শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে টানা দরপতন হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানির শেয়ারের দর বাড়ার কারণ জানতে চেয়ে ভূল একটি বার্তা প্রকাশ করেছে। আজ মঙ্গলবার এ ঘটনাটি ঘটে।
লেনদেনের শুরু আগে ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে অলটেক্স ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য প্রচার করে। কোনো কোম্পানির দর বাড়লে এই নোটিস জানায় ডিএসইর পক্ষ থেকে এই নোটিস জানানো হয়। অথচ অলটেক্স ইন্ডাস্ট্রিজের দর টানা কয়েকদিন ধরেই কমছে।
ডিএসই সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ২৬.৪০ টাকা ছিল। গতকাল ১০ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৬.৬০ টাকা। এসময় মাত্র একদিন শেয়ারটির দর অপরিবর্তিত ছিল। বাকি ৭ কার্য দিবসেই টানা দর পতন হয়েছে কোম্পানিটির।
পরে বেলা ১২ টায় ডিএসই জানায়, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বৃদ্ধির নোটিসটি ভূল:বশত প্রকাশিত হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/বি/এম