আইডিএলসি নাগরিক এসিজি ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইডিএলসি নাগরিক এসিজি ফান্ডের (ওপেন ইনড) খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

আজ রবিবার ( ১৯ মে) আগারগাঁয়ে অবস্থিত কমিশন ভবনে বিএসইসির ৯১০তম কমিশন সভায় এই ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়।

কমিশন সূত্রে জানা যায়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা করে।

এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা হিসাবে আইডিএলসি এসেট ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক ২.৫ কোটি টাকা। আর বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসাবে রয়েছে আইডিএলসি এসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আর ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসাবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড দায়িত্ব পালন করবে।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *