২০১৮ সালের মধ্যে কাতার থেকে এলএনজি গ্যাস আমদানি: বাণিজ্যমন্ত্রী

tofailবিশেষ প্রতিবেদক :

দেশের গ্যাস সংকট নিরসনে ২০১৮ সালের মধ্যে কাতার থেকে এলএনজি গ্যাম আমদানির সিদ্ধান্ত প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহামেদ আল দেহিমী। সাক্ষাৎ শেষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘কাতারের রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সৌদি আরবসহ যে ছয়টি দেশের সঙ্গে কাতারের কূটনৈতিক সমস্যা তৈরি হয়েছে সেটা নিয়ে কথা হয়েছে। ২০২০ সালে দুবাইতে ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছ। কাতার আশঙ্কা করছে এই এক্সপোতে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সেজন্য কাতার ভেনু পরিবর্তন করতে চাচ্ছে। এ বিষয়ে তিনি বাংলাদেশের অবস্থান জানতে এসেছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমি জানিয়ে দিয়েছি, এটা আমরা করতে পারবো না। কারণ স্থানটি ভোটাভুটির মাধ্যতে নির্ধারণ করা হয়েছিল। আমরা এ পরিবর্তনে রাজি না। সবার সঙ্গে বন্ধুত্ব রেখে সামনে এগোতে চাই আমরা, কারও সঙ্গে বৈরিতা নয়।’

এর ফলে কাতারের সঙ্গে আমাদের বাণিজ্যের কোনও সমস্যা হবে কিনা- প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কাতারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক থাকবে। অন্য দেশের সঙ্গে একই সম্পর্ক রাখবো।’

অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাতারের ওপর আবরোধ আরোপের আগে তারা ৭৭ মিলিয়ন টন গ্যাস রফতানি করতো। যা এখন ১০০ মিলিয়ন টন ছাড়িয়ে গেছে। কাজেই এই অবরোধে তাদের কোনও সমস্যা হয়নি। ২০১৮ সালের মধ্যে দেশের গ্যাস সংকট নিরসনে আমরা কাতার থেকে এলএনজি আমদানির প্রক্রিয়া চলমান। বিদ্যমান পরিস্থিতিতে কাতারের সঙ্গে আমাদের বাণিজ্য বেড়েছে, সেদেশে অধিক সংখ্যক শ্রমিকও যাচ্ছে। তাই বাণিজ্যে কোনও সমস্যা হবে না।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিবিএস ক্যাবলসের সাথে পল্লী বিদ্যুতের ৯৮ কোটি টাকার চুক্তি

bbsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) মধ্যে ৯৮ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের দুটি চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, প্রকল্প দুটি হলো পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ রাজশাহী ও রংপুর বিভাগ কর্মসূচি-২। চুক্তি মোতাবেক দুটি প্রকল্পে মোট ৯৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৯৩৫ টাকার মূল্যের কনডাক্টর, এসিএসআর, বার ক্যাবলস সরবরাহ করবে প্রকল্প পরিচালক বিবিএস ক্যাবলস।

এই দুটি প্রকল্পের জন্য পৃথকভাবে ৪৭ কোটি ৯৪ লাখ ২২ হাজার ৩৩৫ টাকার মূল্যের ও ৫০ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৬০০ টাকার মূল্যের যন্ত্রাংশ সরবরাহ করতে পারবে কোম্পানিটি। এই চুক্তি সম্পন্নের পর থেকে চার মাসের মধ্যে কোম্পানিকে পণ্যগুলো সরবরাহ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের উদ্দ্যোক্তার শেয়ার বিক্রয় সম্পন্ন

PIONEER INSURANCE smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মো. নাসিরুল্লাহ নামে বিমার এ উদ্দ্যোক্তা মোট ২ লাখ ৭৬ হাজার ৩৩২ হাজার শেয়ারের মধ্যে ২০ হাজার শেয়ার বিক্রয় করেন। ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয় বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করেন। এর আগে গত ১৬ আগস্ট তিনি এ সংখ্যক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

প্রাইম ব্যাংকের জমি ক্রয়ের সিদ্ধান্ত

স্prime-bank-limited1টকমার্কেট ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ডিএসই সূত্রে জানা গেছে।

ডিএসইর সূত্রে আরো জানা যায়, যশোর জেলার যশোর সদরের পানচিবাড়ায় ৬২ ডিসিমাল জমি কিনবে কোম্পানিটি । রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ জমি কিনতে কোম্পানিটির ৮৫ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে। সিদ্ধান্তটি সংশ্লিষ্ট নিয়ন্ত্রণমূলক সংস্থা কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  2. ফরচুন সুজ
  3. বিবিএস ক্যাবলস
  4. লংকাবাংলা ফাইন্যান্স
  5. আরএসআরএম স্টীল
  6. এসিআই লিমিটেড
  7. প্রাইম ব্যাংক
  8. মার্কেন্টাইল ব্যাংক
  9. আল-আরাফাহ ব্যাংক
  10. আইএফআইসি ব্যাংক

সূচকের উত্থানে দুই শেয়ারবাজারেই লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়ও বেড়েছে লেনদেন। বেড়েছে কোম্পানির শেয়ারদর। সেখানে ৯৩০ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থা লক্ষ্য করা গেছে। এদিন সেখানে ৫২ কোটি ২২ লাখ টাকা লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ রবিবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৩০ কোটি ২২ লাখ   টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৪৮ কোটি ২২ লাখ টাকা বেশি। গত বৃহস্পতিবার সেখানে ৭৮২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১১৮ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৫১টির, কমেছে ১৪৪টির আর অপরিবর্তিত থাকে ৩৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ফরচুন সুজ, বিবিএস ক্যাবলস, লংকাবাংলা ফাইন্যান্স,  আরএসআরএম স্টীল, এসিআই লিমিটেড, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক ও  আইএফআইসি ব্যাংক।

এদিকে, আজ রবিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫২ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২৩ কোটি ৭১ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার এই লেনদেন ৭ কোটি ৮৮ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৪.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও বিবিএস ক্যাবলস।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

কাল থেকে স্পট মার্কেটে ২ কোম্পানি

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল ও বিমা খাতের দুটি কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সোমবার থেকে স্পট মার্কেটে যাচ্ছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের লেনদেন কাল ২৮ আগস্ট থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্পট মার্কেটে হবে। সুহৃদ বিশেষ সাধারণ সভার জন্য স্পট মার্কেটে যাচ্ছে।

একইভাবে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের লেনদেন কাল ২৮ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত দুইদিন স্পট মার্কেটে হবে।

উক্ত সময়ে কোম্পানির শেয়ার ব্লক মার্কেটেও লেনদেন হবে । সুহৃদের রেকর্ড ডেট আগামী ১১ সেপ্টেম্বর  ও প্রাইম ইসলামী লাইফের ৩০ আগস্ট শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এনভয় টেক্সটাইলসের ঋণমান প্রকাশ

envoyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি) লিমিটেড। সম্প্রতি এই রেটিং প্রকাশ করে সিআরএবি। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণে স্থিতিশীল আর্থিক চিত্রসহ কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ২’ ইউনিটি রেটিং এসেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যন্ত নিরীক্ষিত, দায়বদ্ধর অবস্থান এবং হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

বাংলাদেশে বিনিয়োগে বাজার যাচাই করছে তাইওয়ান

(JPEG Image, 290 × 174 pixels)বিশেষ প্রতিবেদক :

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা সফরে আসা তাইওয়ানের ব্যবসায়ী প্রতিনিধিদল। সম্প্রতি বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) নেতাদের সঙ্গে এক সাক্ষাতে এমনটাই জানায় ব্যবসায়ী প্রতিনিধিদলটি।

প্রতিনিধিদলের প্রধান জেমস সি এফ হুয়াং বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে বলেন, ‘আমরা বাজার যাচাই করছি। তিনি বাংলাদেশের প্লাস্টিক সেক্টরের অগ্রগতির প্রশংসা করেন এবং তাইওয়ানের বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের এ খাতে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। ’

বৈঠকে বিপিজিএমইএ সভাপতি মো. জসিম উদ্দিন সভাপতিত্ব করেন। ১৫ সদস্যবিশিষ্ট তাইওয়ান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তাইওয়ান এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান জেমস সিএফ হুয়াং। সভায় অন্যান্যের মধ্যে বিপিজিএমইএর সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন, ফেরদৌস ওয়াহেদ, সামিম আহমেদ, সিনিয়র সহসভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, সহসভাপতি কাজী আনোয়ারুল হক, সাবেক সহসভাপতি কে এম ইকবাল হোসেন, পরিচালক সৈয়দ তাহসিন হক এবং এ টি এম সাঈদুর রহমান বুলবুল উপস্থিত ছিলেন।

বিপিজিএমইএ সভাপতি প্লাস্টিক সেক্টরের সামগ্রিক অবস্থান তুলে ধরে বলেন, প্লাস্টিক খাতে বর্তমানে বিশ্ব পর্যায়ের পণ্য তৈরি হচ্ছে। যেগুলোর মধ্যে রয়েছে পিভিসি পাইপ, হ্যাঙ্গার, গৃহসামগ্রী, খেলনা, পলি ব্যাগ, ফার্নিচার, ওভেন স্যাক ব্যাগ, প্যাকেজিং আইটেমসহ নানা পণ্য। এ সেক্টরে প্রায় ৫ হাজার শিল্পপ্রতিষ্ঠানে ১২ লাখ লোক জড়িত রয়েছে। তিনি বলেন, প্রায় ৪ হাজার কোটি টাকার রপ্তানি হচ্ছে, যা বিশ্বের প্রায় ২৩ দেশে যাচ্ছে।
সেক্টরে ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছে। তিনি এই সেক্টরে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়ে বলেন, এ খাতে বিনিয়োগ লাভজনক হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রাইট শেয়ার ইস্যুর আবেদন পুনর্বিবেচনার আবেদন করবে লংকাবাংলা

lankaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তারিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড বাংলা সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্চ কমিশনের (বিএসইসি) কাছে রাইট শেয়ার প্রদানের আবেদন পুনরায় করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ডিএসই সূতে্র এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, কোম্পানিটি জানায়, তারা ফের ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি সাধারণ শেয়ার ইস্যু করতে চায়। শেয়ারদর হবে ১০ টাকা। বর্তমান শেয়ারের ১;২ অনুপাতে এ শেয়ার ইস্যু করা হবে।

এর আগে বিধান মোতাবেক কোম্পানিটির একজন পরিচালকের এককভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকায় রাইট শেয়ারের আবেদন অনুমোদিত হয়নি। পরিশোধিত মূলধন বাড়াতে প্রতি দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর লক্ষ্যে গত ৩ জানুয়ারি বিএসইসির অনুমোদনের জন্য আবেদন করে কোম্পানিটি।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এতে কোম্পানির মূল শেয়ারের সংখ্যা বেড়ে যায়। তাই অনুপাত ঠিক রাখতে রাইটে শেয়ার সংখ্যা দুই কোটি সাত লাখ ৪৯৫টি বাড়িয়ে কোম্পানিটি ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি প্রিমিয়াম ছাড়া রাইট শেয়ার ইস্যু করার আবেদন করে গত ২২ জুন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.