ঋণমানে দীর্ঘমেয়াদে ‘বিবিবি+’ ওয়েস্টার্ন মেরিন

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন ঋণমানে দীর্ঘমেয়াদে ‘বিবিবি+’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৪’ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ ঋণ পরিশোধ সক্ষমতায় মাঝারি মানের কোম্পানি এটি।

কোম্পানিটির ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এর মুনাফা বেড়েছে ৬৫ শতাংশ। প্রতিবেদন অনুসারে, হিসাব বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নেট মুনাফা হয়েছে ৫ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা, যা আগের হিসাব বছরের একই সময় ছিল ৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *