রহিম টেক্সটাইলের বাৎসরিক বোর্ড সভা ২০ অক্টোবর

rahimস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি রহিম টেক্সটাইল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা আড়াইটায় রাজধানী বনানীতে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে রহিম টেক্সটাইল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডেসকোর বাৎসরিক বোর্ড সভা ১৮ অক্টোবর

descoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ঢাকা পাওয়ার সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন সন্ধ্যা ৬টায় রাজধানী নিকুঞ্জে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে আইটি ঢাকা পাওয়ার সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

শেয়ারবাজারে আইপিও বাড়ানোর তাগিদ মার্চেন্ট ব্যাংকার্সদের

BMBA_Logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে আইপিও বাড়ানোর তাগিদ দিয়েছে মার্চেন্ট ব্যাংকার্সদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ)।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব বলেন তারা।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ।

নাসির বলেন, “দেশে প্রায় ৬০টি মার্চেন্ট ব্যাংক আছে। আর আরজেএসসিতে প্রায় আড়াই লাখ কোম্পানির রেজিস্ট্রেশন নেওয়া আছে। কিন্তু তারপরেও বছরে মাত্র ১০-১২টি কোম্পানি শেয়ারবাজারে আসে।

“এক্ষেত্রে আবার কোনো কোম্পানির শেয়ারবাজারে আসতে ৩-৪ বছর সময় লাগে।”

এসময় লোভ ও আতঙ্ক থেকে বিনিয়োগকারীদের দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিএমবিএর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ। তিনি বলেন, এটা হলে শেয়ারবাজার থেকে মুনাফা অর্জন করা সম্ভব।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার অধ্যাপক স্বপন কুমার বালা।

স্বপন কুমার তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগের আগে উদ্যোক্তাদের উদ্দেশ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি বলেন, উদ্যোক্তাদের উদ্দেশ্যের উপর কোম্পানির ভালো-মন্দ নির্ভর করে। তাই বিনিয়োগের আগে তাদের সম্পর্কে জেনে নেওয়া উচিত। কারণ উদ্যোক্তাদের অসৎ উদ্দেশ্যের কারণে একটি গ্রুপের সবচেয়ে ভালো কোম্পানিটিও শেয়ারবাজারে এসে খারাপ হয়ে যায়। আর দুর্বল কোম্পানিগুলো ভালো হয়ে যায়।

তিনি জানান, “দেশে ৫৫-৬০টি মার্চেন্ট ব্যাংক বা ইস্যু ম্যানেজার থাকলেও হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যু আনছে। প্রত্যেকটি মার্চেন্ট ব্যাংকের জন্য আইপিওর জন্য ইস্যু জমা দেওয়া বাধ্যতামূলক হলেও অনেকে তাও করে না। অভিজ্ঞতার অভাবে ঘুরেফিরে কয়েকটি মার্চেন্ট ব্যাংক ইস্যু আনছে।”

স্টকমার্কেটবিডি.কম/এ/জেড

আমেরিকা-চীনের বাণিজ্য যুদ্ধ নিয়ে বিশ্ব ব্যাংক-আইএমএফে উদ্বেগ

WB-IMF-Meet-2স্টকমার্কেটবিডি ডেস্ক :

আমেরিকার সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ সহসা বন্ধ না হলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের আর্থিক খাতের দুই মোড়ল বিশ্ব ব্যাংক ও আইএমএফ।

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সংবাদ সম্মেলনে সংস্থা দুটির প্রধান এ উদ্বেগের কথা জানান।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লগার্দ বলেন, “যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ব্যবসায় নীতি নিয়ে উত্তেজনা ও আমদানি শুল্ক আরোপের কারণে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈশ্বিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে।

“নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই দুই পরাশক্তি একটি খারাপ উদাহরণ তৈরি করছে। আর সেটা হবে বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা। বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি যদি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই না হয় তাহলে তার সুফল বিশ্ববাসী পাবে না।”

তিনি বলেন, বিশ্বে বেকারত্বের হার কমছে; প্রবৃদ্ধিও ভালো। চলমান বাণিজ্য যুদ্ধ বন্ধ হলে এই প্রবৃদ্ধি আরও ভালো হবে।

বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি বেশ ভালো এবং নিরাপদ অবস্থানে রয়েছে। বৈশিক প্রবৃদ্ধির হার এখন ৩ দশমিক ৭ শতাংশ।

“তবে যুক্তরাষ্ট্র এবং চীনের চলমান এই বাণিজ্য যুদ্ধের মতো কিছু বাধার কারণে বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি দেখা দিয়েছে।”

বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শুরু হয় বৃহস্পতিবারের কার‌্যক্রম। এরপর সংবাদ সম্মেলনে আসেন আইএমএফ প্রধান লগার্দ।

সংবাদ সম্মেলনে কিম বলেন, বিশ্ব অর্থনীতি ভালোই প্রবৃদ্ধি অর্জন করছে। কিন্তু প্রবৃদ্ধির সুফল যাতে পৃথিবীর সব মানুষ পায় সেটা নিশ্চিত করতে হবে।

“এবং এই বিষয়টিতেই বিশ্বনেতাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে।”

বুধবার থেকে সম্মেলন শুরু হয়ে গেলেও আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১২ অক্টোবর শুক্রবার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকসহ বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রীরা বক্তব্য রাখবেন।

বিশ্বের ১৮৯টি দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে ১৪ অক্টোবর।

এবারের সম্মেলনে মোট পনের হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর মধ্যে গণমাধ্যমের প্রতিনিধি এক হাজারের বেশি।

সম্মেলনে অংশ নিতে আসা বিদেশিদের পদচারণায় মুখরিত এখন বালি দ্বীপ। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ইন্দানেশিয়ার ‘সাগড় কন্যা’ নামে পরিচিত এই পর্যটন দ্বীপকে।

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে ২৭ সদস্যের প্রতিনিদিল এখন বালিতে অবস্থান করছেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের অর্থমন্ত্রী ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী মুলইয়ানি ইন্দ্রাবতির সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম এই প্রতিনিধি দলে রয়েছেন।

বিশ্ব ব্যাংক-আইএমএফের সবচেয়ে বড় এই সম্মেলনে এ দুই উন্নয়ন সংস্থার সদস্য দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছাড়াও বেসরকারি খাতের নির্বাহী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম ভাগে বিশ্ব ব্যাংক-আইএমএফের এই সভা হয়। পর পর দুটি বৈঠক যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সংস্থা দুটির সদর দপ্তরে হওয়ার পর তৃতীয় সভাটি হয় যুক্তরাষ্ট্রের বাইরে সদস্যভুক্ত অন্য কোনো দেশে। সূত্র : বিডি নিউজ২৪
স্টকমার্কেটবিডি.কম/জেড

ডেসটিনি মাল্টিপারপাসের পরিচালক দিদারুল আলমের রিট খারিজ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডেসটিনি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালক লে. কর্নেল ( অব.) দিদারুল আলমের মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অবৈধ বিচারিক প্রক্রিয়া উল্লেখ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন ও এ কে এম আমিন উদ্দিন মানিক। অন্যদিকে, আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ কে এম ফখরুল ইসলাম।

মামলার বিবরণী থেকে জানা যায়, ডেসটিনি মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডে ও ডেসটিনি ট্রি প্ল্যানটেশনের আর্থিক অর্থবছর ২০০৯-২০১০ থেকে ২০১৩ সালের ৩১ মার্চ পর্যন্ত ১১৭৮ কোটি ৬১ লাখ টাকা স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ তোলে দুদক। পরে ২২ জনকে আসামি করে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় মামলা করে দুদক। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ আদালত-৫ এ বিচারাধীন।

পরে দিদারুল আলম এ মামলায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অবৈধ বিচারিক প্রক্রিয়া উল্লেখ করে একটি রিট দায়ের করেন। তিনি রিটের শুনানি নিয়ে ২০১৬ সালের ১ মার্চ দুই সপ্তাহের রুল দেন হাইকোর্ট। এর ওপর বৃহস্পতিবার (১১ অক্টোবর) শুনানি নিয়ে রিটটি খারিজ করে দেন আদালত।

স্টকমার্কেটবিডি.কম/এ/জেড

  1. সামিট পাওয়ার
  2. খুলনা পাওয়ার
  3. ইউনাইটেড পাওয়ার
  4. বেক্সিমকো লিমিটেড
  5. ড্রাগন সোয়েটার স্পিনিং
  6. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  7. নূরানী ডায়িং
  8. বিবিএস ক্যাবলস
  9. সিঙ্গার বিডি
  10. এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।

শেয়ারবাজারে সূচকের সাথে লেনদেনের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। তবে দিনশেষে ডিএসইতে সূচকগুলোর সামান্য পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪৪ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৮০১ কোটি ৯৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯২৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৬টির। আর দর অপরিবর্তিত আছে ৬৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সামিট পাওয়ার, খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, ড্রাগন সোয়েটার স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, নূরানী ডায়িং, বিবিএস ক্যাবলস, সিঙ্গার বিডি ও এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৭৭ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ২৯ কোটি ৮ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সেন্ট্রাল ফার্মার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই

Central-Pharma-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৭ অক্টোবর এ শেয়ারের দর ছিল ১১.৬০ টাকা এবং আর গতকাল ১০ অক্টোবর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৩.৭০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লিব্রা ইনফিউশনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই

libraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি লিব্রা ইনফিউশন লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২ অক্টোবর এ শেয়ারের দর ছিল ৬১৩ টাকা এবং আর গতকাল ১০ অক্টোবর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৮০৭ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে লিব্রা ইনফিউশন লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এক টাকা দর বাড়ায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজকে নোটিস

simtex-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৭ অক্টোবর এ শেয়ারের দর ছিল ৪১.৮০ টাকা এবং আর গতকাল ১০ অক্টোবর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৪২.৮০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি