেও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৪৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৬১ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৮৩ কোটি ৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭২টির আর অপরিবর্তিত আছে ১৮২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, বিডি থাই এলুমিনিয়াম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, অলিম্পিক এক্সেসরিজ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, এমারেল্ড ওয়েল, সেন্ট্রাল ফার্মা ও জিএলডিএনজে মি. ফান্ড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫১৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৫৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন ও ইয়াকিন পলিমার।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

রিন সাইন টেক্সটাইলের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি রিন সাইন টেক্সটাইল লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ওয়াসো ক্রেডিট রেটিং লিমিটেড। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবিবি+’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৪’।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ওয়াসো ক্রেডিট রেটিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///

৬ জানুয়ারি থেকে মেট্রোরেল রাত ৮টা পর্যন্ত চলবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

উত্তরা-মতিঝিল রুটে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এই রুটে যাত্রী চাহিদা থাকায় আগামী ৬ জানুয়ারি থেকে রাত ৮টা পর্যন্ত বাণিজ্যিক এলাকা মতিঝিলে মেট্রোরেল চলাচল করতে পারে।

বুধবার রাতে ডিএমটিসিএলের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, মেট্রোরেলের সর্বশেষ ট্রিপ রাত ৮টায় মতিঝিল স্টেশন থেকে ছাড়বে বলে একটি সিদ্ধান্ত প্রাথমিকভাবে হয়েছে। জনবল ও আনুষঙ্গিক সবকিছু ম্যানেজ হলে আগামী ৬ জানুয়ারি থেকে এটি কার্যকর হতে পারে।

মেট্রোরেলের জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার সময় ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় একটি ব্রিফিং ডেকেছেন। তবে কী নিয়ে ব্রিফিং হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

স্টকমার্কেটবিডি.কম/////

বিশ্ব বাজারে ফের বাড়ল জ্বালানী তেলের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জেরে বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বাড়ল।

বৃহস্পতিবার প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুড তেলের দাম বেড়েছে ২০ সেন্ট। এই তেল এখন বিক্রি হচ্ছে ৭৯ দশমিক ৮৫ ডলারে। সে হিসেবে দাম বেড়েছে ০.৩ শতাংশ। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম বেড়েছে ২৪ সেন্ট। বর্তমানে এই তেল বিক্রি হচ্ছে ৭৪ দশমিক ৩৫ ডলারে। এই তেলের দামও বেড়েছে ০.৩ শতাংশ।

এদিকে, বড় শিপিং কোম্পানিগুলো লোহিত সাগরে ফেরার কথা জানালে আগের দিন বুধবার তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছিল।

উল্লেখ্য, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে থেকে এশিয়ার দেশগুলোতে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলের অন্যতম ব্যস্ত রুট লোহিত সাগর। সম্প্রতি গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই রুটে চলাচলরত জাহাজগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বাণিজ্যিক জাহাজগুলোতে। সূত্র: রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/////

‘প্রয়াস’ কে ইউনিয়ন ব্যাংকের অনুদান প্রদান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি.সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন ‘প্রয়াস’ কে ২৫.০০ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।

ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরীবাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর হাতে অনুদানের চেকটি হস্তান্তর করেন।

স্টকমার্কেটবিডি.কম/////

কুইন সাউথ টেক্সটাইলের এজিএমের দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিল লিমিটেডের আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হযেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আসন্ন ২১ তম এজিএম আগামী ৩১ ডিসেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমের দিন অনিবার্যকারণ কারণ:বশত পরিবর্তন করা হয়।

এর আগে এই এজিএম তারিখ নির্ধারণ করা হয় ৩০ ডিসেম্বর । তবে কোম্পানিটির এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি