স্টকমার্কেটবিডি ডেস্ক :
ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর থেকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। বিবিসি জানিয়েছে, বিশ্ব বাজারে তেলের বেঞ্চ মার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ছাড়িয়েছে ১৩৯ ডলার। পরে প্রতি ব্যারেলে তেলের বাড়তি এ দাম গিয়ে স্থির হয়েছে ১৩০ ডলারে।
যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল সরবরাহে অবরোধ আরোপের বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে; এমন খবর প্রকাশ্যে আসতেই আরও এক ধাপ বেড়েছে তেলের দাম।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ও গ্যাস রফতানিকারক দেশ রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার ঘোষিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে অস্থির হয়ে পড়েছে তেলের বাজার।
স্টকমার্কেটবিডি.কম/জেড