চালের দাম বাড়ায় এফবিসিসিআইয়ের ক্ষোভ প্রকাশ

এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে চালের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। এ জন্য তিনি চাল ব্যবসায়ীদের এক হাত নিয়েছেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, চাল ব্যবসা করে গুলশানে বাড়ি করছেন, আবার বলছেন লোকসান। দু’একজন ব্যবসায়ীর কারণে পুরো ব্যবসায়ীরা এর দায় নেবে না।

বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের বোর্ড রুমে ‘নিত্যপণ্যের আমদানি, মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি’ নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বাংলাদেশ থেকে চাল রপ্তানি বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেন। একই সঙ্গে প্যাকেটজাত চালের দর বেধে দেওয়ার বিষয়ে মত দেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, আপনারা ধানের ভরা মৌসুমে চালের দাম বাড়িয়ে দেবেন, আর সরকার ধরপাকড় করবে না এটা কি হয়। এখন ধান উঠছে, দাম কমছে এ অবস্থায় চালের দাম কমার কথা। আপনি-আমি ব্যবসা করবো। তার মানে কেজিতে ১০-১৫ টাকা বাড়াবেন এটা কি হয়? আপনি হাজার হাজার কোটি টাকা খরচ করে মেশিন আনছেন, এতে খরচ কমার কথা, তাহলে দাম কেন বাড়বে ভাই। বিজ্ঞাপন দিচ্ছেন পোলাও চালের, সেখানে মিনিটে ছয় হাজার টাকা খরচ হচ্ছে। আপনারা উল্টো চালের দাম আরও বাড়িয়ে দিচ্ছেন।

এসময় তিনি চাল ব্যবসায়ীদের প্রশ্ন করে বলেন, আপনারা কেন মজুত করেন। এর জবাবে ব্যবসায়ীদের কয়েকজন বলেন কোনো মজুত হয়নি।

এসময় সিটি গ্রুপ, মেঘনা গ্রুপসহ দেশের শীর্ষ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম//

মে মাসে রপ্তানি আয় ৯ মাসের মধ্যে সর্বনিম্ন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ মে মাসে পণ্য রপ্তানি করে ৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলার আয় করেছে, যা শেষ ৯ মাসের মধ্যে সর্বনিম্ন।

আজ বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, উচ্চ মুদ্রাস্ফীতির কারণে চাহিদা কমে যাওয়ায় রপ্তানি কমেছে।

গত বছরের একই সময়ের চেয়ে মে মাসে রপ্তানি বেড়েছে ২৩ শতাংশ। গত বছরের মে মাসে রপ্তানি হয়েছিল ৩ দশমিক ১ বিলিয়ন ডলার।

তবে গত এপ্রিল মাসের চেয়ে মে মাসে রপ্তানি আয় কমেছে। গত এপ্রিলে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় ৩৪ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ১৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

এনআরবিসি ব্যাংকের ৯ম এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের ৯ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ২ জুন, বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত এই সভায় সকল পরিচালক, উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারবৃন্দ অংশ নেন।

এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, এএম সাইদুর রহমান, মোহাম্মদ অলিউর রহমান, আবু বকর চৌধুরী, লকিয়ত ঊল্লাহ, মোহাম্মদ নাজিম, একেএম মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব) আবু এশরার, ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, রাদ মজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, এএমডি কাজী মো. তালহা, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মো. রিয়াজ উদ্দিন আসিফ প্রমুখ।

এজিএমে ২০২১ সালের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। এরমধ্যে নগদ লভ্যাংশ সাড়ে ৭ শতাংশ এবং স্টক ডিভিডেন্ট সাড়ে ৭ শতাংশ। সভা গত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ডাইরেক্টরস রিপোর্টসহ সব এজেন্ডা উপস্থাপন ও অনুমোদন করা হয়। আর্থিক প্রতিবেদনের তথ্যানুসারে, ব্যাংকের আমানত ২০২১ সালের ডিসেম্বর শেষে ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮২ কোটি টাকা। আগের বছর যা ছিল ৯ হাজার ৫৩১ কোটি টাকা। ঋণের পরিমান ৭ হাজার ৪৮৩ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১০ হাজার ৪৯০ কোটি টাকা। ঋণের প্রবৃদ্ধি হয়েছে ৪০ শতাংশ।

বছর শেষে পরিচালন মুনাফা ৪০৫ কোটি এবং নিট মুনাফা দাঁড়িয়েছে ২০৮ কোটি টাকা। মুনাফা বেড়েছে ৩২ শতাংশেরও বেশি। শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকা ৮৩ পয়সা। মূলধন সংরক্ষণের হার ১৩ দশমিক ৪৫ শতাংশে উন্নীত করে আর্থিক শক্তিমত্তার পরিচয় দিয়েছে ব্যাংকটি। এছাড়া গত বছরে ব্যাংকটির মাধ্যমে আমদানি হয়েছে ৪ হাজার ২৩৭ কোটি টাকার, রপ্তানি হয়েছে ৩ হাজার ৬৫ কোটি টাকার ও রেমিটেন্স এসেছে ১ হাজার ৮২ কোটি টাকা। ব্যাংকটি তার কার্যক্রম গ্রাম-বাংলায় ছড়িয়ে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করেছে। এতে একদিকে সেবার প্রসার যেমন ঘটেছে তেমনি স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত হয়েছে। নিজেদের এসব কর্মকা-ের স্বীকৃতি স্বরুপ ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ এবং ‘আরটিভি কৃষি পদক’ অর্জন করেছে এনআরবিসি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এস

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় আইপিডিসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইপিডিসি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৯ লাখ টাকার।

জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ওরিয়ন ফার্মার ২৬ কোটি ১৩ লাখ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২৩ কোটি ৭৩ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২২ কোটি ৪৪ লাখ, বিডিকম অনলাইনের ১৯ কোটি ৫৫ লাখ, রিং সাইন টেক্সটাইলের ১৮ কোটি ৪১ লাখ, ফুয়াং ফুডসের ১৬ কোটি ৯৯ লাখ ও জিএসপি ফাইন্যান্স লিমিটেডের ১৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. আইপিডিসি
  3. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  4. ওরিয়ন ফার্মা
  5. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  6. বাংলাদেশ শিপিং করপোরেশন
  7. বিডিকম অনলাইন
  8. রিং সাইন টেক্সটাইল
  9. ফুয়াং ফুডস
  10. জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

নারী উদ্যোক্তারা ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত চান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নারী উদ্যোক্তারা তাদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তারা নারী মালিকানাধীন ব্যবসায়ের জন্য করপোরেট আয়কর ১০ শতাংশ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাবও দিয়েছেন।

একাত্তর টিভি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) আয়োজিত এক বৈঠকে তারা এসব দাবি তুলে ধরেন।

নারী উদ্যোক্তারা বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছেন বলে মন্তব্য করেছেন উই সভাপতি নাসিমা আক্তার নিশা।

তাই বাজেট বরাদ্দে নারীদের অগ্রাধিকার দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়েমা হক বিদিশা বলেন, বাল্যবিয়ে বন্ধে কর্মসূচি গ্রহণের জন্যও বাজেটে বরাদ্দ থাকা উচিত।

‘একইসঙ্গে কীভাবে কর্মজীবী নারীদের বিষয়ে নেতিবাচক মানসিকতা পরিবর্তন করা যায়, সে উপায়ও আমরা খুঁজে বের করছি’, যোগ করেন তিনি।

জেন্ডার বাজেট অব্যাহত রাখার প্রস্তাবও করেন ঢাবির এই অধ্যাপক।

তবে, জেন্ডার বাজেট বরাদ্দ সমাজে কোনো ইতিবাচক পরিবর্তন আনছে কি না, তা দেখার জন্য এর সঠিক মূল্যায়ন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনায় অংশগ্রহণকারীরা নারী নেতৃত্বাধীন ব্যবসার জন্য টার্নওভার কর কমানোর প্রস্তাবও দেন।

স্টকমার্কেটবিডি.কম//

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৯৩ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৩৫ টাকা থেকে কমিয়ে এক হাজার ২৪২ টাকা করা হয়েছে। প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৯৩ টাকা।

আজ বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (২ জুন) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল। এসময় উপস্থিত ছিলেন বিইআরসির সচিব ও সদস্যরা।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি। তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৬২ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ৫৭টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম///

ডলারের দামের সীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রবাসী আয় আনতে ডলারের দামের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়, বাজারের সঙ্গে সংগতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে। তবে হঠাৎ যেন ডলারের দাম বেশি বাড়িয়ে না ফেলা হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।

পাশাপাশি বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো যাতে দাম বেশি বাড়াতে না পারে, সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে।

ডলারের দামের সীমা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘ব্যাংকের মাধ্যমে তথা বৈধপথে প্রবাসী আয় কমে যাচ্ছে। এ জন্য প্রবাসী আয় আনার ক্ষেত্রে ডলারের কোনো নির্দিষ্ট দাম থাকছে না। ব্যাংকগুলো বাজারের সঙ্গে সংগতি রেখে ও চাহিদা বিবেচনায় ডলারের দাম ঠিক করবে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।’

প্রবাসী আয়ে ডলারের দাম বাজারমূল্যে নির্ধারণ হওয়ায় আমদানিতেও একইভাবে ডলারের দাম নির্ধারণ করা হবে। পাশাপাশি রপ্তানি আয় নগদায়ন হবে বাজারমূল্যে। ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, বিক্রি করবে তার চেয়ে কিছু বেশি দামে।

স্টকমার্কেটবিডি.কম///

দিনশেষে লেনদেনের সাথে সূচকের কিছুটা উত্থান 

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের কিছুটা উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৪৫১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩৫৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৭৫ কোটি ১০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৩৪ কোটি ১২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৬টির, আর দর অপরিবর্তিত আছে ৫৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি, জেএমআই হসপিটাল রিকুইজিটি, ওরিয়ন ফার্মা, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিডিকম অনলাইন, রিং সাইন টেক্সটাইল, ফুয়াং ফুডস ও জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭০.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৯১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১০২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৫৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রিং সাইন টেক্সটাইল ও জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম

৫ কোটি মানুষের ক্রয় ক্ষমতা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো: টিপু মুনশি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড (আধুনিক বিশ্ব) ইউরোপের মতো বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, সাধারণ মানুষ এখন আর মোটা চাল খেতে চায় না। অর্থনৈতিক অবস্থার উন্নয়নের ফলে এটা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দ্বিতীয় চা দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ১৭ কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষ দরিদ্র সীমার নিচে। আমি কখনই বলিনি ১৭ কোটি মানুষের পয়সা বেশি হয়েছে। রিয়েলিটি হলো ২০ শতাংশ মানুষের লো ইনকাম, সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। ১৭ কোটি থেকে ৩ কোটি বাদ দিলে ১৪ কোটি থাকে। এর মধ্যে প্রায় সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা প্রায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইউরোপের মতো। আমাদের দরিদ্র শ্রেণির তিন কোটি মানুষকে এডজাস্ট করা দরকার, সেটাই করছি। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে সেটা আপনারাও জানেন।

দ্রব্য মূল্য নিয়ে এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, আমাদের দেখা দরকার সাধারন মানুষ সঠিক মূল্যে পণ্য কিনতে পারছে কিনা। ক্রয়ক্ষমতাও দুইটটি দিক রয়েছে, একটি হলো যারা উৎপাদনকারী এবং যারা ভোক্তা। আমরা যদি এমন একটি পর্যায়ে নিয়ে যাই যে উৎপাদনকারী আর ইন্টারেস্ট পাচ্ছে না, তাহলে কিন্তু প্রভাব পড়বে। আমাদের দেখতে হবে উৎপাদন খরচ, প্রোফিট, মার্জিন কতোটা থাকা উচিত এবং সামঞ্জস্যপূর্ণ প্রাইজের ক্ষেত্রে যেন কোনোভাবে বড় ধরনের পার্থক্য না থাকে। এটা দেখার জন্য খাদ্য মন্ত্রণালয় যেভাবে আমাদের সাহায্য চাইবে আমরা সাহায্য করব।

তিনি বলেন, আমদানি নির্ভর পণ্যের দাম বাড়লে। তখন তার প্রভাব সব পণ্যের ওপর পরে। ডলারের বর্তমান মূল্য নিয়ে পৃথিবীর সব দেশ একটা বিপদের মধ্যে রয়েছে। আমরাও সে বিপদ থেকে বাইরে নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, এখন আমাদের কথা হলো নিম্নআয়ের মানুষের স্বার্থ দেখা। যাদের টাকা আছে তিনি কী করবেন সেটি আমাদের দেখার বিষয় নয়। আমাদের কথা হলো ন্যায্য মূল্যে যেসব পণ্য পাওয়া উচিত সেটা আমরা অবশ্যই দেখব। খাদ্য মন্ত্রণালয় যখন আমাদের ডাকবে তখন আমরা অবশ্যই যাবো। খাদ্যের বিষয়টি খাদ্য মন্ত্রণালয়ের কনসার্ন।

স্টকমার্কেটবিডি.কম///