নতুন কোম্পানিগুলোর দর বাড়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত : ফায়েকুজ্জামান

icbনিজস্ব প্রতিবেদক :

নতুন কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান।

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে পরামর্শক কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সভায় বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা ছাড়াও ডিএসই, সিএসই, আইডিআরএ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ সভায় বাংলাদেশ ব্যাংক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএলের চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স সভাপতি, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ অনেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বিএসইসিকে সহযোগিতা দিতে ২০১১ সালের ২৮ মার্চ ১৫ সদস্যের পরামর্শক কমিটি গঠন করা হয়। পরে ওই বছরের ২৫ জুলাই প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বৈঠকে বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণী দুই মাস পর পর কমিটি একবার বৈঠকে বসবে, এমন সিদ্ধান্ত হয়।

তবে গত তিন বছরে এ কমিটির কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। যদিও বিএসইসির পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠানের বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। বৈঠকের বিষয়টি পুরোপুরি কমিশনের ইচ্ছার ওপর নির্ভর করে। কমিশন যখন বিবেচনা করবে, তখনই কেবল এ বৈঠক হবে।

নতুন কোম্পানিগুলোর এই অস্বাভাবিক দর বাড়ার প্রবণতা থেকে বিনিয়োগকারীদের রক্ষা করতে করণীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিএসইসিকে আহ্বান করেন ফায়েকুজ্জামান। এ সময় অবহেলিত ওভার দ্য কাউন্টার মার্কেট (ওটিসি) নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এম/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *