শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড পোশাক কারখানায় বিনিয়োগ করেছে। বিনিয়োগকৃ এই পোশাক কারখানায় বারাকা পাওয়ারের মালিকানা হলো ৫১ শতাংশ। সোমবার ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় চলমান উৎপাদনে থাকা একটি পোশাক কারখানা কেনার (অধিগ্রহণ) সিদ্ধান্ত হয়।
শতভাগ রপ্তানিমুখী এই তৈরি পোশাক কারখানার মূল্য ধরা হবে ৩০ কোটি টাকা। তবে অতিরিক্ত খরচ হয়েছে আরও ১০ কোটি টাকা। সব মিলে মোট খরচ হয়েছে ৪০ কোটি টাকা।
মোট ব্যয়ে ৭০ শতাংশ ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়ন করা হয়। বাকি অর্থের ৫১ শতাংশ অর্থায়ন করেছে বারাকা পাওয়ার।
সেই হিসেবে বারাকা পাওয়ারের ৫১ শতাংশের মালিকানার জন্য খরচ হয় ৬ কোটি ১২ লাখ টাকা।
কোম্পানিটির প্রতি বছর প্রকল্পটি থেকে গড় নিট আয় হবে ৬ কোটি ৯১ লাখ টাকা। বর্তমানে উৎপাদনে থাকা কোম্পানিটি গাজীপুরের টঙ্গীতে অবস্থিত। বারাকা পাওয়ার প্রতিষ্ঠানটির ৫১ শতাংশের মালিক।
স্টকমার্কেটবিডি.কম/কেএস