সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসইর বাজার মূলধন

dseনিজস্ব প্রতিবেদক :

আগের সপ্তাহের তুলনায় বেড়েছে সূচক, লেনদেন ও বাজার মূলধন। ধারাবাহিক দরপতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৩ লাখ কোটি টাকার নিচে নেমে এসেছিল। গত সপ্তাহের লেনদেন শেষে তা ফের ৩ লাখ কোটি টাকায় উন্নীত হয়েছে।

সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ২ লাখ ৯৭ হাজার ৩০০ কোটি টাকা। সপ্তাহ শেষে মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১ হাজার ৩০০ কোটি টাকা। আগের সপ্তাহের তুলনায় মূলধন বেড়েছে ৪ হাজার কোটি টাকা।

চলতি বছরে ডিএসইর সর্বোচ্চ মূলধন ছিল ৩ লাখ ৩১ হাজার কোটি টাকা। ১৩ জানুয়ারির লেনদেন শেষে ওই টাকায় উন্নীত হয় মূলধন। কিন্তু ধারাবাহিক পতনে কোম্পানিগুলো দর হারাতে শুরু করলে বাজার মূলধনও কমতে থাকে। গত ২৬ এপ্রিল চলতি বছরে প্রথমবারের মতো ডিএসইর মূলধন ৩ লাখ কোটি টাকার নিচে নেমে আসে। ২০১০ সালের ৫ ডিসেম্বর ডিএসইর সর্বোচ্চ মূলধন ৩ লাখ ৬৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *