অবশেষে কমলো শাহজিবাজার পাওয়ারের দর

sahzibazerনিজস্ব প্রতিবেদক :

অবশেষে কমেছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর। রবিবার শেয়ারটির আগের দিনের চেয়ে ১৬.২ টাকা বা ৭.৭৮ শতাংশ কমে সর্বশেষ ১৯৭.৯ টাকায় লেনদেন হয়েছে।

দর বাড়ার কারণ তদন্তে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে ৪৪ কার্যদিবস এ কোম্পানির লেনদেন স্থগিত রাখা হয়। দ্বিতীয় দফায় গত ২০ অক্টোবর থেকে লেনদেন চালু হওয়ার পর শাহজিবাজার পাওয়ারের শেয়ারের বিক্রেতা কমে যায়। এতে করে প্রতিদিনই শেয়ার দর বাড়তে থাকে। তবে রবিবার বিক্রেতার চাপে দর কমেছে।

রবিবার ২ হাজার ২৪৭ বার হাতবদলের মাধ্যমে শাহজিবাজার পাওয়ারের ১২ লাখ ৫৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এ দিন কোম্পানিটির শেয়ার দর ১৬.২ টাকা বা ৭.৭৮ শতাংশ কমেছে। যেখানে কোম্পানিটির শেয়ার টানা ১৬ কার্যদিবস বাড়ার পর এই পতন। এ ছাড়া দ্বিতীয় দফায় লেনদেন শুরুর পর ৯ কার্যদিবস শেয়ারটি লেনদেনের কোনো ভাগে বিক্রেতা শূন্য হয়ে যেত। বিক্রেতার অভাবে লেনদেন হয়েছে খুবই কম।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *