ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৮৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৬.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৯৮পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৮৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৭ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৬৩ কোটি ২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩১৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৬টির আর অপরিবর্তিত আছে ৪৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লাভেলো আইসক্রিম, ব্র্যাক ব্যাংক, বিচ হ্যাচারি, অগ্নি সিন্টেমস, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, সী পার্লস হোটেল, বিএসসি ও এআইমেক্স ইলেক্ট্রোডস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৬০.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ২৪৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৫৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৮২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ১০ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সিঙ্গার বিডির নগদ লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেড ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০২৪ সালের সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি