ডিম কারসাজিতে জড়িতদের শাস্তি চায় এফবিসিসিআই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিমের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর কারসাজিতে জড়িতদের শাস্তি দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সোমবার (২২ আগস্ট) এফবিসিসিআই কার্যালয়ে ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর বাজার ও মূল্য পরিস্থিতি’ বিষয়ে আয়োজিত মতবিনিময়সভায় এ দাবি জানিয়েছেন এফবিসিসিআই নেতারা।

সভায় অনলাইনে যুক্ত হয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, একদিনে ডিমের দাম তিন টাকা বেড়ে যাবে, সরকারি সংস্থার অভিযানের পর আবার কমে যাবে, এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়লে দেশেও দাম বাড়ে। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশে তার প্রভাব পড়ে না। সামান্য কয়েকজনের জন্য পুরো ব্যবসায়ী মহলকে অসাধু হিসেবে বদনাম শুনতে হচ্ছে।

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি সালাউদ্দিন আলমগীর, সহ-সভাপতি মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডন ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম. সফিকুজ্জামান।

স্টকমার্কেটবিডি.কম//

১৫ দিন গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১৫ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সেচ সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভা শেষে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি অফিস-আদালতে পর্যাপ্ত আলো-বাতাসে কাজ করতে হবে, পর্দার ব্যবহার বন্ধ থাকবে। সেচ সুবিধার জন্য আগামী ১৫ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। একই সঙ্গে স্কুল বন্ধ থাকবে সপ্তাহে ২ দিন। আগামী বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এছাড়া, সরকার স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুদিন করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কবে থেকে ছুটি কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে।

স্টকমার্কেটবিডি.কম//

১০ মিনিট পর পর চলবে মেট্রোরেল : ডিএমটিসিএল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বহু আকাঙ্ক্ষিত রাজধানীর মেট্রোরেল প্রথম দিকে প্রতি দশ মিনিট অন্তর চলাচল করবে। পরে ধীরে ধীরে সময় কমিয়ে আনা হবে।

মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি প্রসঙ্গে সোমবার এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ কথা বলেন।

তিনি বলেন, “প্রথমে ১০টি ট্রেন দিয়ে মেট্রোরেল চালু করা হবে। প্রথম দিন ১০ মিনিট পর পর ট্রেন চালু করবো। দ্বিতীয় দিন হয়তো আমরা ৭ মিনিটে নামিয়ে আনবো। ক্রমান্বয়ে যাত্রীর চাপের ওপর নির্ভর করবে আমরা কতক্ষণ পর পর ট্রেন ছাড়বো। অনেক বেশি যাত্রী অপেক্ষমান থাকলে আমরা সাড়ে ৩ মিনিট পর পর ট্রেন ছাড়বো। ফজরের নামাজের সময় থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত ট্রেন চলবে।”

এম এ এন ছিদ্দিক জানান, এমআরটি লাইন ৬-এর সার্বিক অগ্রগতি ৮১ দশমিক ৭০ শতাংশ। প্রথম পর্যায়ে নির্ধারিত উত্তরা থেকে আগারগাঁও রুটে কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৮৬ শতাংশ। দ্বিতীয় পর্যায়ে নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি ৮১ দশমিক ৮৬ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজের সার্বিক অগ্রগতি ৮৩ দশমিক ৩৪ শতাংশ।

“প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিত করার কাজ হাতে নিয়েছি। আমাদের সেখানে ইউটিলিটি সার্ভে চলছে। সেটি শেষ হলেই পূর্ত কাজের জন্য যাদের নিয়োগ করার কথা, সেটা আমরা নিয়োগ করবো।”

স্টকমার্কেটবিডি.কম//

বিডি মনোস্পুলের শেয়ার বিক্রি করলো মাগুরা গ্রুপ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রণোদনা খাতের প্রতিষ্ঠান বিডি মনোস্পুল পেপার লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মাগুরা গ্রুপ নামে কোম্পানিটির এই করপোরেট পরিচালক ২ লাখ ৯ হাজার ৪১০টি শেয়ার বিক্রয় করলো। প্রতিষ্ঠানটির হাতে কোম্পানিটির মোট ৮ লাখ ৯ হাজার ৩৭২টি শেয়ার ছিল।

আগামী ৩০ কার্য দিবসের মধ্যে ডিএসইতে পাবলিক মার্কেট হতে এই উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৬ লাখ টাকার।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৪৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জ হোলসিম বিডির ৪৩ কোটি ১১ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪১ কোটি ৮ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩৫ কোটি ৫১ লাখ, মেট্রো স্পিনিং মিলসের ২৬ কোটি ২৮ লাখ, মালেক স্পিনিং মিলসের ২৪ কোটি ৯৩ লাখ, সাইফ পাওয়ারটেকের ২৪ কোটি ৭৫ লাখ ও তিতাস গ্যাস লিমিটেডের ২৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  4. লাফার্জ হোলসিম বিডি
  5. বাংলাদেশ শিপিং করপোরেশন
  6. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  7. মেট্রো স্পিনিং মিলস
  8. মালেক স্পিনিং মিলস
  9. সাইফ পাওয়ারটেক
  10. তিতাস গ্যাস লিমিটেড।

ডিএসইতে ১৪৭৭ ও সিএসইতে ৩২ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩০০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৪৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৭৭ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০৫৭ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৭টির, আর দর অপরিবর্তিত আছে ৯৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম বিডি, বাংলাদেশ শিপিং করপোরেশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং মিলস, মালেক স্পিনিং মিলস, সাইফ পাওয়ারটেক ও তিতাস গ্যাস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২২.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫১২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৮১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৭২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৬১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

ধান কেনায় অনিয়ম হলে ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধান ও চাল অসৎভাবে কেনাবেচা না হয়-এজন্য কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। ধান-চাল কেনায় কোন দুর্নীতি বা অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২২ আগস্ট) রাজধানীর খাদ্যভবনের সভা কক্ষে মাঠ পর্যায়ের উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অনুকূলে মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে মোটরসাইকেল দেওয়া হবে। প্রকিউরমেন্ট, ওএমএস অবৈধ মজুতদারদের মনিটরিং করা সহজ হবে।

তিনি বলেন, করোনা মোকাবিলায় সরকার ভ্যাকসিনের জন্য অগ্রিম টাকা বরাদ্দ দিয়েছে। যে কারণে বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমাদের কিছুটা সময় বেশি লেগেছে।

তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্য দেশে খাদ্যের ঘাটতি না হয় সেজন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি যার অবদান মাঠ পর্যায়ের কর্মীদের। তাদের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিতে পেরেছি।

খাদ্যবান্ধব কর্মসূচিতে যেন এমন কেউ অন্তর্ভুক্ত না হয় যার জন্য পুরো মন্ত্রণালয়ের অগ্রগতি মলিন হয়ে যায়। খাদ্যবান্ধব কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো হয়েছে। কেউ যেন সরকারি কর্মসূচিতে অনিয়ম জালিয়াতি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকদের তালিকা যাচাই-বাছাই করার কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন।

স্টকমার্কেটবিডি.কম///

স্ট্যান্ডার্ড ব্যাংকের ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মোহাম্মদ নুরুল ইসলাম নামে এই উদ্দ্যোক্তা ব্যাংকটির ২০ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে ব্যাংকটির মোট ২ কোটি ৭ লাখ ৬২’হাজার ২৭৮টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্দ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি