নিয়ালকো এলয়সের সাবস্ক্রিপশন শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতের কোম্পানি নিয়ালকো এলয়স লিমিটেড ১০ টাকা দামে ৭৫ লাখ শেয়ার বিক্রি করে শেয়ারবাজার থেকে সাড়ে সাত কোটি টাকার মূলধন উত্তোলন করবে। কোম্পানিটির ইলেক্ট্রোনিক্স সাবক্রিপশন শুরু হয়েছে গতকাল ১৬ মে থেকে। কোয়ালিফাইড বিনিয়োগকারীদের এই সাবস্ক্রিপশন শেষ হবে ২০ মে।

এর আগে গত ১৫ এপ্রিল এই কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, শুধু যোগ্য বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।

বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষুদ্র ও মাঝারি খাতকে দীর্ঘমেয়াদী অর্থায়নের সরকারি পরিকল্পনা বাস্তবায়নেই নিয়ালকো এলয়সকে টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছে।

কোম্পানিটি এ অর্থ দিয়ে ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এমটিবি ক্যাপিটাল ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *