স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলের কারখানায় অগ্নি কান্ডের ঘটনায় বিমার টাকা পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি কোম্পানিটির কারখানায় আগুন লাগলে সংশ্লিষ্ট বিমার নিকট তা জানানাে হয়। বিমাটি কোম্পানিটিকে ৫৩ লাখ ৩২ হাজার বেশি টাকা ক্ষতিপূরণ প্রদান করেছে।
ডিএসই সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি নারায়নগঞ্জের রূপগঞ্চে অবস্থিত কোম্পানিটির কারখানায় এই আগুন লাগে। সেদিন সকাল ৯টার দিকে কারখানার নিচের একটি রুমে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে ২ ঘন্টা পরে এই আগুন নিয়ন্ত্রনে আনে রূপগঞ্চ ফায়ার সার্ভিস।
আগুনে কাঁচামাল পক্রিয়াকরণ ইউনিটের ব্যাপক ক্ষতি হয়। সেখানকার মেশিন যন্ত্রপাতি আগুনে পুড়ে যায়।
এই অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতি পরিমাণ দেড় কোটি টাকা হবে বলে কোম্পানিটির পক্ষে থেকে বলা হয়েছিল।
স্টকমার্কেটবিডি.কম/