Day: July 3, 2025
Un–audited Financial Statements of Chartered Life Insurance Company Limited.
x
দুদকের অনুসন্ধানের মুখে পড়া কর্মকর্তারা এনবিআরের আন্দোলনের সঙ্গে যুক্ত
স্টকমার্কেটবিডিপ্রতিবেদক :
ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়।
এনবিআরের ছয় কর্মকর্তা হলেন আয়কর নীতি বিভাগের সদস্য এ কে এম বদিউল আলম; নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার; ঢাকা-৮ কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মির্জা আশিক রানা; ঢাকা কর অঞ্চল-১৬ অতিরিক্ত কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা; ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কণ্ডু এবং বিএসএস কর একাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, অনিয়ম-দুর্নীতি মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।
এনবিআর সূত্র বলছে, অনুসন্ধানের মুখে পড়া অন্তত পাঁচ কর্মকর্তা এনবিআরের আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত।
হাছান মুহম্মদ তারেক রিকাবদার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। এই ঐক্য পরিষদের ব্যানারে এনবিআরে আন্দোলন চলছে।
মির্জা আশিক রানা ও শাহরীন সুস্মিতা ঐক্য পরিষদের সহসভাপতি।
এনবিআরে সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মের পর থেকে আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে একধরনের অচলাবস্থা চলছে। এতে সেবায় বিঘ্ন ঘটছে।
স্টকমার্কেটবিডি.কম///
জুলাই মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। জুন মাসের নির্ধারিত দামই থাকছে জুলাই মাসে। আজ রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই মাসের জন্য ডিজেলপ্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রল ১১৮ টাকা ও অকটেন ১২২ টাকা অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হয়েছে।
আগামী ১ জুলাই থেকে দাম কার্যকর হবে।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি তেলে। ডিজেল সাধারণত কৃষি সেচে, পরিবহন ও জেনারেটরে ব্যবহার করা হয়।
স্টকমার্কেটবিডি.কম////
এনসিসি ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ কোটি ১১ লাখ ৪ হাজার ২৩১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোহেলা হোসেন নামে এক উদ্দ্যোক্তা পরিচালক ব্যাংকটির এসব শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে কোম্পানিটির ৩ কোটি ৫৭ লাখ ৪৩ হাজার ৬৩৫টি শেয়ার রয়েছে।
ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক; ২য় স্থানে বিচ হ্যাচারি
স্টকমার্কেটবিডি ডেস্ক :
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ২০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৯ লাখ টাকা।
স্কয়ার ফার্মার ১৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিমের ১৭ কোটি ৪১ লাখ, সী পার্লস হোটেলের ৮ কোটি ১৯ লাখ, লীগাসী ফুটওয়ারের ৬ কোটি ৮২ লাখ, ড্রাগন সোয়েটারের ৬ কোটি ৬১ লাখ, বিএটিবিসির ৬ কোটি ৪৮ লাখ, বিএসসির ৬ কোট ২৩ লাখ ও এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
- ব্র্যাক ব্যাংক
- বিচ হ্যাচারি
- স্কয়ার ফার্মা
- লাভেলো আইসক্রিম
- সী পার্লস হোটেল
- লীগাসী ফুটওয়ার
- ড্রাগন সোয়েটার
- বিএটিবিসি
- বিএসসি
- এশিয়াটিক ল্যাবরেটরিজ।
দুই এক্সচেঞ্জেই সূচক ও লেনদেন বেড়েছে
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮১৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত আছে ৬০টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ব্র্যাক ব্যাংক, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, লাভেলো আইসক্রিম, সী পার্লস হোটেল, লীগাসী ফুটওয়ার, ড্রাগন সোয়েটার, বিএটিবিসি, বিএসসি ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৮৯.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৮০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৭৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে ৬০ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিম।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
লূব রেফের ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
স্টকমার্কেটবিডি ডেস্ক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি লূব রেফ বিডি লিমিটেডের এক করপোরেট পরিচালক ৩০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিনহা ফ্যাশনস নামে এক করপোরেট পরিচালক এসব শেয়ার ব্লক মার্কেটে চলমান বাজার দরে বিক্রয় করবেন। কোম্পানিটির হাতে মোট ২ কোটি ৩১ লাখ ১৮ হাজার শেয়ার রয়েছে।
তিনি এই ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
আজিজ পাইপসের নতুন সিএস নিয়োগ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের নতুন কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন মো: মকবুল হোসেন। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএস নিয়োগ দেওয়া হয়েছে।
মো: মকবুল হোসেন এখন থেকে কোম্পানিটির সচিবের দ্বায়িত্ব পালন শুরু করেছেন।
স্টকমার্কেটবিডি.কম/এসবি